বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিযোগীদের নিয়ে অবাক বাংলাদেশ ও ঝলক ফাউন্ডেশন আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৫-এর গ্র্যান্ড ফিন্যাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাজধানীর বনানী ক্লাবে এই ফিন্যাল অনুষ্ঠিত হয়। এই আয়োজনের স্লোগান ছিল তেলাওয়াতে পাক কোরআন, সিয়াম সাধনায় ভরে প্রাণ।
অনুষ্ঠানের শুরুতেই অবাক বাংলাদেশ ও ঝলক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল সবাইকে স্বাগত জানান।
এ সময় তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীকে তাদের প্রতিভা বিকাশে সারা দেশে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করবেন এবং তাদেরও সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে আরো জোরালোভাবে কাজ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলদেশ (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনসুর আহমেদ চৌধুরী। তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশের মাধ্যমে তাদেরও সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে।
দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে টিআইবি সব সময় পাশে থাকবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, বনানী ক্লাব লিমিটেডের সাবেক পরিচালক মো. আরফাতুর রহমান আপেল, সুইড বাংলাদেশের সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী, গুলশান নর্থ ক্লাব লিমিটেডের পরিচালক সৈয়দা মাকসুদা মর্তুজা লাইজু প্রমুখ।