<p>আমাদের জীবন এখন আক্ষরিক অর্থেই স্মার্টফোনের ওপর নির্ভরশীল। স্মার্টফোনের কল্যাণে এখন সবার হাতেই উঠে এসেছে একটি করে ক্যামেরা। ক্যামরা ছাড়া ফোন আর জীবন কোনোটাই এখন যেন ভাবা যায় না। কিন্তু আমাদের অবহেলার কারণে কিছুদিন পরই ফোনের ক্যামেরায় তোলা ছবির মান খারাপ হয়ে যায়। এর মূল কারণ যত্নের ঘাটতি। কিছু নিয়ম মেনে চললেই ক্যামেরা বহদিন ভালো ছবি উপহার দেবে আপনাকে।</p> <p><strong>ক্যামেরা লেন্স পরিষ্কার রাখুন</strong><br /> ক্যামেরা লেন্সে ধুলা বা আঙুলের ছাপ লাগলে ছবি ঝাপসা হতে পারে। তাই নিয়মিত মাইক্রোফাইবার কাপড় দিয়ে লেন্স মুছে নিন। কাপড়টি অবশ্যই নরম এবং শুকনো হওয়া উচিত। আঙুল দিয়ে লেন্স পরিষ্কার করবেন না।</p> <p><strong>মোবাইল কেস ব্যবহার করুন</strong><br /> ভালো মানের একটি মোবাইল কেস ফোনকে শুধু সুরক্ষাই দেয় না, ক্যামেরা লেন্সকেও আঘাত বা স্ক্র্যাচ থেকে রক্ষা করে। তাই একটি উন্নতমানে ফোন কেস ফোন কেস ব্যবহার করুন।</p> <p><strong>অতিরিক্ত তাপ এড়িয়ে চলুন</strong><br /> ফোন বেশি গরম হলে ক্যামেরার পারফরম্যান্স কমে যেতে পারে। বিশেষ করে সরাসরি সূর্যের আলোতে বেশিক্ষণ ফোন না রাখাই ভালো। অতিরিক্ত তাপ ফোনের ভেতরের সেন্সরের ক্ষতি করে।</p> <p><strong>ধূলা ও পানি থেকে দূরে রাখুন</strong><br /> ক্যামেরায় ধুলা বা পানি ঢুকলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। তাই ধুলাবালির মধ্যে বা পানির কাছে ফোন ব্যবহার করার সময় সতর্ক থাকুন। যদি সম্ভব হয়, ওয়াটারপ্রুফ কেস ব্যবহার করুন।</p> <p><strong>ক্যামেরা সেটিংস ঠিকমতো সমন্বয় করুন</strong><br /> ক্যামেরার হোয়াইট ব্যালেন্স, ফোকাস এবং ISO সঠিকভাবে সেট করা থাকলে ছবি আরও ভালো আসবে। তাই সেটিংসে মনোযোগ দিন।</p> <p><strong>ক্যামেরা অ্যাপ আপডেট রাখুন</strong><br /> ক্যামেরার অ্যাপ বা সফটওয়্যার নিয়মিত আপডেট করুন। আপডেটের মাধ্যমে ক্যামেরায় নতুন বৈশিষ্ট্য যোগ হয় এবং ছবির মান ভালো হয়।</p> <p>এই সহজ টিপসগুলো মেনে চললে মোবাইল ফোনের ক্যামেরা ভালো থাকবে এবং আপনি স্পষ্ট ও সুন্দর ছবি তুলতে পারবেন। মনে রাখুন, ছোট ছোট যত্নই ক্যামেরার মান ধরে রাখতে বড় ভূমিকা রাখে।</p>