<p>চলতি মাসেই পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের ২৩তম ঢাকা চলচ্চিত্র উৎসবে ৭৫ টি দেশের ২২০ টি সিনেমা প্রদর্শিত হবে। আজ শনিবার বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। উৎসবের পর্দা নামবে ১৯ জানুয়ারি।</p> <p>গতকাল বৃহস্পতিবার ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রাজধানীর ছয়টি ভেন্যুতে ৯ দিনব্যাপী এ উৎসবে অংশ নেবেন দেশ-বিদেশের অনেক চলচ্চিত্র কলাকুশলী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারপারসন কিশওয়ার কামাল, উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল, এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরি বোর্ডের সদস্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন, উৎসব কমিটির নির্বাহী সদস্য এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, উৎসব কমিটির সদস্য সাংবাদিক রফিকুজ্জামান, মাস্টারক্লাস ও উৎসবের গণমাধ্যম সমন্বয়ক বিধান রিবেরু এবং উইমেন ইন সিনেমা কনফারেন্সের কনফারেন্স ডিরেক্টর সাদিয়া খালিদ রিতি।</p> <p>নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ (Better Film, Better Audience, Better Society) স্লোগান নিয়ে এবারের উৎসবে ৭৫ টি দেশের ২২০ টি সিনেমা প্রদর্শিত হবে। উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেনস ফিল্ম সেকশনে দেখানো হবে পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যর সিনেমা। দেখা যাবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তনে, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটিতে। দর্শকরা বিনামূল্যে দেশি-বিদেশি এসব সিনেমা উপভোগ করতে পারবেন।</p> <p>উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে চিউ ঝ্যাংয়ের চীনা ছবি ‘মুন ম্যান’। এ বছর উৎসবের ফোকাস কান্ট্রি হিসেবে থাকছে চীন। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী হবে এদিনে। উৎসবের অংশ হিসেবে ১২ ও ১৩ জানুয়ারি ‘একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ হবে। এ কনফারেন্সে প্রধান অতিথি থাকবেন সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান। সভাপতিত্ব করবেন উৎসবের চেয়ারপারসন কিশওয়ার কামাল। বিশেষ অতিথি থাকবেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং চীনের চলচ্চিত্র পরিচালক ও লেখক ঝ্যাং ইয়ুদি।</p> <p>১৭-১৮ জানুয়ারি উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে মাস্টারক্লাস। জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে মাস্টারক্লাসে কথা বলবেন চীনের লেখক ও চলচ্চিত্র পরিচালক ঝ্যাং ইয়ুদি, সার্বিয়ার অধ্যাপক ড্রেগেন মিলিনকোভিচ, নরওয়ের চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক অগি হোফার্ট এবং বাংলাদেশের চিত্রগ্রাহক রাশেদ জামান। আগ্রহীরা নিবন্ধনের মাধ্যমে এতে অংশ নিতে পারবেন।</p> <p>এছাড়াও ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে উৎসবে থাকছে কয়েকটি বিশেষ প্রদর্শনী। ১২, ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে যথাক্রমে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, গ্রিন ইউনিভার্সিটি অডিটোরিয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে।</p>