যেকোনো সমস্যা সামলে সামনে এগিয়ে যেতে যতটুকু সাহস প্রয়োজন ঠিক ততটুকুই ধৈর্যও প্রয়োজন। বিখ্যাত মানুষদের সফলতাটুকু দেখা যায় কিন্তু এর পেছনে তাদের শ্রম, ধৈর্য কিংবা কতবার ব্যর্থ হতে হয়েছে সে গল্প অনেকেই জানি না। উপস্থাপিকা, মডেল ও অভিনয়শিল্পী মাসুমা রহমান নাবিলার মতে, সফলতার পথে হাঁটতে হলে বন্ধুর পথ পাড়ি দিতেই হবে। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি জানিয়েছেন যেকোনো সমস্যা উতরে যেতে বা সফলতার পথে হাঁটতে হলে করণীয় কী-
আমি মনে করি, কনফিডেন্স কামস উইথ সাকসেস।
আপনি যখন জীবনে সফল তখন আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার যেকোনো বিষয় শেয়ার করার ক্ষেত্রে। জীবনের যেকোনো ধাপের শুরুর দিকে অনেক বিষয় থাকে যা তখন আপনি শেয়ার করতে অস্বস্তি বোধ করতেন। পরবর্তী সময়ে হয়তো বিষয়টি সহজ হয়ে গেছে। এটা কেবল আপনার সঙ্গেই ঘটেনি। আমার সঙ্গেও ঘটেছে।
আমি যখন স্কুলে ছিলাম কিংবা আমি আমার ক্যারিয়ারের প্রথম দিকে ছিলাম তখন কিন্তু আমারও ভীষণ রকম যুদ্ধ করতে হয়েছে। পারিবারিক ঝামেলা ছিল বা ব্যক্তিগত সমস্যা আমি কখনোই শেয়ার করতাম না কারো সঙ্গেই কিংবা সামনে আনতাম না। এটা করার কারণ ছিল- বললে কেউ আমাকে জাজ করবে ঠিক তা না।
কিন্তু মনে হতো যে সবাই আহা রে বলবে, একটু মায়া দেখাবে। যেটা আমার জন্য বেশ অস্বস্তিকর হবে হয়তো। কিন্তু এখন আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। আমার কোনো আপত্তিকর কিংবা দুর্বল বিষয়ে কেউ যখন আমাকে প্রশ্ন করে আমি সেটা এড়িয়ে যাই না। বরং সেটার উত্তর দিতে পারি। কারণ এখন আমার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। সেই সঙ্গে আমি জানি, এখন আমাকে কেউ আর আহা রে বলবে না। কারণ এখন আমি আমার জীবনে সেই আহা রে শোনার জায়গায় নেই। বরং আমার খারাপ সময়ের কথা শুনে, কিভাবে সামলে নিয়েছি সেসব শুনে অনেকেই এখন কিছুটা হলেও অনুপ্রাণিত হতে পারে।
আমি বলব, যারা জীবনে নানা রকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছেন, এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, যখন মনে হয় যে এমন অবস্থায় আমি কেন? এই পরিস্থিতি তো আমার তৈরি না, তাহলে আমি কেন? আমার সঙ্গে কেন হচ্ছে? তাদেরকে আমি বলব, দেখবেন একটা সময় এই সব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন বলেই আপনি অনেক বেশি শক্তিশালী হয়ে সামনে এগিয়ে যেতে পেরেছেন। তখন যখন পিছে ফিরে তাকাবেন, তখন মনে হবে যে, সেই সময় পার করেছিলাম বলেই আজকে আমি এই জায়গায়।
তবে এ কথা সত্যি যে, খারাপ লাগা তখনো থাকবে, যখন আপনি মনে করবেন সেই সময়গুলোর কথা। সেই খারাপ লাগা বিষয়গুলো আপনাকে অনেক বেশি শক্ত-সামর্থ্য করে তোলে, যেন আপনি সুন্দরভাবে সামনে এগিয়ে যান। কাজেই আমি বলব, সবাইকে পরিশ্রম করতে হবে সফল হতে হলে। জীবন নিয়ে এটা কেন, ওটা কেন, আমার সাথে কেন এটা হচ্ছে- এগুলো হওয়াটা স্বাভাবিক। কিন্তু তার পরও একটু ধৈর্য ধরে সামনে এগিয়ে যাবেন। দেখবেন সফলতা আপনার জন্য নিশ্চিত।