<p>টাঙ্গাইল শহরের প্রবেশ পথগুলোতে দীর্ঘদিন ধরে নগর বর্জ্য ফেলার প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞনি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।</p> <p>বুধবার (২০ নভেম্বর) স্থানীয় রাণী দিনমনী শ্মশানঘাটের সামনে বিশ্ববিদ্যালয়য়ের গ্রিন ক্লাব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ওই কর্মসূচির আয়োজন করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কাল সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732103457-d841a9b042e0f01256beb7f49100ea68.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কাল সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/20/1448771" target="_blank"> </a></div> </div> <p>মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআর) বিভাগের অধ্যাপক এসএম সাইফুল্লাহ, সহযোগী অধ্যাপক মুহাম্মদ জসীম উদ্দিন, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক শহিদ মাহমুদ, গ্রীণ ক্লাবের আহ্বায়ক শামীম কবির ও শিক্ষার্থী তুর্ণা প্রমুখ</p> <p>বক্তারা বলেন, নিয়ম বহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে সড়কের পাশে পঁচা দুগর্ন্ধযুক্ত বর্জ্য ফেলার কারণে যাত্রী ও এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। ময়লা-আবর্জনা ফেলায় পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে। দ্রুততম সময়ের মধ্যে ওইসব স্থানে বর্জ্য ফেলানো বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাঁই" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732102886-bed84885676fdc0b4f1b867b936648dc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাঁই</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448768" target="_blank"> </a></div> </div> <p>প্রকাশ, টাঙ্গাইল শহরের প্রবেশপথ বৈল্যা, কাগমারী ব্রিজপার, আশেকপুর এলাকায় সড়কের পাশে পৌরসভা দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলার কারণে স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সম্প্রতি নতুন করে কয়েক দিন যাবত কাগমারী ব্রিজ থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়মুখী সড়কের শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় নগর বর্জ্য ফেলা হচ্ছে।</p>