ঈদুল আজহাকে সামনে রেখে ফেনীর ২২ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানিচক্র কৌশলে সক্রিয় হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার রাতে ফেনীর বিজিবির নিয়মিত টহলদল ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২১৮৫ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১৬টি ভারতীয় গরু জব্দ করা হয়। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ছয় লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত ভারতীয় গরুগুলো স্থানীয় শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
ঈদকে সামনে রেখে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) ফেনীর সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করায় চোরাচালানিচক্রকে নানা কৌশল অবলম্বন করতে দেখা গেছে। এরই মধ্যে ফেনী বিজিবির টহলদলের হাতে কয়েক কোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক হয়। তবে সক্রিয় কোনো চোরাচালানিচক্রকে বিজিবি এখন পর্যন্ত আটক করতে পারেনি।
এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ঈদ উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানকারী চক্ররা সক্রিয় হয়ে উঠেছে।
সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধসহ অবৈধ প্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ ছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। চোরাচালান প্রতিরোধে শক্ত অবস্থানে রয়েছে বিজিবি।