<p>নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। দুটি পৃথক বিজ্ঞপ্তির প্রথম বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহায়ক পদে নেওয়া হবে ৪৩ জন। দ্বিতীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ থেকে ১৬তম গ্রেডে পাঁচ ধরনের পদে নিয়োগ পাবেন ১১৪ জন। প্রথম বিজ্ঞপ্তির পদে আবেদনের শেষ তারিখ ১৩ নভেম্বর। দ্বিতীয় বিজ্ঞপ্তির পদগুলোতে আবেদন করতে হবে ১৭ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে।</p> <p><strong>পদভেদে যোগ্যতা : </strong>২০তম গ্রেডে অফিস সহায়ক পদের যোগ্যতা এসএসসি বা সমমান। ১৩তম গ্রেডের উচ্চমান সহকারী নেবে ২২ জন। যোগ্যতা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক; কম্পিউটারের কাজে দক্ষ ও টাইপিংয়ে গতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ।</p> <p><strong>১৪তম গ্রেডে</strong> কম্পিউটার অপারেটর নেওয়া হবে ১৪ জন। যোগ্যতা বিজ্ঞানে স্নাতক (সম্মান) বা সমমান; কম্পিউটার টাইপিংয়ে গতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ। একই গ্রেডে সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর নেবে ৩৫ জন। যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক; সাঁটলিপি ও কম্পিউটারের কাজে দক্ষতাসহ টাইপিংয়ে গতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ।</p> <p><strong>১৬তম গ্রেডে</strong> অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদ ৯টি। যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান। কম্পিউটারের কাজে দক্ষতাসহ টাইপিংয়ে গতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ। একই গ্রেডের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদ ৩৪টি। যোগ্যতা এইচএসসি বা সমমান এবং কম্পিউটারের কাজে দক্ষতাসহ টাইপিংয়ে গতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ।</p> <p>১ অক্টোবর ২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি চার্জসহ ২২৩ টাকা।</p> <p><strong>বাছাই পরীক্ষা যেভাবে : </strong>বেশির ভাগ পদে লিখিত, মৌখিক ও কম্পিউটার টেস্ট বা ব্যাবহারিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নেওয়া হবে। আবেদনপ্রক্রিয়ার পর শুধু যোগ্য প্রার্থীদের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। পরীক্ষার সূচি, কেন্দ্র ও প্রবেশপত্রের তথ্য যথাসময়ে এনবিআরের ওয়েবসাইটে (www.nbr.gov.bd) প্রকাশ করা হবে। প্রথমেই নেওয়া হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পর্যায়ক্রমে মৌখিক ও ব্যাবহারিক পরীক্ষা নেওয়া হবে।</p> <p><strong>প্রশ্নপত্র বিশ্লেষণ ও প্রস্তুতি : </strong>জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার বিধি অনুযায়ী, সব পদেই সংক্ষিপ্ত রচনামূলক পদ্ধতিতে প্রশ্ন হতে পারে। ২০২১ সালে নেওয়া এনবিআরের ৩য় শ্রেণির পদগুলোর নিয়োগ প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, সংক্ষিপ্ত রচনামূলক পদ্ধতিতে ৭০ নম্বরের পরীক্ষার জন্য দেওয়া হয়েছে ১ ঘণ্টা। এই প্রশ্নে বাংলায় ২০, ইংরেজিতে ২০, গণিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ১৫ নম্বর রাখা হয়েছে। পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, বীজগণিত-পাটিগণিত ও সাধারণ জ্ঞানের ওপরই প্রশ্ন করা হয়। নবম-দশম শ্রেণির পাঠ্য বই ও মৌলিক জ্ঞানের জন্য সাধারণ জ্ঞানের বইগুলো প্রার্থীদের কাজে দেবে। এ ছাড়া ভালো প্রস্তুতির জন্য পুরনো প্রশ্নপত্রসংবলিত সহায়ক বই থেকেও অনুশীলন করতে পারেন।</p> <p><strong>বেতন-ভাতা : </strong>নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৩তম গ্রেডে ১১,০০০-২৬,৫৯০ টাকা, ১৪তম গ্রেডে ১০,২০০-২৪,৬৮০ টাকা, ১৬তম গ্রেডে ৯,৩০০-২২,৪৯০ টাকা মাসিক বেতন এবং ২০তম গ্রেডে ৮,২৫০-২০,০১০ টাকা এবং অন্যান্য আর্থিক সুবিধা পাবেন।</p> <p><strong>আবেদনের লিংক :</strong> http://nbr.teletalk.com.bd</p>