বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় প্লাটফরম ওটিটি। প্রেক্ষাগৃহের চাইতে এখন ওটিটিতেই দর্শক ঝুঁকছে বেশি। তাই ওটিটি প্লাটফরমগুলোতেও নিত্য নতুন কন্টেন্টের সমারোহ। প্রতি সপ্তাহেই ওটিটি প্ল্যাটফরমগুলোতে একাধিক সিনেমা ও সিরিজ মুক্তি পায়।
মার্চের শেষ সপ্তাহেও ওটিটিতে এসেছে বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজ, যা সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। চলুন, জেনে নেই কোনটা কোন প্ল্যাটফরমে দেখতে পাবেন।
খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার
কলকাতা শহরে ঘটে যাওয়া অপরাধ, অপরাধী, রাজনৈতিক কার্যকলাপ আর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। গ্যাংস্টার, পুলিশ ও রাজনীতিবিদদের ত্রিমুখী লড়াইয়ে উত্তপ্ত কলকাতা।
শাসক দলকে সুরক্ষা দেয় পুলিশ আর শাসক দল সুরক্ষা দেয় অপরাধীদের। এভাবেই চলতে থাকে আধিপত্য বিস্তারের খেলা।
সিরিজটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত, শ্বাশত চট্রোপাধ্যায়, চিত্রঙ্গদা সিং প্রমুখ। ২০ মার্চ থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে সিরিজটি।
আরো পড়ুন
মাহফুজ আহমেদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব
আনোরা
২৩ বছর বয়সী আনি মিখিভার একজন বার গার্ল। তার জীবনে নাটকীয় মোড় আসে যখন সে রাশিয়ান ধনকুবেরের উত্তরাধিকারী ইভানের সঙ্গে সম্পর্কে জড়ায়। একসময় তারা বিয়ে করেন। খবরটি একদিন রাশিয়ায় পৌঁছে যায়। রাশিয়ার সেই অলিগার্ক তাদের বিয়ে মেনে নিতে পারেন না।
অলিগার্ক স্ত্রীকে নিয়ে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন বিয়ে ভেঙে দিতে যেসব প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন, সেগুলো সারতে। এমন গল্পে নির্মিত চলচ্চিত্র এ বছর অস্কারের মঞ্চে সেরা সিনেমার অস্কার জিতে নিয়েছে।
এতে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন, মার্ক এইডেলস্টেইন, আইভি ওক, কারেন কারাগুলিয়ান প্রমুখ। চলচ্চিত্রটি এখন জিও হটস্টারে স্ট্রিমিং হচ্ছে।
আরো পড়ুন
‘অন্যায় হলে কেন কথা বলব না’, সেই গোপন ভিডিও প্রসঙ্গে সাদিয়া আয়মান
স্কাই ফোর্স
১৯৬৫ সালের ভারত-পাকিস্তান বিমানযুদ্ধ নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। ওই সময় পাকিস্তানের সারগোধা বিমানঘাঁটিতে চালানো ভারতের হামলার ঘটনাকে তুলে ধরা হয়েছে সিনেমায়। বিমানবাহিনীর দুই অফিসার কুমার ওম আহুজা ও কৃষ্ণা দল বেঁধে শত্রুদের বিরুদ্ধে মিশনে যায়, সেই সময় নিখোঁজ হয় কৃষ্ণা। তার স্ত্রী গীতা সন্তান কোলে স্বামীর অপেক্ষায় থাকে। ওম আহুজার বিশ্বাস, বেঁচে আছেন কৃষ্ণা এবং তাকে ফিরে পেতে পাকিস্তানের ওপর চাপ দেওয়া উচিত।
সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বীর, সারা আলী খান। এটি ২১ মার্চ থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে।
আরো পড়ুন
‘ক্ষমা চান’, সুশান্তের মৃত্যু মামলায় রিয়ার পক্ষে বললেন দিয়া মির্জা
লুট কাণ্ড
গ্রামীণ ভারতের দুই ভাইবোনের গল্প তৈরি হয়েছে সিরিজটি। তারা দুজনে নিজেদের মতো করে একটি সাধারণ ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী কাজে নামে তারা। হঠাৎ করেই একটা অস্ত্রভান্ডারের সন্ধান পায় তারা। কিন্তু কোথা থেকে এল এত অস্ত্র? ধীরে ধীরে কয়েক দশক আগের একটি অস্ত্র কেলেঙ্কারির ঘটনার সঙ্গে জড়িয়ে যায় তারা দুজন।
সিরিজটিতে অভিনয় করেছেন তানিয়া মানিকতালা, সাহিল মেহতা, জ্ঞানেন্দ্র ত্রিপাঠি, তৃষ্ণাণ সরকার। ২০ মার্চ আমাজন এমএক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে এটি।
রেভেলেশনস
এক শান্ত শহরে পাদ্রি মিন-চানের ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ঈশ্বরের ইঙ্গিতে ছেলের অপহরণকারীর পরিচয় জানতে পেরে তিনি ন্যায়ের সন্ধানে ঝুঁকিপূর্ণ অভিযানে নামেন। অন্যদিকে, গোয়েন্দা ইয়ন-হি মামলাটি নিয়ে তদন্ত করতে গিয়ে নিজের মানসিক দ্বন্দ্বের মুখোমুখি হয়। আর এভাবেই এগিয়ে যায় সিনেমাটির কাহিনি। ‘ট্রেন টু বুসান’ ও ‘হেলবাউন্ড’-এর পরিচালক ইয়ন সাং-হোর নতুন থ্রিলার সিনেমা ‘রেভেলেশনস’ আপনাকে টানটান উত্তেজনায় রাখবে, এটা নিশ্চিত।
সিরিজটিতে অভিনয় করেছেন রু জুন-ইয়ল, শিন হিউ-বিন ওশিন মিন-জে। ২১ মার্চ থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে সিনেমাটি।
কান্নেডা
১৯৯০-এর দশকের ওপর ভিত্তি করে তৈরি কান্নেডা ক্রাইম থ্রিলারটিতে দেখা যাবে এক পাঞ্জাবি অভিবাসীর গল্প, যে কানাডায় বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে সংগীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু তার এ লড়াই ভয়ানক পরিস্থিতির দিকে মোড় নেয়, যখন সে অপরাধ জগতের বিপজ্জনক কিছু ব্যক্তির সঙ্গে জড়িয়ে পড়ে।
সিরিজটিতে অভিনয় করেছেন পারমিশ ভার্মা, অরুনোদয় সিং, রণবীর শোরে প্রমুখ। এটি ২১ মার্চ থেকে জিও হটস্টারে স্ট্রিমিং হচ্ছে।