বসুন্ধরা শুভসংঘের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ সালের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মাহবুব হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের শিক্ষার্থী আলফাজ উদ্দিন টনিক মনোনীত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৩৬ সদস্যবিশিষ্ট এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি অনিন্দিতা ঘোষ প্রজ্ঞা ও মিশন চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক লুবনা শারমিন ও সুজন টুডু, সাংগঠনিক সম্পাদক সামিয়া রহমান সিমি, সহ-সাংগঠনিক সম্পাদক ইমন পসনেম, দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান, অর্থ সম্পাদক জসিম উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রান্ত কুমার দাশ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বর্ষা চাকমা।
আরো পড়ুন
হত্যার হুমকি দিয়ে এসএসসি পরিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
এ ছাড়া এ কমিটিতে অন্য সদস্যরা হলেন— সমাজকল্যাণ সম্পাদক সাবিকুন নাহার, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক সম্রাট আকবর, নারী ও শিশুবিষয়ক সম্পাদক স্মৃতি রানী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজির আহমেদ, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রুহুল আমিন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জান্নাত আরা নিলা, ক্রীড়া সম্পাদক আল ফারাবী দুরন্ত, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাবিকা ইসলাম শারমিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরিফ মিয়া।
এ ছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— মাহবুবা ইসলাম মেরিনা, হিমেল আহমেদ হিমু, রাফিয়া ইসলাম, মিরা আক্তার, সুমাইয়া আশরাফ, ঐশ্বর্য বিশ্বাস, নাসির হোসাইন, মো. সোলায়মান ইসলাম, নাঈম ইসলাম, কে এম মুর্তজা আহমেদ, মো. রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসানুজ্জামান, মো. রাসেল শেখ, শাকিলা আক্তার।