<p>দীর্ঘ ১০ বছর ধরে এমন মুহূর্তের অপেক্ষায় ছিল বাংলাদেশ নারী দল। স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানের জয় পাওয়ার পর এমনটি জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি।</p> <p>২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের মেয়েরা জয় পাননি। এবার সেই খরা কাটিয়েছেন তারা। জয়ে দল খুশি জানিয়ে জ্যোতি বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম আমরা। এবারই সেই মুহূর্ত এটা আমাদের মাথায় ছিল। এটা এমন এক উইকেট, যেখানে আমাদের মানিয়ে নিতে হয়েছে। শুরুতে ব্যাট করা সহজ ছিল না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জয়ে ১০ বছরের অপেক্ষা ফুরাল বাংলাদেশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/03/1727961273-27ff3367bcc6948f0d336bb3b634135a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জয়ে ১০ বছরের অপেক্ষা ফুরাল বাংলাদেশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/03/1431473" target="_blank"> </a></div> </div> <p>ইনিংসের শুরুটা ভালো হলেও ১১৯ রানের বেশি সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। তবে এই সংগ্রহেও স্কটল্যান্ডকে আটকিয়ে দেওয়ার আত্মবিশ্বাস আগে থেকেই ছিল বলে জানান জ্যোতি। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সাথী রানি এবং শবনম মোস্তারির জুটিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমাদের ভালো সংগ্রহ ছিল এবং নিজেদের ওপর বিশ্বাস ছিল। আমাদের স্পিন আক্রমণ দুর্দান্ত। সঙ্গে মারুফ আক্তারও ভালো  করেছে। তাই প্রতিপক্ষকে আটকিয়ে দিতে আমরা আত্মবিশ্বাসী ছিলাম।’</p> <p>জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশের মেয়েদের পরের ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড। আগামী ৫ অক্টোবর, শারজাতেই।</p>