<p>কর্মব্যস্ত দিনে কায়িক শ্রম বা শারীরিক ব্যায়াম করা খুব একটা হয়ে উঠে না। সারাদিন বসে থাকতে থাকতে শরীরে মদে জমে, সেই সঙ্গে বাড়ে ওজনও। কিন্তু এভাবে চলতে থাকলে বিপদ খুব নিকটে। তাই শরীরের ওজন কমানো খুবই জরুরি। সে ক্ষেত্রে মেদ ঝরাতে অন্য সব নিয়ম মেনে চলার পাশাপাশি প্রতিদিন খাদ্যতালিকায় জায়গা দিতে হবে কিছু খাবারের। আর তাতেই দ্রুত ওজন কমানো সম্ভব।</p> <p>এছাড়া ওজন নিয়ন্ত্রণে না থাকলে শরীরের পিছু নেবে একাধিক জটিল রোগ। আর সে তালিকায় থাকবে ডায়াবেটিস, হাইপ্রেশার, কোলেস্টেরল থেকে শুরু করে একাধিক অসুখ। তাই আজ থেকেই ওজন কমান। আর ওজন কমাতে ডায়েটে পরিবর্তন আনুন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ওজন কমাবে আদার রস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/18/1723997500-1d13773ddc4a59fcc50373190db66c53.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ওজন কমাবে আদার রস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/08/18/1416290" target="_blank"> </a></div> </div> <p>সে ক্ষেত্রে দুপুরের খাবারের তালিকায় ফাস্টফুড, জাঙ্কফুড, বাড়ির তৈরি তৈলাক্ত খাবার এবং মিষ্টি বাদ দিতে হবে। তার বদলে নতুন কিছু খাবারের শরণাপন্ন হন। কোন খাবার খাবেন, তা ভাবছেন? চলুন জেনে নিই।</p> <p><strong>আপেল</strong></p> <p>কথায় আছে- অ্যান অ্যাপেল আ ডে কিপস ডিজিজ অ্যাওয়ে। তাই একাধিক রোগের ফাঁদ এড়াতে চাইলে দুপুরে খাবার খাওয়ার পর একটা আপেল খেতেই পারেন। নিয়মিত প্রতিদিন একটি আপেল খেলে আপনার শরীরের ওজন দ্রুতই কমবে। কারণ এতে রয়েছে ফাইবারের ভাণ্ডার। আর এই ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। যার ফলে খিদে পায় কম। সেই সুবাদে ওজন কমে আসবে। তাই দুপুরের খাবারের পর একটা গোটা আপেলকে জায়গা করে দিতে ভুলবেন না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ওজন কমাতে দারুণ কার্যকর রসুন ও মধুর মিশ্রণ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/13/1723536743-6ccf3a1fe1163d719b08b4f159b9e7ad.JPG" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ওজন কমাতে দারুণ কার্যকর রসুন ও মধুর মিশ্রণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/08/13/1414491" target="_blank"> </a></div> </div> <p><strong>অ্যাভোকাডো</strong></p> <p>বিদেশি ফল অ্যাভোকাডোর স্বাস্থ্যগুণে ভরপুর। শরীরের মেদ কমাতে এর জুড়ি মেলা ভার। এতে রয়েছে ভিটামিন সি। যার ফলে দূরে থাকে একাধিক জটিল রোগ। শুধু তাই নয়, এতে মজুত ফাইবারের গুণে বিপাকের হার বাড়ে। ফলে ওজন কমতে সময় লাগে না। তাই দুপুরে একদিন আপেল খেলে, অন্য দিন একটি গোটা অ্যাভোকাডো খেতেই পারেন। তবে দিনে একটার বেশি অ্যাভোকাডো নয়। এতে হিতে বিপরীত হতে পারে।</p> <p><strong>ব্রকোলি</strong></p> <p>খাদ্যতালিকায় ব্রকোলি রাখতেই পারেন। কারণ হিসেবের খাদ্যতালিকায় ব্রকোলির আপনার শরীরকে সুস্থ রাখবে। এ সবজিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই উপাদান দেহের প্রদাহ কমায়। যার ফলে একাধিক ক্রনিক অসুখ শরীর ঘেঁষতে পারে না। শুধু তাই নয়, এতে মজুত ভিটামিন সি। এ সবজিতে বেশ কিছুটা পরিমাণে ফাইবারও রয়েছে। যার ফলে ব্রকোলি খেলে পেট ভরা থাকে। দ্রুত ঝরে যায় মেদ। একাধিক সংক্রামক অসুখও দূরে রাখে ব্রকোলি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে খাবারে অ্যাসিডিটি হচ্ছে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2023/01/20/1674183518-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে খাবারে অ্যাসিডিটি হচ্ছে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2023/01/20/1232732" target="_blank"> </a></div> </div> <p><strong>গাজর</strong></p> <p>আপনার শরীর ফিট রাখতে গাজরের জুড়ি নেই। এ সবজির ক্যালোরি ভ্যালু খুবই কম। সেই সঙ্গে এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবারও মজুত রয়েছে। যার ফলে দুপুরে গাজর খেলে ওজন কমে। এ ক্ষেত্রে সালাদ হিসেবেও খেতে পারেন গাজর। আবার চাইলে পাঁচমিশালি সবজির তরকারিতে মেশাতে পারেন গাজর। তাতেই উপকার মিলবে বলে জানালেন বিশেষজ্ঞরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মাইগ্রেনের সমস্যায় উপকারে আসবে যে তিন পানীয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/03/1727959334-3e4a7117315572825509373c36327ee8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মাইগ্রেনের সমস্যায় উপকারে আসবে যে তিন পানীয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/10/03/1431464" target="_blank"> </a></div> </div> <p><strong>ডাল</strong></p> <p>দুপরের খাবারে যে কোনো ডাল খাদ্যতালিকায় রাখুন। অল্প ভাত, রুটি যাই খান না কেন, সঙ্গে এক বাটি ডাল অবশ্যই রাখবেন। কারণ ডালে রয়েছে প্রোটিন, কার্ব ও পর্যাপ্ত ফাইবার। যার ফলে এই খাবার খেলে বাড়ে পেশিশক্তি। এমনকি দ্রুতই কমে যায় ওজন। রোজ খাবারে অবশ্যই খাদ্যতালিকায় ডালকে জায়গা দিন।</p>