<p>গাজায়  ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ থামছেই না। গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে দুটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ১৪ শিশুসহ অন্তত ৩৮ জন প্রাণ হারিয়েছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই একই পরিবারের সদস্য। এদিকে গাজা সিটির শাতি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছে। আগামীকাল রবিবার ইসরায়েলি প্রতিনিধিরা কাতারের দোহায় যাবেন। এর আগে কাতার ও যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধবিরতি আলোচনা শুরু হতে যাওয়ার খবর দিয়েছে। গাজায় এক বছরের সংঘাতে এ পর্যন্ত ৪২ হাজার ৮৪৭ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। ফিলিস্তিনের আরেক ভূখণ্ড পশ্চিম তীরে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্রের বরাত দিয়ে গতকাল ওয়াফা সংবাদ সংস্থা জানায়, ইসরায়েলি বাহিনী বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছে।  তারা লোকজনের সম্পদ ক্ষতিগ্রস্ত করেছে।</p> <p> </p> <p><strong><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">লেবাননে</span> সংঘাত, তিন গণমাধ্যমকর্মী নিহত</strong></p> <p>দক্ষিণ লেবাননে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলের হামলায় তিন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। লেবাননের সাংবাদিকরা মনে করছেন, এক বছর ধরে ইসরায়েল-হিজবুল্লাহর সংঘাতে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড ঘটছে। অথচ এর জন্য ইসরায়েলকে কোনো জবাবদিহি ও বিচারের মুখোমুখি হতে হয় না।</p> <p>গতকাল শুক্রবার ভোররাতের দিকে ইসরায়েলের হামলায় নিহত গণমাধ্যমকর্মীরা হলেন ইরানপন্থী সংবাদমাধ্যম আল-মায়াদিনের ক্যামেরা অপারেটর ঘাসান নাজ্জার, মোহাম্মদ রেদা এবং হিজবুল্লাহর আল-মানারের হয়ে কাজ করা ক্যামেরা অপারেটর উইসাম কাসেম।</p> <p><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">লেবাননে</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এক</span> বছরের <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বেশি</span> সময় ধরে চলমান সংঘাতে সাংবাদিকদের ওপর  আরো তিনটি আক্রমণ ও হত্যার ঘটনা ঘটেছে। <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এর</span> মধ্যে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">গত</span> অক্টোবরে ইসরায়েলি <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">গোলার</span> আঘাতে রয়টার্সের <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এক</span> সাংবাদিক প্রাণ হারান। <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এ</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">নিয়ে</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">কোনো</span> আন্তর্জাতিক তদন্ত <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">হয়নি।</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">লেবাননে</span> কর্মরত সাংবাদিকরা মনে করছেন<span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif">, </span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এসব</span> হত্যাকাণ্ডে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">কোনো</span> জবাবদিহি ও বিচার <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">নেই।</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">লেবাননের</span> তথ্যমন্ত্রী বলেছেন, গণমাধ্যমকর্মীদের ওপর ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে ইসরায়েল। তিনি <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">একে</span> যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন।</p> <p><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">লেবাননের</span> রাজধানী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বৈরুতে</span>  হিজবুল্লাহর অস্ত্র <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">উৎপাদন</span> কারখানায় বিমান হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। বিমান  <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">থেকে</span> ধারণ করা বিস্ফোরণের ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েলি বাহিনী বলেছে, তারা <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">হিজবুল্লাহর</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">গোয়েন্দা</span> সদর <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">দপ্তর</span> ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও আঘাত <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">হেনেছে।</span>  <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এদিকে</span> দক্ষিণ <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">লেবাননে</span> গত বৃহস্পতিবার রাতে পাঁচ ইসরায়েলি রিজার্ভ <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সেনা</span> নিহত <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এবং</span> ১৯ জন আহত হয়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে। <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এদিকে</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">লেবাননের</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">মন্ত্রণালয়</span> গতকাল জানিয়েছে<span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif">, </span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এক</span> বছরের <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বেশি</span> সময়ে ইসরায়েলি হামলায় ১৬০ জনের <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বেশি</span> উদ্ধারকর্মী ও <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">স্বাস্থ্যকর্মী</span> নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭২ জন।  </p> <p>দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর ফের আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শান্তিরক্ষীরা গতকাল জানান, চলতি সপ্তাহে দক্ষিণ লেবাননে তাঁদের একটি পর্যবেক্ষণ ঘাঁটি লক্ষ্য করে গুলি ছুড়েছে ইসরায়েলি বাহিনী। হামলা থেকে বাঁচতে আগেই প্রহরীদের সরিয়ে নেওয়া হয়েছিল। সূত্র : এএফপি, আলজাজিরা</p> <p> </p>