রাজশাহীতে অবরুদ্ধ ৪ সমন্বয়ককে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শেয়ার
রাজশাহীতে অবরুদ্ধ ৪ সমন্বয়ককে উদ্ধার
সংগৃহীত ছবি

রাজশাহীর বারিন্দ মেডিক্যাল কলেজে অবরুদ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক কেন্দ্রীয় সমন্বয়কসহ চারজনকে উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তাদেরকে উদ্ধার করা হয়। 

উদ্ধাররা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক জি কে এম মেশকাত চৌধুরী মিশু, সংগঠনের জেলা কমিটির মুখ্য সংগঠক সোহাগ সরদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী ও ছাত্রনেতা আল-সাকিব। মিশু ও সাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আব্দুল বারী ও সোহাগ পড়াশোনা করেন রাজশাহী কলেজে।

বারিন্দ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মালিক আওয়ামী সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আত্মগোপনের আগে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন। তার বাবা মো. শামসুদ্দিন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।

বর্তমানে তিনি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বারিন্দ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. বেলাল উদ্দীন বলেন, ‘এই চারজন গতকাল এসে আমাদের সচিবের সঙ্গে কথা বলে গিয়েছিলেন। আজ আমার সঙ্গে বসার কথা ছিল। কিন্তু আমার সঙ্গে না বসে ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে যান।

তারা বিভিন্ন কথাবার্তা বলছিলেন। এখন আমাদের কলেজে তো আন্দোলনকারী শিক্ষার্থী আছে। তারা এসবের প্রতিবাদ করেন।’

অধ্যক্ষ জানান, তার কলেজে অনুষ্ঠান চলছে। তাই আগে থেকেই পুলিশ ছিল।

পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সেনাবাহিনীকে খবর দেয়। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কুইক রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা আসেন। তারা চারজনকে থানায় নিয়ে যান।

সন্ধ্যায় ওই চার ছাত্রনেতাকে নগরের চন্দ্রিমা থানা থেকে অন্য ছাত্রনেতাদের জিম্মায় দেওয়া হয়। আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। তাই ছাত্রনেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

মিশু একটি লিখিত বক্তব্যে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে দেশের ছাত্র-জনতার ওপর গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। বেশ কয়েকদিন ধরে বারিন্দ মেডিক্যাল কলেজ থেকে আমাদের কাছে অভিযোগ আসতে থাকে। সেখানে শাহরিয়ার আলমের বাবার আশ্রয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী কর্মরত রয়েছেন।'

তিনি আরো বলেন, ‘চলমান অপারেশন ডেভিল হান্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে আমরা সেখানে তথ্য সংগ্রহ করতে যাই। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সচিব ভারপ্রাপ্ত তাজুল ইসলাম রনির সঙ্গে যোগাযোগ করে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসি। আলোচনার একপর্যায়ে সেখানে কর্মরত বেশ কয়েকজন অফিস স্টাফ (যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত) এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ঢুকে পড়েন এবং বাগবিতণ্ডা শুরু করেন। এরমধ্যে রুম ও প্রতিষ্ঠানটির বাইরে মব তৈরি করে আমাদের আটকে ফেলা হয় এবং ইচ্ছেকৃতভাবে চাঁদাবাজ বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।’

মিশু বলেন, ‘এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছি। এবং অনতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।'

মন্তব্য

সম্পর্কিত খবর

বগুড়ায় দুই উপজেলায় ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
শেয়ার
বগুড়ায় দুই উপজেলায় ঈদ উদযাপন
ফাইল ছবি

বগুড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুই উপজেলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মার্চ) সকালে স্থানীয় কিছু মুসলমান জেলার সোনাতলা ও গাবতলী উপজেলার পৃথক দুইটি স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত আদায় করেন। 

সংশ্লিষ্ট দুই থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। সোনাতলা থানার ওসি মো. মিলাদুন্নবী জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সোনাতলা উপজেলার কালাইগাটা গ্রামে কয়েকটি বাড়ির মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।

গাবতলী মডেল ওসি আশিক ইকবাল জানান, রবিবার সকাল ৮ টার দিকে গাবতলী রেল স্টেশনের একটি মাঠে প্রায় অর্ধশত মুসল্লি তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ঈদুল ফিতর উদযাপন করছেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কুলাকুলি করেন। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নামাজ এলাকাতে পুলিশ মোতায়েন ছিল।

প্রাসঙ্গিক
মন্তব্য

ধরা পড়ল ৪০ কেজি ওজনের অজগর

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শেয়ার
ধরা পড়ল ৪০ কেজি ওজনের অজগর
সংগৃহীত ছবি

বাগেরহাটের শরণখোলায় আবারও বিশাল একটি অজগর সাপ ধরা পড়েছে। শনিবার (২৯ মার্চ) রাতে ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা সুন্দরবনসংলগ্ন বগী গ্রামের আমীর তালুকদারের বাড়ি থেকে সাপটি উদ্ধার করেন।

রবিবার (৩০ মার্চ) সকালে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করেন বনরক্ষীরা। এর আগে ২১ মার্চ বনসংলগ্ন সোনাতলা গ্রাম থেকে ২০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছিল।

ওই অজগরটির ওজন ছিল ৫৫ কেজি।

আরো পড়ুন
ঈদগাহে ইমাম নিয়ে বিরোধে ঈদের জামাত বন্ধ, ১৪৪ ধারা জারি

ঈদগাহে ইমাম নিয়ে বিরোধে ঈদের জামাত বন্ধ, ১৪৪ ধারা জারি

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, আমীর তালুকদার শনিবার রাত ৯টার দিকে ফোন করে সাপের খবর জানান। রাতে গিয়ে তার বাড়ির পাশের ঝোপ থেকে ১৬ ফুট লম্বা এই অজগরটি উদ্ধার করে বগী ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর জানান, ওয়াইল্ড টিম, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা রাতে অজগরটি ধরে অফিসে দিয়ে যান।

১৬ ফুট লম্বা এবং প্রায় ৪০ কেজি ওজনের অজগরটির বনে অবমুক্ত করা হয়েছে।

আরো পড়ুন
১২ যাত্রী নিয়ে পুকুরে মাইক্রোবাস, অতপর...

১২ যাত্রী নিয়ে পুকুরে মাইক্রোবাস, অতপর...

মন্তব্য

ঈদগাহে ইমাম নিয়ে বিরোধে ঈদের জামাত বন্ধ, ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদগাহে ইমাম নিয়ে বিরোধে ঈদের জামাত বন্ধ, ১৪৪ ধারা জারি
সংগৃহীত ছবি

ঈদগাহের ইমাম নিয়ে দুই পক্ষের উত্তেজনার জেরে ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ঈদের জামাত। রবিবার (৩০ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে ঈদের দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন।

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এনএম আবদুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গফরগাঁও উপজেলাধীন ৯ নম্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

এতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হলো।

চিঠিতে আরো বলা হয়, রবিবার সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঈদগাহ এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশি অস্ত্র বহন ও প্রদর্শন, আতশবাজি, পটকা, মাইকিং বা শব্দযন্ত্রের ব্যবহার, পাঁচ সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

স্থানীয়রা জানায়, পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়াচ্ছিলেন মোহাম্মদ আলী নামের একজন ইমাম।

১৭ বছর ধরে ঈদগাহের নামাজ পড়ানো এই ইমাম আওয়ামী লীগপন্থী ওলামা লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এমন অভিযোগ এনে এলাকার একটি পক্ষ অপসারণ দাবি করেন। পক্ষটি মোহাম্মদ আলীকে ঈদের জামাতে ইমামতি করতে না দেওয়ার ঘোষণা দেয় এবং স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করে। অপর দিকে ওই ইমারের পক্ষের লোকজন তাকে বহাল রাখার দাবিতে প্রশাসনের কাছে আবেদন করে। বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গে প্রশাসন আলোচনা করেও সমস্যার সমাধান করতে না পারায় উত্তেজনা শুরু হয়।

ইউএনও আবদুল্লাহ-আল-মামুন কালের কণ্ঠকে বলেন, ‘ঈদগাহে ইমাম নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উপজেলা প্রশাসন উভয়পক্ষের সঙ্গে আলোচনায় বসে। পরে বিষয়টি সমাধান না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই সঙ্গে ওই ঈদগাহ মাঠে ঈদের জামাত স্থগিত করা হয়েছে। তবে আশপাশের মসজিদগুলোতে ঈদের জামাত আদায় করতে পারবে।

পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি নেয়া হয়েছে।’ 
 

মন্তব্য

১২ যাত্রী নিয়ে পুকুরে মাইক্রোবাস, অতপর...

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
১২ যাত্রী নিয়ে পুকুরে মাইক্রোবাস, অতপর...
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পুকুরে পড়ে ভষ্মিভুত হয়ে গেছে। রবিবার (৩০ মার্চ) নেওয়াশী ইউনিয়নের গাগলা বদলীটারী মাষ্টারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই গাড়িতে ১২ জন যাত্রী ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, যাত্রী বোঝাই একটি মাইক্রোবাস ফুলবাড়ী-নাগেশ্বরী সড়ক হয়ে ভুরুঙ্গামারী যাচ্ছিল।

রাস্তার বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাগলা বদলীটারী মাষ্টারপাড়া গ্রামে ইয়াসিন আলীর পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। ভয়ে আতঙ্কে চিতকার করতে থাকে যাত্রীরা। জানালা ভেঙে সবাই নিরাপদে উদ্ধার করে স্থানীয়রা। এরপরই আপনা-আপনিই মাইক্রোবাসটিতে আগুন লেগে যায়।

আরো পড়ুন
অতীতে কখনও ঈদযাত্রা এত সহজে হয়নি : উপদেষ্টা

অতীতে কখনও ঈদযাত্রা এত সহজে হয়নি : উপদেষ্টা

উদ্ধারকারী রেজাউল, আব্দুর রশিদ, এনামুল হক বলেন, ১২ জন যাত্রীর সবাই ভুরুঙ্গামারীর। দুর্ঘটনার পর ওই পরিস্থিতিতে কারো নাম ঠিকানা জানার পরিবেশ ছিল না। তবে সেই সময় তারা জানান, তারা গাজীপুরের পোশাক কারখানায় কাজ করেন। রবিবার রাতে লালমনিরহাটে ট্রেন থেকে নেমে একটি মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন তারা।

উদ্ধারকারীরা জানান, আর একটু হলেই যাত্রীরা সবাই হয়তো আগুনে পুড়ে মারা যেত। নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা পুকুর থেকে গাড়িটি উদ্ধার করেন। 

আরো পড়ুন
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বার্তা

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বার্তা

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, পুড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার হয়েছে। যাত্রীরা সবাই নিরাপদে বাসায় ফিরে গেছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ