শাহরুখের ‘কিং’-এ অভিষেকের নতুন রূপ, আসছে বড় ধামাকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শাহরুখের ‘কিং’-এ অভিষেকের নতুন রূপ, আসছে বড় ধামাকা
সংগৃহীত ছবি

‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ চলচ্চিত্রের সাফল্যের পর দর্শকেরা এখন শাহরুখ খানের পরবর্তী সিনেমা নিয়ে অধীর অপেক্ষায়। এবার সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ অভিনীত ছবি ‘কিং’ সিনেমা নিয়ে আলোচনার ঝড় চলছে। ছবিতে সুহানা খান, অভিষেক বচ্চন এবং অভয় বর্মাকে মুখ্য ভূমিকায় দেখা যাবে।

২০২৫ সালের মে-জুন মাসে ছবির শুটিং শুরু হবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অভিষেক বচ্চন ‘কিং’ ছবিতে তাঁর চেহারায় বড় ধরনের পরিবর্তন আনতে প্রস্তুত। সিদ্ধার্থ আনন্দ ছবিতে তাঁকে একেবারে নতুন অবতারে পর্দায় তুলে ধরবেন। 

অভিষেক ইতিমধ্যেই শুটিংয়ের জন্য প্রশিক্ষণ শুরু করেছেন পাশাপাশি শাহরুখ খানের সঙ্গে অ্যাকশন থ্রিলারে তাঁর চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ডায়েট ও অভিনয় চর্চার পাশাপাশি তিনি চেহারা পরিবর্তনের উপর গুরুত্ব দিচ্ছেন যাতে দর্শকদের কাছে তিনি নতুন এক রূপে নিজেকে হাজির হতে পারেন।

এটি শাহরুখের সঙ্গে তাঁর প্রথম নেগেটিভ চরিত্র হবে।

‘কিং’ সিনেমায় শাহরুখ, সুহানা এবং অভিষেকের পাশাপাশি একজন বড়মাপের অভিনেত্রীও থাকবেন। নির্মাতারা বলছেন, শাহরুখের বিপরীতে ১৫-২০ দিনের জন্য দীপিকা পাড়ুকোন বা কারিনা কাপুরকে দেখা যেতে পারে। ছবির শুটিং মে ও জুন মাসে মুম্বাইয়ে শুরু হবে।

পরবর্তীতে ইউরোপে শুটিং হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

প্রেমিকার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আমিরের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
প্রেমিকার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আমিরের
সংগৃহীত ছবি

অনেক দিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রেম স্বীকার করলেন এবং নিজের প্রেমিকাকে প্রকাশ্যে নিয়ে আসলেন বলিউড তারকা আমির খান।  জানালেন, ১৮ মাস ধরে বেঙ্গালুরুর গৌরী স্প্রাটের সঙ্গে প্রেম করছেন তিনি। 

২৫ বছর আগে তাদের পরিচয় হয়েছিল, এর পর গত দেড় বছর ধরে সম্পর্কে।

নিজের ৬০তম জন্মদিনে এ কথা ঘোষণা করেন মিস্টার পারফেকশনিস্ট।

অভিনেতা বলেন, ‘আমরা মনস্থির করেছি এই সম্পর্ক নিয়ে এখন জনসমক্ষে বলার সময় এসেছে। ১৮ মাস ধরে আমরা সম্পর্কে। এর পর থেকে আমাদের আর আপনাদের কাছে কিছু লুকাতে হবে না।

’ 

ভক্তদের সঙ্গে গৌরীকে পরিচয় করিয়ে দেওয়ারও পরিকল্পনা করে রেখেছেন আমির। অভিনেতা জানান, গৌরী এ সবকিছুর সঙ্গে তেমন অভ্যস্ত নন। তাই তাকে কিছুটা হলেও সব কিছুর জন্য প্রস্তুত করতে সময় লেগেছে আমিরের।

আমির আগেই বুঝে গিয়েছিলেন তার প্রেমিকা অর্থাৎ গৌরীকে একঝলক দেখতে মরিয়া হয়ে উঠবে তার ভক্তরা।

তাই তড়িঘড়ি একজন ব্যক্তিগত দেহরক্ষীও নিয়োগ করেছেন প্রেমিকার জন্য।

এ প্রসঙ্গে আমির বলেন, ‘আমি গৌরীর কথা সবাইকে জানানোর আগে থেকেই তার জন্য একজন দেহরক্ষী নিয়োগ করেছি। তবে এটা কেবল আমার নিজের মনের শান্তির জন্য করা।’

ভারতীয় সংবাদ মাধ্যমকে আমির জানান, গৌরীর সঙ্গে আগে শাহরুখ ও সালমানের পরিচয় করিয়ে দেন তিনি। তার পর বাকিদের জানান।

 

২৫ বছর আগে বেঙ্গালুরুর এই কন্যার সঙ্গে পরিচয় অভিনেতার। দীর্ঘ বছরের এই পরিচয়ের পর গত দেড় বছর ধরে সম্পর্কে রয়েছেন অভিনেতা। তবে এখন সকলের মনে একটাই প্রশ্ন, প্রেমিকা গৌরীর সঙ্গে কি শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন আমির? নাকি এভাবেই কাটিয়ে দেবেন বাকি জীবন।

প্রসঙ্গত, বেঙ্গালুরুতে একটি বিউটি সেলুন রয়েছে গৌরির মায়ের। তার শিক্ষাজীবন শুরু হয় ব্লু মাউন্টেন বিদ্যালয়ে। এরপর তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন কোর্স, এফডিএ স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেন। বর্তমানে মুম্বাইয়েও তার বিউটি সেলুন রয়েছে। 

গৌরী স্প্রাট আমিরের প্রযোজনা সংস্থায় কাজ করছেন। গৌরি ছয় বছরের এক সন্তানের মা।

মন্তব্য

অন্তর্জালে ‘জংলি’র টিজার, পুষ্পা নাকি কবীর সিং?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
অন্তর্জালে ‘জংলি’র টিজার, পুষ্পা নাকি কবীর সিং?
সংগৃহীত ছবি

ঈদের সিনেমা হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিয়াম আহমেদের ‘জংলি’-এর টিজার। টিজারে দেখা গেছে, পরনে লুঙ্গি, চোখে মুখে হিংস্রতা, উষ্কুখুষ্ক লম্বা চুলদাড়ি! সেইসঙ্গে অ্যাকশন আঙ্গিকে হাজির হলেন সিয়াম। 

এর আগে ‘জংলি’-এর প্রথম লুক পোস্টার দেখে অনেকেই বলেছিলেন পুষ্পা বা কবীর সিংয়ের অনুপ্রেরণায় নির্মিত। টিজারে পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকেই আসে জবাব, ‘পুষ্পা? কবীর সিং? অ্যাহহে! জংলি’!

প্রকাশিত টিজারটি দেখে ইউটিউবের কমেন্ট বক্সে নানারকম মন্তব্য করছেন দর্শক।

বলছেন, দুর্দান্ত লেগেছে। দর্শকের প্রত্যাশা, ‘জংলি’ হতে পারে সিয়ামের কামব্যাক প্রজেক্ট। 

‘জংলি’ প্রসঙ্গে সিয়াম আগেই জানিয়েছিলেন, অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে।

সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। সিয়াম ছাড়াও ‘জংলি’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

মন্তব্য

আলিয়ার প্রাক জন্মদিনে সুখবর দিলেন রণবীর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আলিয়ার প্রাক জন্মদিনে সুখবর দিলেন রণবীর
সংগৃহীত ছবি

আগামীকাল আলিয়া ভাটের জন্মদিন। তার আগে পাপারাজ্জিদের সঙ্গে প্রি-বার্থডে সেলিব্রেশনে মাতলেন মহেশ কন্যা। প্রিয়তমাকে জড়িয়ে কপালে আলতো চুমু এঁকে দিলেন রণবীর কাপুর। কেক কাটার সময় হালকা করে একটু কোমর দুলিয়ে নিলেন আলিয়া।

  সংবাদমাধ্যমের সঙ্গে প্রাক জন্মদিন সেলিব্রেশনের সময় কেক কেটে আগে নিজেই মুখেই নিয়ে নেন রণবীর ঘরণী। তারপরই বলে ওঠেন, ‘ইয়ামি’। 

আগামীকাল ৩২-এ পা দেবেন আলিয়া ভাট। হলি উৎসবের আনন্দের মধ্যেই কাপুর পরিবার আলিয়ার জন্মদিন সেলিব্রেশনে মেতে ওঠবে সে কথা আলাদা করে বলার অপেক্ষাই রাখছে না।


 
আলিয়ার প্রাক জন্মদিন পালনের মুহূর্তে এক সুখবর দিলেন রণবীর। ‘ব্রহ্মাস্ত্র ২’-র খবরে সিলমোহর দিলেন অভিনেতা। জানিয়ে দিলেন খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ছবির ঘোষণা করা হবে। 

এসময় রণবীর কাপুর বলেন, ‘অয়ন মুখোপোধ্যায় দীর্ঘদিন ব্রহ্মাস্ত্র নিয়ে স্বপ্ন দেখেছেন।

এই মুহূর্তে ‘ওয়ার ২’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবি মুক্তির পরই ‘ব্রহ্মাস্ত্র ২’-র কাজ শুরু হবে। এখনই ছবি নিয়ে বেশি কিছু বলছি না। তবে ব্রহ্মাস্ত্র ২ আসবে।’ 

প্রসঙ্গত, আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ‘ওয়ার ২’।

এরপরই সম্ভবত শুরু হবে ‘ব্রহ্মাস্ত্র ২’। 

মন্তব্য

আছিয়ার মৃত্যু প্রতিটি শিশু ও নারীর আজীবনের অভিশাপ, ফেসবুকে জয়

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
আছিয়ার মৃত্যু প্রতিটি শিশু ও নারীর আজীবনের অভিশাপ, ফেসবুকে জয়
সংগৃহীত ছবি

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে লাইফ সাপোর্টে থাকাবস্থায় মৃত্যু হয় মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে।

আছিয়ার মৃত্যুতে শোকাহত গোটা দেশের মানুষ। সাধারন মানুষের পাশাপাশি প্রতিক্রিয়া জানাচ্ছেন বিনোদন জগতের তারকারাও।

সেই সঙ্গে চাইছেন ধর্ষকের দ্রুত বিচার। 

সামাজিক মাধ্যম ফেসবুকের একটি পোস্টে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, আছিয়ার মৃত্যু শুধুই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর প্রতিটি নারীর আজীবনের অভিশাপ।

এর পর তিনি বলেন, প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা।

শাহরিয়ার নাজিম জয় ছাড়াও প্রতিবাদ জানিয়ে ধর্ষকের দ্রুত বিচার চেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর, ফারহান আহমেদ জোভান, জায়েদ খান, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, শাহনাজ খুশিসহ আরও অনেকেই।

মন্তব্য

সর্বশেষ সংবাদ