<p>বকেয়া বেতন পরিশোধ ও রাষ্ট্রীয় সব পাটকল পুনরায় চালুর দাবিতে খুলনায় বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেছেন শ্রমিকরা। বুধবার (২০ নভেম্বর) নগরীর খালিশপুরে এ কর্মসূচি পালন করেন তারা। ৫ ডিসেম্বর মধ্যে পাওনা পরিশোধ করা না হলে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। </p> <p>শ্রমিকরা জানান, ২০২০ সালের ২ জুলাই তৎকালীন সরকার দেশের ২৬টি রাষ্ট্রীয় পাটকল একযোগে বন্ধ করে দেয়। ওই সময়ের যাবতীয় পাওনা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত পাঁচ পাটকলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। বিশেষ করে খুলনার খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, সিরাজগঞ্জ জাতীয় জুট মিল, চট্টগ্রামের আরআর জুট মিল এবং এমএম জুট মিল শ্রমিকরা কোনো পাওনা পাননি।</p> <p>শ্রমিকরা বলেন, ২০১৫ সালের সরকার ঘোষিত মজুরি কমিশন করোনাকালীন দুই মাসের প্রণোদনা, আটটি ঈদ বোনাস, ৬০ দিনের পে নোটিশসহ নানা ধরনের পাওনাদি এখনও তারা পায়নি। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন পার করছেন তারা। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের পাওনাদি পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।</p> <p>দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সহ-সভাপতি মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন খালিশপুর জুট মিল কারখানা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরসহ শ্রমিক নেতা মো. শফি উদ্দিন, আব্দুল আজিজ, চাঁন মিয়া, মো. উজ্জ্বল প্রমুখ।</p>