চিরতরে বন্ধ হচ্ছে ৫৬ বছরের ঐতিহ্যবাহী মধুমিতা হল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
চিরতরে বন্ধ হচ্ছে ৫৬ বছরের ঐতিহ্যবাহী মধুমিতা হল
সংগৃহীত ছবি

চিরতরে বন্ধ হতে যাচ্ছে ৫৬ বছরের ঐতিহ্যবাহী মধুমিতা হল। সিনেমা নেই, লোকসানে আর হলটি চালাতে চাচ্ছেন না কর্তৃপক্ষ। অবশেষে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, সর্বশেষ নভেম্বরে হলটিতে মুক্তি পেয়েছিল ‘দরদ’ সিনেমা।

এরপর দুই মাস ধরে হলটি বন্ধ রয়েছে। কোনো সিনেমা মুক্তি পায়নি। যার দরুণ এভাবে হল বন্ধ রেখে স্টাফদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানালেন মধুমিতার কর্ণধার ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি জানালেন, আসছে ঈদে সিনেমা চালাবেন এরপর চিরতরে বন্ধ করে দেবেন দেশের ঐতিহ্যবাহী এই হলটি।

 

বৃহস্পতিবার দুপুরে কালের কণ্ঠকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক এই সভাপতি বলেন, ‘দুই মাস ধরে হল বন্ধ রয়েছে। আর কোনোভাবে ত চালানো সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। অন্তর্বর্তী সরকারও তো কিছু করছেন না। মাসের পর মাস লোকসান দিয়ে চালাচ্ছি।

এভাবে তো চলতে পারে না। যার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছি। ৫৬ বছর ধরে সিনেমা চালাচ্ছি কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। বন্ধ করেই দিতে হচ্ছে। রোজার ঈদে সিনেমা চালাব, কোরবানি ঈদেও চালাতে পারি এরপর একেবারে বন্ধ করে দিব।
’  

তিনি আরো বলেন, ‘উৎসব ছাড়া তো সিনেমা চলে না, দর্শক আসে না। দেশি-বিদেশি কোনো সিনেমাই চলছে না। শুধু সিংগেল স্ক্রিনই নয়, মাল্টিপ্লেক্সেরও তো একই অবস্থা এখন। তাদেরও তো এখন কোনো সিনেমা সেভাবে চলছে না।’

বন্ধ করে দেবার পর পরিকল্পনা কি, এমন প্রশ্নে মধুমিতার এই কর্ণধার বলেন, ‘এটা ভেঙ্গে এখানে কমার্শিয়াল বিল্ডিং করা হতে পারে। যদি সেরকম কিছু হয় তাহলে আমার তো ইচ্ছে আছে এখানে মাল্টিপ্লেক্স করার।’  

ঢাকার অন্যতম প্রাচীন সিনেমাহল মধুমিতা। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর হলটি উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান।

মন্তব্য

সম্পর্কিত খবর

অভিনেত্রী মুনের মামলা, প্রযোজক আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
অভিনেত্রী মুনের মামলা, প্রযোজক আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সংগৃহীত ছবি

প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দেন। 

প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার পরিচালক আবদুল আজিজের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা করেছেন ‘পাপ’ ছবির অভিনেত্রী জাকিয়া কামাল মুন। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন মুন। ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিল। অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরও তিনি উপেক্ষা করেছেন।

উল্টো গত বছরের মে মাসে ‘পাপ’ ছবিটি একটি ওটিটির কাছে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করে দেন।

এ বিষয়ে মামলার বাদী অভিনেত্রী জাকিয়া কামাল মুন গণমাধ্যমকে বলেন, ‘আমার টাকা ফেরত দেননি, উল্টো বিভিন্ন প্রযোজককে তিনি বলে দিয়েছেন আমাকে যেন কোনো সিনেমায় না নেওয়া হয়।’

আদালত সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি আবদুল আজিজের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সাঈদ শিমুল জানান, আসামির বিরুদ্ধে ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।

মন্তব্য

আর কিছু চাওয়ার নেই মধুমিতার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আর কিছু চাওয়ার নেই মধুমিতার
সংগৃহীত ছবি

পর্দায় গ্ল্যামারাস হোক কিংবা সাহসী ফটোশুট, কিছুতেই আপত্তি নেই মধুমিতা সরকারের। সদ্য তার জীবনে এসেছে নতুন প্রেমের বসন্ত। ব্যক্তিগত-কর্মজীবন একসঙ্গে সামলাতে সিদ্ধহস্ত তিনি।

কথায় রয়েছে, কুমারী মেয়েরা শিবরাত্রি করলেই বলা হয়, সে নাকি শিবের মত বর পাবে।

এদিকে আগামীকাল শিবরাত্রি। এদিন কী করবেন মধুমিতা? 

শিবের মতোই কাউকে পেয়েছেন জানিয়ে অভিনেত্রী বলেন, সেটা আমি পেয়েছি। কিন্তু, এমনটাও নয় যে আমি যদি কাউকে না পেতাম তাহলে শিবের প্রতি আমার ভক্তি-শ্রদ্ধা বা পূজা করার ইচ্ছেটা চলে যেত। আমি শিবভক্ত।

মহাদেবের প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি শুধু এখন ভগবানের পূজা করব। নতুন করে আর কিছু চাওয়ার নেই। যা দিয়েছেন তাতেই আমি ভীষণ খুশি।

এর পর শিবরাত্রিতে কী করবেন তা জানিয়ে মধুমিতা বলেন, আমি খুব নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি পালন করি। পূজার আগের দিন সংযম করেছি। নির্জলা উপোস করে প্রতি প্রহরে জল ঢালব। এই দিন পাড়ার মন্দিরে খুব ভিড় হয় বলে বাড়িতেই নিজের মতো করে ভালো করে পূজা করতেই পছন্দ করি। রুদ্র অভিষেক করার ইচ্ছে আছে।

তাছাড়া প্রহর অনুযায়ী মহাদেবের মাথায় জল ঢালব।

প্রাসঙ্গিক
মন্তব্য

এবার মঞ্চে ‘দ্য সাউন্ড অব মিউজিক’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
এবার মঞ্চে ‘দ্য সাউন্ড অব মিউজিক’
সংগৃহীত ছবি

বিশ্বব্যাপী জনপ্রিয় চলচ্চিত্র ‘দ্য সাউন্ড অব মিউজিক’-এর ৬০তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে এক্সেল একাডেমি। 

ভালোবাসার সুর ও সংগীতের ঐক্যকে তুলে ধরতে এক্সেল একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সোয়া ৬টায় মঞ্চস্থ হবে মঞ্চ নাটক ‘দ্য সাউন্ড অব মিউজিক’। এটির নির্দেশনা ও চিত্রনাট্য রচনা করেছেন রকি খান।

তিনি বলেন, ‘এমন একটি ক্লাসিক নাটকের নির্দেশনা দিতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়।

আশা করি, সবাই এই সংগীতময় যাত্রা উপভোগ করবেন।’

মন্তব্য

আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম...

    মেহজাবীন ও রাজীবের ক্রন্দনরত মুহূর্তটি যেন পূর্ণতার উচ্ছ্বাস
বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম...
সংগৃহীত ছবি

তেরো বছর আগে মাত্র ১৫ মিনিটের জন্য দেখা হয়েছিল দুজনের। তারপর আর ছাড়াছাড়ি হয়নি, বাঁধা পড়ে গেছে মন। হাতে হাত রেখে বাকিটা জীবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন প্রেমিক যুগল মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব।

সোমবার ঢাকার অদূরে মধুমতী মডেল টাউন রিসোর্টে হয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

এদিন দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সঙ্গে শেয়ার করেন দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে প্রথম দেখার সময়ের কথাও। 

২০১২ সালে ‘ভাঙা দাঁতের মিষ্টি হাসির ছেলেটি’র সঙ্গে প্রথম দেখা। রাস্তার ওপার থেকেই চোখাচোখি।

কথা হয়েছিল ১৫ মিনিটের জন্য, করমর্দনের জন্যই স্পর্শ পেয়েছিল হাত। তারপর ছেলেটি চলে যায়, সঙ্গে নিয়ে যায় মেহজাবীনের মন। সেদিন থেকেই অভিনেত্রী জানতেন, এই সেই মানুষ। 

Mehazabien Weds
বিয়ের সাজে মেহজাবীন চৌধুরী।
ছবি: তাহসিন রহমান 

১৩ বছর পর জীবনের চড়াই-উতরাই পেরিয়ে অনেকটা বড় হয়ে গেছেন দুজনে—এমনই মনে করেন অভিনেত্রী। ভালো-মন্দ সব কিছুতেই পাশে আছেন পরস্পর। সেই সম্পর্কের পূর্ণতা দিয়ে গত ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন মেহজাবীন-আদনান। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের ছবি-ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ভাইরাল হয়েছে বিয়ের মঞ্চে বরকে জড়িয়ে ধরে মেহজাবীনের কান্নার ছবি-ভিডিও! দুজনের চোখেই পানি, আবেগে অশ্রুসিক্ত তারা।

একজন আরেকজনের চোখের পানি মুছে দিচ্ছেন।

May be an image of 1 person, henna and wedding

‘মেহজাবীন কান্না করছেন আর আদনান আল রাজীব তার চোখের পানি মুছে দিলেন! সবচেয়ে সুন্দর মুহূর্ত সম্ভবত এটাই।’- এমন হাজারো মন্তব্যে সয়লাব ফেসবুক!  

মেহজাবীন ও রাজীবের ক্রন্দনরত মুহূর্তটি যেন পূর্ণতার উচ্ছ্বাস! অনুভূতিটা ঠিক রবীন্দ্রনাথের ‘হৈমন্তী’র গল্পের চরিত্রের ‘আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম।’-এর মতোই। 

মঙ্গলবার দুপুরে নিজেদের বিয়ের ভিডিও শেয়ার করে মেহজাবীন লেখেন, ‘প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হৃদস্পন্দন, প্রতিটি মুহূর্ত আমাদের এখানে নিয়ে এসেছে—চিরকাল একসঙ্গে পথ চলতে। এই গান আমাদের যাত্রা, আমাদের ভালোবাসা এবং নতুন অধ্যায়ের সূচনার প্রতিচিত্র।’

আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের প্রেমের শুরু ২০১২ সালের ৯ এপ্রিল থেকে! সেই দিন থেকে তাদের বিয়ের দিন, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫—মোট ৪৬৯৪ দিন!

মন্তব্য

সর্বশেষ সংবাদ