<p>সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের জাতীয় বিমান প্রতিরক্ষা সদর দপ্তর। আজ শনিবার এক বিবৃতিতে তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশে হামলার কথা জানায় ইরান। সেখানে সীমিত ক্ষয়ক্ষতির কথা জানানো হয়েছে, তবে বিস্তারিত কিছু জানা যায়নি। </p> <p>বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এবং এই প্রতিকূল পদক্ষেপের মোকাবেলা করেছে, যদিও সীমিত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তারা আরো জানায়, ‘ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তের অধীনে রয়েছে।’</p> <p>ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা আজ শনিবার জানিয়েছে, হামলার পর দেশটির সব গন্তব্যে বিমান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছিল ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। </p> <p>এরপর রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইরাক তার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে এবং ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা করা হয়েছে। এটি একটি সংক্ষিপ্ত স্থগিতাদেশ ছিল। তবে এমিরেটস এয়ারলাইনস, ফ্লাইদুবাই ইরান, জর্দান, ইরাক এবং ইসরায়েলে ফ্লাইট বাতিল করেছে। কম্পানির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার পর এ ঘোষণা দেওয়া হয়।</p> <p>এদিকে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তেহরানে আইআরজিসির সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি। আইআরজিসি-সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তবে আইআরজিসি-সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ‘দেশের ২০টি অবস্থানে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার দাবিটি সঠিক নয় এবং শত্রুর লক্ষ্যবস্তুর সংখ্যা এই সংখ্যার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।’ এর আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় ১৪০টি যুদ্ধবিমান অংশ নেয় বলে ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, আই২৪ নিউজ জানিয়েছে, ‘ইরানের ২০ সাইট লক্ষ্য করে ১৪০টি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়।’</p> <p>তাসনিম আরো যোগ করে জানিয়েছে, ‘ইসরায়েলি হামলা দেশের সীমানার বাইরে থেকে করা হয়েছিল এবং সীমিতই ক্ষতি হয়েছে।’</p> <p>অন্যদিকে তেহরান তেল পরিশোধন কম্পানিরও কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। তেল পরিশোধন কম্পানির মুখপাত্র জানান, ‘রবিবার রাতে পরিশোধন কম্পানি ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল না।’ শাকের খাফাইই আরো বলেছেন, ‘শোধনাগারের অবকাঠামোগুলোতে কোনো আক্রমণ হয়নি এবং পরিশোধন ইউনিটে উৎপাদনের কাজ স্বাভাবিক রয়েছে।’</p> <p>দেশব্যাপী স্কুল খোলা রাখার ঘোষণাও করেছে ইরান। ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা করেছেন, আজ শনিবার দেশব্যাপী স্কুল খোলা থাকবে। তিনি বলেন, ‘শিক্ষা কার্যক্রম যথারীতি চলছে।’</p> <p>সূত্র : ইরান ইন্টারন্যাশনাল<br />  </p>