<p>কোটাবিরোধী ছাত্র আন্দোলনে সুযোগ নিয়ে বিএনপি ও জামায়াত-শিবির যে হত্যাযজ্ঞ ও আগুন সন্ত্রাস চালিয়েছে, বাংলাদেশের মানুষ তাদের কখনো ক্ষমা করবে না। বুধবার (২৪  জুলাই) সদরঘাটে নৌ শ্রমিকদের খোঁজখবর, খাবার ও নগদ অর্থ বিতরন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। </p> <p>নৌ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার যে উন্নয়ন করেছে, বিএনপি ও জামায়াত এ উন্নয়ন মেনে নিতে পারেনি। তাই সরকারকে বেকায়দায় ফেলার জন্য তারা এ তাণ্ডব চালিয়েছে।</p> <p>প্রায় পাঁচ শকাধিক শ্রমিককে দুপুরের খাবার ও প্রত্যেককে নগদ ৫০০ টাকা প্রদান করে তিনি আরো বলেন, ‘দেশের চলামান পরিস্থিতি ও কারফিউ খুব দ্রুত শিথিল হবে। সব নৌ বন্দর খুলে দেওয়া হবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ কোনো আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়। ছাত্রদের আন্দোলনে বিএনপি-জামায়াত ঢুকে পড়েছিল। তারা ছাত্রদের বলির পাঠা বানাতে চেয়েছিল। দেশের মানুষের মধ্যে তাদের এ হিংস্রতা প্রকাশ পেয়েছে। তারা কোনোভাবে এ দায় এরাতে পারে না। এ দায় তাদের নিতে হবে।’</p> <p>এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। এ ছাড়া সদরঘাট নদীবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p>