<p>রাদারফোর্ড-ম্যাক্সওয়েলদের নীতি মেনে রাদাফোর্ডের ইলেকট্রনদের যদি শক্তি বিকিরণ করতে হয়, সেই শক্তি নির্গত হতে হবে নিরচ্ছিন্নভাবে। তবেই ইলেকট্রনের কক্ষপথ সর্পিল হবে এবং শেষমেষ ইলেকট্রন কক্ষপথে পতিত হবে। কিন্তু বাস্তবে যেহেতু সেটা হচ্ছে না। তাহলে নিশ্চয়ই ইলেকট্রনের কক্ষপথের শক্তি নিরবিচ্ছিন্ন নয়। বিকিরণের শক্তির যদি নির্দিষ্ট অখন্ড মান থাকে, তাহলে কি কক্ষপথের শক্তিরও অখন্ড মান থাকতে পারে না?</p> <p>ধরা যাক, একটা ঘুর্ণায়মান ইলেকট্রন ৫ সেকেন্ডে তার শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসে পতিত হবে। গোটা সময়টাতে তার কক্ষপথের আকার কেমন দাঁড়ায় সেটা দেখে নেওয়া যেতে পারে নিচের ছবিতে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইলেকট্রনের অদ্ভুত লাফ : পর্ব ২" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/26/1727344083-18882ac2bbdf41d54b381508a43a6f6b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইলেকট্রনের অদ্ভুত লাফ : পর্ব ২</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/26/1429118" target="_blank"> </a></div> </div> <p>ইলেকট্রনের একটা সর্পিল পথ দেখা যাচ্ছে। ধরা যাক, শুরুতে অর্থাৎ প্রথম সেকেন্ডের শুরুতেই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব ছিল 5r আর শক্তি 5E । এভাবে ২য় সেকেন্ডের শুরুতে 4r আর শক্তি 4E , ৩য় সেকেন্ডের শুরুতে 3r আর শক্তি 3E , চতুর্থ সেকেন্ডের শুরুতে 2r আর শক্তি 2E, পঞ্চম সেকেন্ডের শুরুতে r আর শক্তি E। পাঁচ সেকেন্ড শেষে ইলেকট্রন শক্তি বিকিরণ করে সবটুকু নিঃশেষ করে ফেলবে। তখন ইলেকট্রন আর নিউক্লিয়াসের ভেতরে দূরত্ব শূন্য হবে এবং ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হবে। এখানে প্রতি সেকেন্ডে ইলেকট্রনেরা শক্তি কমছে E এর সমান আর দূরত্ব কমছে r একক করে। কিন্তু পথ সর্পিল, তাই বিকিরণ নির্বিচ্ছিন্নভাবে নির্গত হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইলেকট্রনের অদ্ভুত লাফ : পর্ব ১" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/25/1727269893-8a88344bc727ca5d3580b4c91002998a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইলেকট্রনের অদ্ভুত লাফ : পর্ব ১</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/25/1428856" target="_blank"> </a></div> </div> <p>তাহলে তাই দূরত্বও কমতে পারে নিরবিচ্ছিন্নভাবে। শুরুতেই (প্রথম সেকেন্ডের ) ইলেকট্রনের শক্তি ছিল 5E নিউক্লিয়াসের সঙ্গে দূরত্ব ছিল 5r। 0.5 সেকেন্ড পর শক্তি হবে ইলেকট্রনের শক্তি দাঁড়াবে 4.5E এবং নিউক্লিয়াসের সঙ্গে  দূরত্ব হবে 4.5r, 1.5 সেকেন্ড পরে শক্তি 3.5E আর দূরত্ব 3.5r, 2.5 সেকেন্ড পরে শক্তি 2.5E আর দূরত্ব 2.5r, 3.5 সেকেন্ড পরে 1.5E আর  দূরত্ব 1.5r এবং 4.5 সেকেন্ড পরে 0.5E আর  দূরত্ব 0.5r। ১ সেকেন্ডকে ১০ ভাগ করে যদি হিসাব করি, প্রতি 0.1 সেকেন্ডে  ইলেকট্রনের শক্তি কমবে 0.1E নিউক্লিাসের সঙ্গে ইলেকট্রনের দূরত্ব কমবে 0.1r।</p> <p>তেমনি ১ সেকেন্ডকে ১০০ ভাগ করে যদি হিসাব করি, প্রতি 0.01 সেকেন্ডে  ইলেকট্রনের শক্তি কমবে 0.01E নিউক্লিাসের সঙ্গে ইলেকট্রনের দূরত্ব কমবে 0.01r। এভাবে সময়কে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে যদি প্রতি মুহূর্তের হিসাব করি তাহলে ইলেকট্রনের শক্তি অত্যন্ত ক্ষুদ্র এককে কমার কথা। নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বও কমতে পারে বিন্দুর আকারে। এভাবে প্রতি মূহূর্তে ইলেকট্রন খুব সামান্য শক্তি বিকিরণ করে বিন্দু বিন্দু করে দূরত্ব কমিয়ে এক সময় নিউক্লিয়াসে পতিত হবে। আর ঘূর্ণায়মান একটা কণা এভাবে দূরত্ব কমিয়ে নিইক্লিয়াসে পতি হলে তার গোটা পথটাই হবে সর্পিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আলোক-তড়িৎক্রিয়ার ব্যাখ্যা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/26/1727344962-579a1409897385448c7cd0a1351ed28b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আলোক-তড়িৎক্রিয়ার ব্যাখ্যা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/26/1429124" target="_blank"> </a></div> </div> <p>এটাই আসলে রাদারফোর্ড মডেলের ত্রুটি পরীক্ষা-নীরিক্ষা করেও পরমাণুর এই বৈশিষ্ট্যের দেখা পাননি বিজ্ঞানীরা। এমন কোনো পরমাণুর হদিস পাওয়া যায়নি, যার নিউক্লিয়াস আর ইলেকট্রন জমাট বেঁধে একসঙ্গে থাকে। এই সমস্যার সমাধান কী?</p> <p>চলবে...</p> <p>সূত্র: নিউ সায়েন্টিস্ট</p>