<p>প্রতিশোধ নিতে ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার কারণে রাজধানী তেহরান ও পাশে কারাজ শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই হমলা চালানোর সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বাংকারে অবস্থান করছিলেন বলে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে। </p> <p>প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় তেল আবিবের কিরিয়া সামরিক ঘাঁটির নিচে বাংকারে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং শীর্ষ আইডিএফ জেনারেলদের সঙ্গে বসে আছেন এমন ছবি প্রকাশ করেছে।</p> <p>সিএনএন বলেছে, তেহরানে স্থানীয় সময় রাত ২টার পর প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। তিন ঘণ্টা পর বিস্ফোরণের দ্বিতীয় তরঙ্গের খবর পাওয়া যায়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।</p> <p>এদিকে ইরানের বিমান প্রতিরক্ষা সামরিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে বলে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে। </p> <p>ইরানের জাতীয় বিমান প্রতিরক্ষা সদর দপ্তর শনিবার এক বিবৃতি জারি করে জানায়, তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে।</p> <p>বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষাব্যবস্থা কার্যকরভাবে সব হামলায় বাধা দিয়েছে এবং এই প্রতিকূল অবস্থার মোকাবেলা করেছে, যদিও সীমিত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।’ তারা আরো জানায়, ‘ঘটনার পরিধি পুঙ্খানুপুঙ্খ তদন্তের অধীনে রয়েছে।’</p> <p>ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় ১৪০টি যুদ্ধবিমান অংশ নেয় বলে ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আই২৪ নিউজ জানায়, ‘ইরানের বিভিন্ন সাইট লক্ষ্য করে ১৪০টি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়।</p> <p><iframe frameborder="0" height="400" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/IranIntl_En/status/1849986695682498684" width="600"></iframe></p> <p>ইরানের আইআরজিসি-এর সঙ্গে সম্পর্কিত ফারস নিউজ জানায়, তেহরানের পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। </p> <p>শনিবার ইরানে সপ্তাহের প্রথম দিন। ইরানিরা তাদের সপ্তাহ শুরু করল দুই দফা ইসরায়েলি বিমান হামলা দেখার মধ্য দিয়ে। তিনটি তরঙ্গের পর ইরানের ওপর ইসরায়েলি হামলা শেষ হয় বলে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার জানায়। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, তিন দফা হামলার পর ইরানের বিরুদ্ধে দেশটির অভিযান শেষ হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র সাইটে হামলা সম্পন্ন : ইসরায়েল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/26/1729915198-fee4e47f3e4c529b1f2c751035a4492c.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র সাইটে হামলা সম্পন্ন : ইসরায়েল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/26/1439282" target="_blank"> </a></div> </div> <p>গত ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে যে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান। হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের অপারেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশান নিহত হওয়ার পর ইরান ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। </p> <p>ইসরায়েল পাল্টা হামলা করবে, এমন আশঙ্কা গত ১ অক্টোবরের হামলার পর থেকেই ঘুরপাক খাচ্ছিল আন্তর্জাতিক ও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনৈতিক পরিমণ্ডলে। অবশেষে সেই আশঙ্কা সত্য হলো।</p> <p>সূত্র : টাইমস অব ইসরায়েল, ইরান ইন্টারন্যাশনাল</p>