<p>সেমিফাইনালে আগামীকাল ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তার আগে শেষ প্রস্তুতি নিতে কাঠমাণ্ডুর আর্মি হেডকোয়ার্টারে অনুশীলন করছে বাংলাদেশ দল। কিন্তু দলের সঙ্গে নেই অধিনায়ক সাবিনা খাতুন। টিম ম্যানেজমেন্টের সূত্র মতে, জ্বরে ভূগছেন সাবিনা। আগামীকাল তার খেলা নিয়েও আছে শঙ্কা। সতীর্থরা অনুশীলনে এলেও তিনি হোটেলে আছেন।</p> <p><br /> পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের ম্যাচে নব্বই মিনিট খেলা হয়নি সাবিনার। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন কোচ। ভারত ম্যাচে অবশ্য পুরোটাই খেলেন তিনি। ভুটান ম্যাচে তাকে না পাওয়া গেলে বিকল্প ভাবনায় যেতে হবে বাংলাদেশকে। কোচও হয়তো সেই পরিকল্পনা ইতোমধ্যে করে ফেলেছেন।</p> <p>কাঠমান্ডুতে এসে এ নিয়ে দুইজন জ্বরে আক্রান্ত হলেন। ভারতকে ৩-১ গোলে হারানোর পর জ্বরে ভুগেন ডিফেন্ডার আফিদা খাতুন। গতকাল অনুশীলন না করলেও আজ অবশ্য অনুশীলন করছেন। ভুটানের বিপক্ষে খেলবেন তিনি নিশ্চিত করেছেন।</p> <p>পাকিস্তান ম্যাচে চোট পাওয়া শামসুন্নাহার জুনিয়রও আজ অনুশীলন করছেন না। কাল খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়।<br />  </p>