যমুনা রেল সেতুর উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
যমুনা রেল সেতুর উদ্বোধন আজ
সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তরের সাড়ে তিন কোটি মানুষের আগ্রহের জায়গায় থাকা যমুনা রেল সেতু উদ্বোধন করা হচ্ছে আজ। এর মাধ্যমে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের যোগাযোগে একটি নতুন দ্বার খুলছে। দুই লেনের এই সেতুটি ট্রেন চলাচলের জন্য আধুনিক সুবিধা এনে দিয়েছে, যা দেশের রেলপথে দ্রুততার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

৫০টি পিলার আর ৪৯টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি শত বছর টিকতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, যমুনা সেতু দুই লেনের হলেও, সেতুর দুই পাশে সিঙ্গেল লেন থাকার কারণে পুরোপুরি সুফল পাওয়া যাবে না। তবে এই সেতুতে ট্রেন চলাচলের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এখন থেকে সেতু পার হতে আগে যেখানে ৩০ মিনিট অপেক্ষা করতে হতো, সেখানে তা কমে এখন হবে মাত্র ৩ মিনিট। এ ছাড়া সেতুতে একযোগে দুই দিক থেকে ট্রেন চলাচল করতে পারবে, যা পূর্বে সম্ভব ছিল না।

আন্তর্জাতিক মালবাহী ট্রেন চলাচলের জন্যও নতুন এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা দেশের বাণিজ্যিক সুবিধা বাড়াবে।

আরো পড়ুন
অভয়নগরে আগুনে পুড়ে ছাই তুলার কারখানা-গুদাম

অভয়নগরে আগুনে পুড়ে ছাই তুলার কারখানা-গুদাম

 

সংশ্লিষ্টরা বলছেন, যমুনা রেল সেতুর পুরোপুরি সফলতা পেতে প্রয়োজন আব্দুলাপুর থেকে রাজশাহী পর্যন্ত ডাবল লাইন। সেতুটি চালু করলেও প্রতিবন্ধকতা তৈরি করবে দুই প্রান্তের সিঙ্গেল রেলপথ। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ১১৭ কিলোমিটার রেলপথটি সিঙ্গেল।

রেলওয়ে সূত্র বলছে, পশ্চিমাঞ্চল রেলের ১৭০ কিলোমিটার পথ ছুটে চলে ৪০টি আন্তঃনগর, ছয়টি আন্তর্দেশীয় ও ১৮টি মালবাহী ট্রেনকে আর থেমে যেতে হবে না সিরাজগঞ্জের যমুনা পাড়ে। এতে ভারত থেকে আমদানি করা পণ্য সহজেই পৌঁছানো যাবে দেশের বিভিন্ন জায়গায়।

আরো পড়ুন
উড্ডয়নের পরপরই হন্ডুরাস উপকূলে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬

উড্ডয়নের পরপরই হন্ডুরাস উপকূলে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬

 

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানান, সেতুর দুই পারের রেলপথ ডাবল করার প্রকল্প রয়েছে। এরই মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করা হয়েছে। দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা অব্যাহত আছে।

দুই প্রান্তের সিঙ্গেল ট্র্যাকের কারণে যমুনা রেল সেতুর পুরোপুরি সুবিধা পেতে দেরি হলেও সেতুটি নির্মাণের ফলে উত্তরবঙ্গের ২৩ জেলার মানুষের যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। 

বাংলাদেশ রেলওয়ের  অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বলেন, ‘আগে বঙ্গবন্ধু সেতু দিয়ে যেখানে ২০-২৫ মিনিট লেগেছে, নতুন যমুনা সেতু দিয়ে মাত্র আড়াই থেকে তিন মিনিট সময় লাগবে সেতু পার হতে। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেল সেতু দিয়ে সর্বোচ্চ ১২০ কিমি বেগে দুটি ট্রেন পাশাপাশি চলাচল করবে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদ উপহার পেল দুই হাজার ঘাটশ্রমিক

অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগর (যশোর) প্রতিনিধি
শেয়ার
ঈদ উপহার পেল দুই হাজার ঘাটশ্রমিক
ছবি: কালের কণ্ঠ

নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে যশোরের অভয়নগরের বিভিন্ন ঘাটে কর্মরত দুই হাজার শ্রমিকের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদারের সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাবিল গ্রুপের পরিচালক (দক্ষিণ অঞ্চল) কামরুল ইসলাম সিহাব।

বিশেষ অতিথি ছিলেন, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, অভয়নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূরল ইসলাম বাবুল, নওয়াপাড়া পৌর যুব জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ, চিশতি ট্রেড অ্যাণ্ড ট্রান্সপোর্টের মালিক শামস নওরোজ চিশতি, নাবিল গ্রুপ নওয়াপাড়া অফিসের ম্যানেজার নাজমুল হোসেন, সিনিয়র অফিসার আব্দুর রহিম, নাবিল ট্রান্সপোর্টের প্রতিনিধি আশিকুল ইসলাম দিপু প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ছাত্রনেতা আশিকুর রহমান আশিক। 

এ ব্যাপারে নাবিল গ্রুপ নওয়াপাড়া অফিসের ম্যানেজার নাজমুল হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘নাবিল গ্রুপের বিভিন্ন ঘাটে কর্মরত দুই হাজার শ্রমিকের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জনপ্রতি ৫ কেজি মিনিকেট চাল, এক কেজি চিনিগুড়া চাল, এক কেজি ডাল, এক কেজি আটা, এক কেজি ময়দা, আধা কেজি সরিষার তেল, আধা কেজি সুজি ও খেজুর দেওয়া হয়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য নাবিল গ্রুপ এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখবে।

মন্তব্য
যশোর

২৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি
শেয়ার
২৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেপ্তার
সংগৃহীত ছবি

৪ খুন, ৭ অস্ত্র, ৪ বিস্ফোরক, ২ চাঁদাবাজি ও দাঙ্গা হাঙ্গামসহ ২৩ মামলার আসামি কাজী রাকিব ওরফে ভাইপো রাকিবকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে শহরের বেজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

রাকিব যশোর শহরের রায়পাড়া এলাকার কাজী তৌহিদুল ইসলাম তৌহিদের ছেলে।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানান, 'যশোরের পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ২৩টি মামলা বিচারাধীন রয়েছে।'

অফিসার ইনচার্জ আরো জানান, 'গোপন‌ সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভাইপো রাকিব এলাকায় ফিরেছে। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ভাইপো রাকিব পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি খুন, ৭টি অস্ত্র, ৪টি বিস্ফোরক, ২টি চাঁদাবাজিসহ মোট ২৩টি মামলা বিচারাধীন রয়েছে।'

মন্তব্য

অপহরণের ১৩ দিন পর ১১ বছরের শিশু উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
অপহরণের ১৩ দিন পর ১১ বছরের শিশু উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়ায় একটি ফোনকলের সূত্র ধরে অপহরণের ১৩ দিনের মাথায় ১১ বছর বয়সী এক শিশু কন্যাকে ফিরে পেয়েছে তার পরিবার। এঘটনায় জড়িত থাকার অভিযোগে মোসলেম উদ্দিন (৩৭) নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কেন্দুয়া পৌরসদরের সাউদপাড়া এলাকার ভাড়াটিয়া।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। এর আগে, দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের মরিচপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অটোরিকশাচালক মোসলেম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা গন্ডা ইউনিয়নের মরিচপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ মার্চ ভুক্তভোগী উপজেলার পৌরসভার সাউদপাড়া এলাকা থেকে রোয়াইলবাড়ি ইউনিয়নের রোয়াইল গ্রামে আত্মীয়ের বাড়িতে যায়।

এসময় তার বাবা তাকে অটোরিকশায় তুলে দেন। এরপর থেকে ভুক্তভোগীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। নিখোঁজের কয়েকদিন পর ভুক্তভোগী তার বোনকে ফোনে জানায় সে অপহরণের শিকার হয়েছে।
পরে গত ১৯ মার্চ পরিবারের পক্ষ থেকে কেন্দুয়া থানায় অপহরণ মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগী বাবা বলেন, 'গত ৭ মার্চ সকালে কেন্দুয়া পৌরসভা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয় তার মেয়ে। কিন্তু সে বাড়িতে সে আর যায়নি। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা গরীব মানুষ, এজন্য মানুষকে না জানিয়ে অনেক খুঁজাখুঁজির পরও তাকে পাইনি।

হঠাৎ গত ১৮ মার্চ মোবাইল ফোনে তার বোনকে জানায়, সে অপহরণ হয়েছে। তারপর থানায় গিয়ে অভিযোগ করি এবং মেয়েকে ফিরে পাওয়াসহ অপহরণকারীকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।' 

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, 'গত ৭ মার্চ অপহরণের শিকার হয় ১১ বছর বয়সী এক কিশোরী। গত ১৮ মার্চ ওই কিশোরীর বড় বোনের মোবাইল ফোনে একটি কল আসে। অপরপ্রান্ত থেকে কিশোরীর ওপর নির্যাতন হচ্ছে এমন তথ্য জানানো হয়। পরে ওই কিশোরীর বাবা বিষয়টি পুলিশকে জানান এবং থানায় অপহরণের মামলা দায়ের করেন।'

ওসি আরো জানান, 'পুলিশ ওই ফোনকলের সূত্র ধরে গত বুধবার উপজেলার গন্ডা ইউনিয়নের মরিচপুর গ্রামের বাসিন্দা মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে। ও মেয়েটিকে উদ্ধার করে।'

ওসি মিজানুর রহমান আরো জানান, 'মেয়েটি খুবই অসুস্থ। এ অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। ডাক্তারি রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেলে মামলায় বিষয়টি যুক্ত করা হবে। গ্রেপ্তার মোসলেম উদ্দিনকে বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।' অপরাধে জড়িত অন্যান্যদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান। 

মন্তব্য

শতাধিক প্রতারণা মামলার আসামি খান বাবু গ্রেপ্তার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
শতাধিক প্রতারণা মামলার আসামি খান বাবু গ্রেপ্তার
সংগৃহীত ছবি

দেশজুড়ে ভয়ংকর প্রতারক হিসেবে পরিচিত মশিউর রহমান খান বাবুকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল রাজধানী ঢাকার আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মশিউর রহমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের মোতালেব আলী খানের ছেলে।

আরো পড়ুন
অভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ, মূল হোতা গ্রেপ্তার

অভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ, মূল হোতা গ্রেপ্তার

 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘মশিউর রহমান খান বাবু একজন ভয়ংকর প্রতারক।

ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এর মধ্যে কোটালীপাড়া থানায় ২০টি মামলায় তার গ্রেপ্তারি পরোয়ানা এসেছে। এই গ্রেপ্তারি পরোয়ানার আলোকে আমরা মশিউর রহমান বাবুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি।' 

আরো পড়ুন
আমিরাতে ২৫ ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড

আমিরাতে ২৫ ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড

 

তিনি আরো বলেন, ‘মশিউর রহমান বাবু প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা এনেছেনে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

’ 

এর আগে বাবুকে সিআইডি, ডিবি, র‌্যাব পরিচয়ে প্রতারণা মামলায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। তবে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে বাবু আবার প্রতারণা শুরু করে বলেও জানান ওসি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ