<p style="text-align:justify">সর্বজনীন পেনশন স্কিমকে আরও আকর্ষণীয় করতে নতুন কিছু সুবিধা যুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই স্কিমে মাসিক পেনশনের পাশাপাশি গ্র্যাচুইটি হিসেবে এককালীন অর্থ পরিশোধ করার সুবিধার পাশাপাশি স্বাস্থ্য বীমা সুবিধাও অন্তর্ভুক্ত করতে যাচ্ছে সরকার। বীমার আওতায় অসুস্থ গ্রাহক চিকিৎসায় পাবেন আর্থিক সহায়তা। এছাড়া ঈদ ও পূজায় বোনাস এবং সর্বজনীন উৎসব পহেলা বৈশাখের মতো অনুষ্ঠানে ভাতা দেওয়ার মতো পরিকল্পনাও রয়েছে সরকারের।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পেনশনের অর্থ দেশের যেসব খাতে বিনিয়োগ হবে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/17/1721215921-ecf0959cb552c7f46af375e69827091b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পেনশনের অর্থ দেশের যেসব খাতে বিনিয়োগ হবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/07/17/1407451" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্র্যাচুইটি বাবদ গ্রাহকরা কী পরিমাণ অর্থ পরিশোধ করা হবে এবং এতে মাসিক পেনশনের পরিমাণ কমবে কিনা তা নির্ধারণে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। </p> <p style="text-align:justify">এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই সরকারের নেওয়া এই স্কিমটির ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন গ্রাহকরা। আগস্টের পরে নতুন গ্রাহক নিবন্ধন ও চাঁদা আদায়ের হার নেমে আসে শূন্যের কোঠায়। ইতিমধ্যে জমাকৃত অর্থ ফেরত পেতে দৌড়ঝাঁপও শুরু করেন অনেকে। এমন পরিস্থিতিতে চলতি মাসের মাঝামাঝি সময়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সর্বজনীন পেনশনে অর্থ ফেরতের সুবিধা চালু!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1729002872-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সর্বজনীন পেনশনে অর্থ ফেরতের সুবিধা চালু!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/10/15/1435464" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত সরকার তড়িঘড়ি করে ভারতের আদলে সর্বজনীন পেনশন স্কিম শুরু করলেও তাতে গ্র্যাচুইটি ও অন্যান্য কিছু সুবিধা অন্তর্ভুক্ত করেনি। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) যে মুনাফা গ্রাহক পেয়ে থাকে সেই তুলনায় সর্বজনীন পেনশন স্কিমকে খুব বেশি আকর্ষণীয় করতে পারেনি সরকার। এমনকি এককালীন টাকা পাওয়ার কোনো সুযোগ রাখার ঘোষণা ছিল না। </p> <p style="text-align:justify">এমন পরিস্থিতিতে সর্বজনীন পেনশন আকর্ষণীয় করতে কিছু সুবিধা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে গ্রাহকদের জন্য স্বাস্থ্য বীমা ও এককালীন টাকা তোলার সুবিধা রাখার বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। </p>