<p>আমাদের চারপাশের প্রাণ ও প্রকৃতি রক্ষায় তরুণদের সচেতন ও সম্পৃক্ত করতে  শুরু হচ্ছে আর্থ চ্যাম্পিয়নস প্রগ্রাম (ইসিপি) ২০২৪। </p> <p>বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ প্রতিবছরের মতো এবারও আয়োজন করছে তরুণদের নিয়ে এক বছর মেয়াদি এই ফেলোশিপ প্রগ্রাম। এই ফেলোশিপের  মাধ্যমে পরিবেশগত নানা সমস্যা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন অংশগ্রহণকারীরা। </p> <p>বাংলাদেশের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অনার্স প্রথম বা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কিংবা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমার শিক্ষার্থী যাদের বয়স ১৯-২২ বছরের মধ্যে তারা  আবেদন করতে পারবেন। </p> <p>প্রাথমিক বাছাই পর্ব হবে লিখিত আবেদন ফরমের ভিত্তিতে এবং দ্বিতীয় ধাপে, নির্বাচিতদের ইন্টারভিউয়ের ভিত্তিতে চূড়ান্ত করা হবে। নির্বাচিত ফেলোরা এক বছর মেয়াদি ধারাবাহিক এবং ব্যতিক্রমধর্মী একটি শিক্ষাক্রমের মধ্য দিয়ে যাবে। সেখানে তাদের জন্য থাকবে পাঁচ দিনের আবাসিক আর্থ ক্যাম্প, মেন্টরশিপ এবং পরিবেশ বিষয়ে জ্ঞানচর্চার সুযোগ। </p> <p>নির্বাচিত ফেলোরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে একটি আর্থ ক্লাব প্রতিষ্ঠা করার জন্য মেন্টরশিপ, ফান্ডিং এবং দিকনির্দেশনা পাবে। </p> <p>এ ছাড়া নির্বাচিত ফেলোদের জন্য থাকবে পরিবেশ সুরক্ষাবিষয়ক প্রজেক্টের পরিকল্পনা তৈরি ও নিজ এলাকায় তা বাস্তবায়নের মধ্য দিয়ে নিজেদের পরিবেশবিষয়ক জ্ঞান ও নেতৃত্বের দক্ষতার প্রতিফলন ঘটানোর সুযোগ। </p> <p>বছরব্যাপী এই ফেলোশিপের সম্পূর্ণ খরচ আয়োজক প্রতিষ্ঠান প্রদত্ত বৃত্তির আওতায় বহন করা হবে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২৪।</p> <p>বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করুন— <a href="https://www.byei.org/ecp2024/">www.byei.org/ecp2024.</a></p>