<p style="text-align:justify">রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা এক দফার মোকাবেলা করতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন সাবেক ছাত্রলীগ নেত্রী ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সেমিনার সহকারী আশিকুন্নাহার চৌধুরী (টুকটুকি)। কিন্তু সরকার পতনের পর থেকে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তিনি।  </p> <p style="text-align:justify">জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম কমিটিতে সহসভাপতি ও পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন আশিকুন্নাহার চৌধুরী (টুকটুকি)। তার স্বামী তুষার কিবরিয়া ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দ্বিতীয় কমিটির সভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে নিজের ও স্বামীর রাজনৈতিক প্রভাব খাটিয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি নিতে সক্ষম হন টুকটুকি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কার্টনে বাঁধা মস্তকবিহীন নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/03/1727965830-5b8a67493c0ac4731a4d48db2646ce41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কার্টনে বাঁধা মস্তকবিহীন শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/03/1431488" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদানের পর তিনি যোগ দেন মহিলা আওয়ামী লীগে। আওয়ামী লীগ সরকারের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পোস্ট করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন সরকার পতনের এক দফা ঘোষণা করে এ সময় তিনি এক দফা মোকাবেলা করতে চেয়ে ফেসবুকে পোস্ট করেন এবং অভিভাবকদের সন্তানদের রাস্তায় পাঠাতে নিষেধ করেন। </p> <p style="text-align:justify">খোঁজ নিয়ে জানা যায়, সরকার পতনের পর থেকে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সেমিনার সহকারী আশিকুন্নাহার চৌধুরী টুকটুকি। ক্যাম্পাস খুললেও তিনি কর্মস্থলে আসছেন না। বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখা থেকে জানা যায়, তিনি প্রশাসনের কাছে ছুটির জন্য কোনো আবেদন করেননি। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্তি দাবি, ১৭ সমন্বয়কের পদত্যাগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/03/1727964328-0ab70b556310e8d1efb792575430665f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্তি দাবি, ১৭ সমন্বয়কের পদত্যাগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/03/1431485" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার ড. মো. জিয়াউল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সেমিনার সহকারীর কোনো ছুটির আবেদন আমার কাছে আসেনি। তার অনুপস্থিতির বিষয়ে জানি না।’</p> <p style="text-align:justify">ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান এস এম আশরাফুল আলম বলেন, ‘২৫ সেপ্টেম্বরের পর থেকে আমি এই বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছি। আমি দায়িত্ব পাওয়ার পরে তিনি বিভাগ থেকে চার কর্মদিবসের নৈমিত্তিক ছুটি নিয়েছেন। আমার দায়িত্ব পাওয়ার আগে তিনি ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন কি না, এ বিষয়ে আমি কিছুই জানি না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খুলনায় হঠাৎ ছাত্রলীগের মিছিল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/03/1727963764-f036d2a614b17b8b4458754dd5201bba.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খুলনায় হঠাৎ ছাত্রলীগের মিছিল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/03/1431484" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ বিষয়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সেমিনার সহকারী ও মহিলা লীগ নেত্রী আশিকুন্নাহার চৌধুরী টুকটুকি বলেন, ‘আমি অফিসে যাচ্ছিলাম। কিন্তু অসুস্থতার কারণে ছুটিতে আছি। এর আগে ডিপার্টমেন্ট প্রধান ছিলেন না, কার কাছে ছুটি নেব? আমি ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি করেছি এই নয় যে কারো ভাতে ছাই দিয়েছি।’</p>