<p>নৌপরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে ‘নৌকা’ শব্দটি থাকায় এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।</p> <p>শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় বিআইআইএসএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে তিনি এ কথা জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার ৭৮তম জন্মদিন আজ, নেই কোনো আয়োজন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/28/1727498234-c6a975e768b32d55a3c2cd4d71c0ece5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার ৭৮তম জন্মদিন আজ, নেই কোনো আয়োজন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/28/1429705" target="_blank"> </a></div> </div> <p>নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে। আমি নৌকা চালাই না, জাহাজ চালাই।’</p> <p>ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি মনে করি অভিযুক্তদের ফিরিয়ে আনার দরকার নেই। তাদের অনুপস্থিতিতেই বিচার করা উচিত। ন্যুরেমবার্গ ট্রায়ালের মতো। হত্যার সব প্রমাণ আছে। নির্দেশদাতা হিসেবে বিচার হবে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে শোভাযাত্রায় বাধা, দৌড়ে পালাল ছাত্রলীগ নেতারা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/28/1727515834-a9dc4f89b113db1046bc38df8b104523.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে শোভাযাত্রায় বাধা, দৌড়ে পালালেন ছাত্রলীগ নেতারা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/28/1429757" target="_blank"> </a></div> </div> <p><br /> গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের নামের তালিকা প্রকাশ বিষয়ে ক্যাবিনেটে বিস্তারিত কথা হবে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা।</p>