ভক্তদের সচেতন থাকার বার্তা দিলেন ফারিণ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
ভক্তদের সচেতন থাকার বার্তা দিলেন ফারিণ
তাসনিয়া ফারিণ

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। একাধারে মডেল, কণ্ঠশিল্পী ও অভিনয়ে সমানভাবে পদচারণা তার। দিনে দিনে জনপ্রিয়তাও ব্যাপকহারে বাড়ছে এই অভিনেত্রীর। ইতোমধ্যে চলচ্চিত্র, ওয়েব সিরিজ, নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও গানে নিজের দক্ষতা প্রমাণ করে পেয়েছেন বেশ কিছু সম্মানজনক পুরস্কার এবং হয়েছেন দর্শক নন্দিত।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত একটি ওয়েব সিরিজ। এছাড়া নতুন একটি ওয়েবের কাজেও যুক্ত হয়েছেন। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। 

সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনীত সিরিজ ‘চক্র’ সম্পর্কে ফারিণ বলেন, ‘দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।

দর্শক সাড়া ভালো পাওয়াতেই এর দ্বিতীয় সিজন নির্মাণ হতে যাচ্ছে। সিরিজটির শুটিং শুরুর পর থেকেই খুব ভয়াবহ কিছু অদ্ভুত ঘটনার মধ্য দিয়েই আমাদের যেতে হয়েছে। এটি মুক্তির পরও আমার গলা শুকিয়ে আসছিল। ঘুমের মধ্যেও আমি দুঃস্বপ্ন দেখেছি।
এছাড়া ফেসবুকে ভক্তরা তাদের ভয়ংকর অভিজ্ঞতা জানাচ্ছিলেন।’

শুটিংয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করে ফারিণ বলেন, ‘এর কাজ শুরুর পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। যা একেবারেই অস্বাভাবিক। কারণ ছাড়াই আমি শুটিংয়ে একবার অজ্ঞান হয়ে যাই। এরপর নির্মাতার পা ভেঙে যায়।

এছাড়া বেশ কয়েকটি মৃত্যুর সংবাদ আমাদের শুনতে হয়। শুটিং যতদিন করেছি, প্রায়ই আমি দুঃস্বপ্ন দেখতে থাকি। এছাড়া শুটিং ইউনিটে অস্বাভাবিক আরও অনেক ঘটনা ঘটতে থাকে, যার ব্যাখ্যা আমরা আজও পাইনি। এসব ঘটনার মধ্য দিয়েই কাজটি আমরা শেষ করি।’

5
তাসনিয়া ফারিণ

কলকাতায় দেবের সঙ্গে সিনেমার কাজ ছেড়ে দেয়া প্রসঙ্গেও উঠে আসে কথোপকথনে। অভিনেত্রী বলেন, “খুব বড় করে বলার মতো তেমন কোনো কারণ নেই। কলকাতার ‘প্রতীক্ষা’ নামে একটি সিনেমায় কাজ করার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় কাজটি ছেড়ে দিতে হয়। এদিকে নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু করার কথা। নির্ধারিত সময় না যেতে পারলে পুরো ইউনিট আমার জন্য সমস্যায় পড়বে। এছাড়া অন্য শিল্পীদের শিডিউল নিয়েও বিপাকে পড়তে হবে ইউনিটের। সবকিছু চিন্তা করেই আসলে কাজটি থেকে সরে আসি।”

আসন্ন কাজ ও বর্তমান ব্যস্ততা সম্পর্কে ফারিণ বলেন, “অমীমাংসিত রহস্য রেখে যাওয়া সিরিজ ‘চক্র’র দ্বিতীয় সিজনের কাজ নিয়ে পরিকল্পনা রয়েছে। এছাড়া ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের ব্যস্ততা। এটির চরিত্রের পেছনে সময় দিচ্ছি, চরিত্র ধারণে ব্যস্ত আছি। এটি অমি (কাজল আরেফিন অমি) ভাই নির্মাণ করছেন। এতে আমার সহশিল্পী রয়েছে অপূর্ব (জিয়াউল ফারুক অপূর্ব) ভাই। তার সঙ্গে ওটিটিতে এটি আমার দ্বিতীয় কাজ। সিরিজটি নিয়ে খুব আশাবাদী আমরা। শিগগিরই এর শুটিং শুরু হবে। কাজটি শেষ করার পর এটি নিয়ে আরও বিস্তারিত কথা বলতে পারব। এদিকে গান নিয়েও ব্যস্ততা রয়েছে আমার। ইতোমধ্যেই বলেছি গানে নিয়মিত হব। সামনে গান নিয়েও নতুন খবর দেব।’

সামাজিক মাধ্যম ব্যবহারে ভক্তদের প্রতি সচেতন থাকার বার্তা দিয়ে ফারিণ বলেন, ‘আজকাল ছোট্ট অনেক বিষয় নিয়েই সামাজিক মাধ্যমে বিতর্ক হয়। যে কোনো কথা বা কারও সঙ্গে কোনো ছবি নিয়েই সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। এসব বিষয় নিয়েই আমার একটা বার্তা ছিল। আমি এসবে সময় নষ্ট করতে চাই না। কে আমাকে নিয়ে কী ভাবল, বা আমাকে নিয়ে কী সমালোচনা করল, এসব ব্যক্তিগতভাবে আমি গায়ে মাখতে চাই না। এগুলো নিয়ে ভাবলে কাজই করতে পারব না। নিজে ঠিক থাকলে সব ঠিক, আগে দেখতে হবে নিজে সঠিক পথে আছি কি না। আমার ভক্তদের সচেতন থাকতে বলেছি এজন্যই। সামাজিক মাধ্যমে যা দেখবেন, তাই বিশ্বাস করবেন না। আগে এর সত্যতা যাচাই করবেন।’

২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোটপর্দায় অভিষেক হয় ফারিণের। এরপরে তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন। তারপর টিভি নাটক ও ওয়েব ফিল্ম ও সিরিজে কাজ করেন। ২০২২ সালে নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে টালিউডে যাত্রা শুর হয় এই অভিনেত্রীর।

মন্তব্য

সম্পর্কিত খবর

৬ দিনেও শত কোটি ছুঁতে পারে নি সালমানের ‘সিকান্দার’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
৬ দিনেও শত কোটি ছুঁতে পারে নি সালমানের ‘সিকান্দার’
সংগৃহীত ছবি

‘গজিনী’ খ্যাত পরিচালক এ আর মুরুগাদোসের সঙ্গে এবার ঈদে পর্দায় হাজির হন সালমান খান। স্বভাবতই ভক্তরা ভেবেছিলেন, এবার হয়তো সালমানের দারুণ একটা প্রত্যাবর্তন হবে। কিন্তু হয়েছে উলটো।

দেড় বছরের বিরতি নিয়ে ফিরেও বক্স অফিসে ব্যর্থ সালমানের ‘সিকান্দার’।

স্যাকনিল্কের মতে, ৬ দিনে ছবিটি ভারতে মাত্র ৯৩.৭৫ কোটি রুপি আয় করেছে।

ঈদ উপলক্ষ্যে ছবিটি মুক্তি পায় ৩০ মার্চ, রবিবার। যার কারণে ‘সিকান্দার’ প্রথম সপ্তাহের শুক্র-শনিবারের কালেকশন মিস করে। স্যাকনিল্ক জানায়, ছবিটি প্রথম শুক্রবারে মাত্র ৩.৫ কোটি রুপি আয় করেছে।

সালমান খানের সিনেমার যে এমন হাল হতে পারে, তা বোধহয় কেউ স্বপ্নেও ভাবেননি। আপাতত ভারতে এই সিনেমার আয় মাত্র ৯৩.৭৫ কোটি রুপি। যদিও, সালমানের শেষ ছবি ‘টাইগার ৩’ ষষ্ঠ দিনে ১৩.২৫ কোটি আয় করেছিল।

২৬ কোটি রুপি দিয়ে খাতা খোলার পর ছবিটি ভারতে ৯৪ কোটির কাছাকাছি আয় করেছে, আর বিদেশের মাটিতে আয় করেছে ৪২ কোটি রুপি।

ছবির টিম যদিও দাবি করেছে যে, ৫ দিনে ১৬৯.৭৮ কোটি রুপি আয় করেছে সিকান্দার। এবার দেখার শনি ও রবিবার অর্থাৎ সপ্তাহান্তে কেমন ফল করে ছবিটি। বদলায় কি না, সালমান খানের ছবির ভাগ্য।

বলে রাখা ভালো, মুক্তির আগেই ‘সিকান্দার’ পাইরেসির শিকার হয়েছিল। একাধিক ওয়েবসাইটে অনলাইনে ফাঁস হয়ে যায় ছবিটি।

 

সালমান খান বক্স অফিসে কোনো বড় সাফল্য পায়নি, অনেক দিন হয়ে গেলো। অনেকেই ভেবেছিলেন, ঈদ রিলিজ সিকান্দার দিয়ে ভাইজান অন্তত ৫০০ কোটিতে প্রবেশ করবেন। যেখানে ইতিমধ্যেই বিরাজমান শাহরুখ খান, সানি দেওল, ভিকি কৌশল, রণবীর কাপুররা।

প্রসঙ্গত, সিকান্দারে সালমানের সঙ্গে জুটি হয়েছেন রাশমিকা মান্দানা। এ ছাড়াও অভিনয় করেছেন সত্যরাজ, কাজল আগরওয়াল, শারমান যোশি, প্রতীক বব্বর, কিশোর, যতীন সরনা ও সঞ্জয় কাপুর।
 

মন্তব্য

শাহরুখের বিরুদ্ধে ১০০ কোটির মামলা, কেন খেপেছিলেন মনোজ কুমার?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
শাহরুখের বিরুদ্ধে ১০০ কোটির মামলা, কেন খেপেছিলেন মনোজ কুমার?
মনোজ কুমার ও শাহরুখ খান

শুক্রবার (৪ এপ্রিল) সকালে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রয়াত হন হিন্দি চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। জানা যায়, বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন ৮৭ বছরের অভিনেতা। বলিউডের তারকারা বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

প্রয়াত বলিউড অভিনেতা মনোজ কুমারের সঙ্গে ইন্ডাস্ট্রির অনেকেরই বিভিন্ন ধরনের স্মৃতি রয়েছেন।

তবে শাহরুখ খানের সঙ্গে রয়েছে তার তিক্ত এক স্মৃতি। এক সময়ে শাহরুখ খানের উপর রুষ্ট হয়েছিলেন মনোজ কুমার। মনোজ-শাহরুখ সেই দ্বন্দ্ব আজও বলিউডে আলোচিত এক অধ্যায়। এমনকী শাহরুখের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছিলেন মনোজ কুমার।

আরো পড়ুন
কাকে বিয়ে করলেন শামীম হাসান? জানা গেল স্ত্রীর পরিচয়

কাকে বিয়ে করলেন শামীম হাসান? জানা গেল স্ত্রীর পরিচয়

 

২০০৭ সালে মুক্তি পায় ফারহা খানের ‘ওম শান্তি ওম’। নায়ক-নায়িকা শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন। দীপিকার প্রথম বলিউড সিনেমা ছিল সেটি। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়।

তবে এর একটি দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রয়াত অভিনেতা মনোজ কুমারের অভিযোগ ছিল, সিনেমার একটি দৃশ্যে তাকে অপমান করা হয়েছে।

উক্ত দৃশ্যে শাহরুখের চরিত্র ওম প্রকাশ মাখিজাকে প্রবীণ অভিনেতার পাস চুরি করে একটি সিনেমার প্রিমিয়ারে ঢুকে পড়তে দেখা যায়। তবে পুলিশ তাঁকে চিনতে পারেনি। মনোজ কুমারের অভিযোগ ছিল ওই দৃশ্যে শাহরুখ তাঁকে নকল করেছেন, তাঁকে ব্যঙ্গ করেছেন।

বিষয়টি মোটেও ভালোভাবে নিতে পারেননি বর্ষীয়ান অভিনেতা। আর তখনই ছবির নির্মাতাদের বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা দায়ের করেন মনোজ কুমার। বর্ষীয়ান, সদ্য প্রয়াত অভিনেতা সেসময় 'ওম শান্তি ওম'-এর নির্মাতাদের ছবিটি থেকে দৃশ্যটি সরিয়ে নিতে বলেন। নির্মাতারা তাঁর সেই দাবিতে মেনে নেন।

আরো পড়ুন
‘আমার হাতে সব প্রমাণ আছে’, ‍গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমনি

‘আমার হাতে সব প্রমাণ আছে’, ‍গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমনি

 

মনোজ কুমারের কাছে তাঁর অনুভূতিতে আঘাত করার কারণে ক্ষমা চেয়ে নেন কিং খান শাহরুখ। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি সম্পূর্ণ ভুল ছিলাম। যদি তিনি আঘাত পেয়ে থাকেন, আমি ক্ষমা চাইছি। আমি বিকেলে তাঁকে ফোন করেছিলাম, উনি আমাকে প্রথমেই বলেছিলেন, ‘এটা এমনকিছু বড় বিষয় নয়, বাবা।’

এদিকে ২০০৭ সালের সেই ঝামেলা শেষ হয়েও হয়নি। ২০১৩ সালে ওম শান্তি ওম জাপানে ওই বিতর্কিত দৃশ্যটি সহ আবারও মুক্তি পায়। যে দৃশ্য নিয়ে মনোজ কুমারের আপত্তি ছিল। এরপর বর্ষীয়ান অভিনেতা আইনি সহায়তা চেয়ে শাহরুখ এবং ইরোস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন।

আরো পড়ুন
‘বরবাদ’ ঝড়ে কাঁপছে দেশ, এক দিনেই মাল্টিপ্লেক্সে ৬৬ শো

‘বরবাদ’ ঝড়ে কাঁপছে দেশ, এক দিনেই মাল্টিপ্লেক্সে ৬৬ শো

 

অভিনেতার আইনজীবী জানান, ‘শাহরুখ খান এর আগে মনোজ কুমারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু জাপানে আবারও এই ভুলটিরই পুনরাবৃত্তি হয়েছে। শাহরুখ ব্যক্তিগত ক্ষমা চাননি। তিনি আসলে মীমাংসা করতেই চান না।’

সেসময় মনোজ কুমারও হতাশা গোপন করেননি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সিনেমাটি জাপানে ওই দৃশ্যগুলি না মুছেই মুক্তি পেয়েছ। আমি দুবার ওদের ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু এবার নয়। ওরা আমাকে অসম্মান করছেন। ওরা আদালত অবমাননারও সম্মুখীন হবেন কারণ ২০০৮ সালে আদালত নির্মাতাদের চিরতরে ওই দৃশ্যের সমস্ত প্রিন্ট এবং সম্প্রচার সামগ্রী থেকে ওই দৃশ্যগুলি মুছে ফেলতে বলেছিল।’

এরপর এ বিষয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর মনোজ কুমার মামলা তুলে নেন। প্রয়াত এ অভিনেতার মতে, আইনি প্রক্রিয়া শাহরুখ এবং ফারাহ খানের মধ্যে দায়িত্ববোধ জাগাতে ব্যর্থ হয়েছে। তাই এই মামলা চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। 

মন্তব্য

সৌরভের বায়োপিকে রাজকুমারের বিপরীতে টলিউড অভিনেত্রী?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
সৌরভের বায়োপিকে রাজকুমারের বিপরীতে টলিউড অভিনেত্রী?
সংগৃহীত ছবি

সিনে পর্দায় উঠে আসছে সৌরভ গাঙ্গুলির বর্ণময় ক্রিকেট ক্যারিয়ার থেকে ব্যক্তিগতজীবন। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে। বায়োপিকের জন্য ইতিমধ্যে নেট প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন অভিনেতা। কিন্তু স্ত্রী ডোনার ভূমিকায় থাকছেন কোন নায়িকা? এই কৌতূহল দীর্ঘদিনের।

সৌরভকন্যা সানা গাঙ্গুলি অবশ্য তৃপ্তি দিমরিকে পছন্দ করেছেন ‘পর্দার মা’ হিসেবে। কিন্তু মহারাজের বায়োপিকে নায়িকা নির্বাচনে রয়েছে টুইস্ট!

সদ্য কলকাতায় পা রেখেছিলেন মুম্বাইয়ের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। পার্পল মুভি টাউনের কর্ণধার প্রীতিময় চক্রবর্তীর উদ্যোগে ‘রক্তবীজ ২’-এর সেটে হাজির হয়েছিলেন তিনি। সেখান থেকেই জল্পনার সূত্রপাত, টলিপাড়ার তারকাদের সঙ্গে নাকি কাজ করতে চাইছেন মুকেশ।

 

প্রসঙ্গত, কলকাতার অনেক অভিনেতা-অভিনেত্রীই বর্তমানে টলিপাড়ার পাশাপাশি মুম্বাইতে সমান তালে কাজ করছেন। সেই তালিকায় যেমন শাশ্বত চট্টোপধ্যায়, যিশু সেনগুপ্ত, টোটা রায়চৌধুরীরা রয়েছেন, তেমনই স্বস্তিকা মুখোপাধ্যায়ও। এবার টলিপাড়ার অন্দরমহলে কানাঘুষো শোনা গেল, সৌরভের বায়োপিকে নায়িকা হিসেবে নাকি প্রাথমিক পর্যায়ে মিমি চক্রবর্তী এবং ইশা সাহার নাম উঠে আসছে। 

ডোনা গাঙ্গুলির ভূমিকায় বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে মুম্বাইয়ের কাস্টিং ডিরেক্টর নাকি ভরসা রাখছেন বাঙালি অভিনেত্রীর উপরই।

যদিও চূড়ান্তভাবে এখনও কিছু ঠিক হয়নি, তবে গুঞ্জনে সিলমোহর পড়ে কিনা, নজর থাকবে সেদিকে।

উল্লেখ্য, স্বনামধন্য নৃত্যশিল্পী তথা সৌরভপত্নীর চেহারায় আদ্যোপান্ত বাঙালিয়ানা। যার সঙ্গে তৃপ্তি দিমরির কোনও মিল নেই! আর সেই প্রেক্ষিতেই সম্ভবত নায়িকার খোঁজে শহরে পদার্পণ মুকেশ ছাবড়ার। এদিকে, মিমি এবং ইশা, দু’জনেই বেশ দক্ষ অভিনেত্রী। ফলত মহারাজের বায়োপিকে যদি তাদের কোনও একজন নির্বাচিত হন ডোনার চরিত্রে, তাহলে যে মন্দ হবে না, হলফ করে বলা যায়।

এবার অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

মন্তব্য

বিয়ে করলেন রাবা খান ও আরাফাত মহসিন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
বিয়ে করলেন রাবা খান ও আরাফাত মহসিন
রাবা খান ও আরাফাত মহসিন

বিয়ে করেছেন গায়ক ও সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। গতকাল শুক্রবার ঢাকার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। সামাজিক যোগাযোগমাধমে তারা নিজেরাই বিয়ের ছবি প্রকাশ করেছেন। 

ছবিতে দেখা যায়, বিয়ের পোশাকে দুজনের মুখেই আনন্দের ছাপ স্পষ্ট।

রাবার পরনে ছিল লাল-কমলা কম্বিনেশনের শাড়ি। আর আরাফাত বেছে নিয়েছেন সোনালী কারুকাজের সাদা শেরওয়ানি।

আরো পড়ুন
‘আমার হাতে সব প্রমাণ আছে’, ‍গৃহকর্মীকে মারধরের প্রসঙ্গে পরীমনি

‘আমার হাতে সব প্রমাণ আছে’, ‍গৃহকর্মীকে মারধরের প্রসঙ্গে পরীমনি

 

সেই পোস্টের ক্যাপশনে রাবা খান লেখেন, ‘এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা’। এরপর সেখানে বিয়ের তারিখটিও (৪ এপ্রিল) উল্লেখ করেন তিনি।

আর পোস্টটিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে।

রাবা ও আরাফাতের বিয়ে নিয়ে ভক্তদের পাশাপাশি উচ্ছ্বসিত দেশের তারকাঅঙ্গন। উল্লেখযোগ্য বেশ কিছু তারকা তাদের জন্য সামাজিক মাধ্যমে শুভকামনা জানিয়েছেন। পরিচালক আদনান আল রাজিব তাদের বিয়ের ছবি ও পোস্ট নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের মাঝে।

আরো পড়ুন
কাকে বিয়ে করলেন শামীম হাসান? জানা গেল স্ত্রীর পরিচয়

কাকে বিয়ে করলেন শামীম হাসান? জানা গেল স্ত্রীর পরিচয়

 

রাবা খান একজন সফল কনটেন্ট ক্রিয়েটর ও লেখক হিসেবে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়। অন্যদিকে, আরাফাত মহসিন গান গাওয়ার পাশাপাশি নাটক ও বিজ্ঞাপন নির্মাণে নিজের অবস্থান তৈরি করেছেন। এই বিয়ের মাধ্যমে শোবিজ অঙ্গন আরও এক জুটিকে পেল, যারা ব্যক্তি ও পেশাগত জীবনে দুজনই আলোচিত ও প্রশংসিত।

মন্তব্য

সর্বশেষ সংবাদ