সম্পর্কিত খবর
আরবি রমজান মাসের সমাপ্তি ঘোষণা করতে আসা শাওয়াল মাসের চাঁদ দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম ড্রোন ব্যবহার করছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল শনিবার দেশটির আবুধাবিতে শাওয়ালের চাঁদ দেখা কমিটির বৈঠক করার কথা। এই সভায় শরিয়াহ, জ্যোতির্বিদ্যা এবং আইন বিশেষজ্ঞরা চাঁদ দেখার প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন। তাঁরা চাঁদ দেখতে এআইসমৃদ্ধ পর্যবেক্ষক যন্ত্র ও ড্রোনের তথ্য যাচাই করবেন।
পাকিস্তানে পৃথক হামলায় আট সেনা সদস্যসহ ১৯ জন নিহত হয়েছে। বাকি নিহতদের মধ্যে ১০ জন তালেবান যোদ্ধা এবং একজন সাধারণ নাগরিক রয়েছে।
পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা গতকাল শনিবার জানান, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবারপাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর ড্রোন হামলায় তালেবানের ১১ যোদ্ধা নিহত হয়েছে। গত শুক্রবার রাতে তালেবানের আস্তানা লক্ষ্য করে তিনটি ড্রোন ছোড়া হয়।
নাইজেরিয়ার মধ্য-উত্তরাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে প্লেটো রাজ্যের রুউই গ্রামে ঘটনাটি ঘটেছে। রাজ্যটি দেশের বেশির ভাগ মুসলিম অধ্যুষিত উত্তর অর্ধেক এবং খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণের মধ্যে অভ্যন্তরীণ সীমান্তে অবস্থিত। এটি এমন একটি রাজ্য, যেখানে যাযাবর পশুপালক এবং পশুপালক কৃষকদের মধ্যে নিয়মিত সহিংসতা দেখা যায়।
গ্রামের নেতা মোসেস জন বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় ১০ জনকে হত্যা করে তারা। আরো তিনজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তাদের উদ্ধারে নিরাপত্তাকর্মীদের পাঠানোর আহবান জানিয়েছে গ্রামবাসী।
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় অন্তত চারজন নিহত এবং ২১ জন আহত হয়েছে। দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্হি লিসাক এ তথ্য নিশ্চিত করেছেন।
সের্হি লিসাক বলেন, গত শুক্রবার গভীর রাতে রাশিয়ার ড্রোন হামলায় একটি রেস্তোরাঁ প্রাঙ্গণ এবং বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। দিনিপ্রোতে শত্রুরা ২০টিরও বেশি ড্রোন ছুড়েছে।
বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। শহরের রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ। এ ছাড়া রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সাইরেন শোনা গেছে।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পশ্চিমাঞ্চলীয় বেলগোরদে তিনটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলার অভিযোগ তুলেছেন, যা চলতি মাসে হওয়া শান্তিচুক্তির লঙ্ঘন। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলার অভিযোগ তুলেছে মস্কো। সূত্র : বিবিসি