<p>কিশোরী মেয়েদের ক্রীড়াঙ্গনে উৎসাহী ও ক্ষমতায়নের লক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ স্বরূপকাঠি শাখা। এ উপলক্ষে আজ রবিবার (১৭ নভেম্বর) সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে উপজেলার নারী ফুটবল একাডেমির কিশোরী খেলোয়াড়রা অংশ নেয়।</p> <p>স্বরূপকাঠির বিশিষ্ট ক্রীড়াবিদ ও ফুটবল কোচ নাসির আহম্মেদ রফিক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত কিশোরীদের নিয়ে একটি ফুটবল একাডেমি খুলেছেন। তিনি সম্পূর্ণ বিনা ফিতে ওই কিশোরীদের ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন। এমনকি কিশোরীদের জন্য ফুটবল, জার্সিসহ নানা ধরনের খেলার সামগ্রী নিজেই জোগাড় করে সেটা দিয়ে তাদের প্রশিক্ষণ দিচ্ছেন। ওই একাডেমির ৩০ জন কিশোরী খেলোয়াড় ‘লাল দল’ ও ‘হলুদ দল’ নামে দুটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে।</p> <p>খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নেছারাবাদ ইউএনও মনিরুজ্জামান। আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শুভসংঘের সহসভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা রানী হালদার, সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম তালুকদার, শিক্ষক এমাম সিকদার, কালের কণ্ঠের প্রতিনিধি ও উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা হযরত আলী হিরু ও ফুটবল কোচ মো. নাসির আহম্মেদ রফিক বক্তব্য প্রদান করেন।</p> <p>খেলায় ‘হলুদ দল’ ২-১ গোলের ব্যবধানে ‘লাল দলকে’ হারিয়ে বিজয়ী হয়। বিজয়ী দলের রেশমা ম্যাচে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছে। খেলায় মো. জুয়েল রেফারির দায়িত্ব পালন করেন। কিশোরীদের এই ফুটবল ম্যাচ দেখতে বিভিন্ন বয়সের দর্শকরা মাঠের চার পাশে ভিড় জমায়।</p> <p>পুরস্কার বিতরণের পূর্বে প্রধান অতিথি ইউএনও মনিরুজ্জামান তার বক্তব্যে কিশোরীদের নিয়ে এমন একটি আয়োজনের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘ছেলেদের পাশাপাশি মেয়েদের শারীরিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। এই এলাকার কিশোরী খেলোয়াড়দের নিয়ে বসুন্ধরা শুভসংঘ ও কোচ নাসির আহম্মেদ রফিকের এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এই এলাকায় তাদের এমন সব কার্যক্রম অব্যাহত রাখবে।’</p> <p>স্বাগত বক্তব্যে কালের কণ্ঠ প্রতিনিধি ও উপজেলা শুভসংঘের উপদেষ্টা হযরত আলী হিরু বলেন, ‘শুভ কাজে সবার পাশে- এই স্লোগানে বসুন্ধরা শুভসংঘ সারা দেশে মানবিক, সামাজিক ও সহযোগিতামূলক কর্মকাণ্ড করে আসছে। এরই ধারাবাহিকতায় স্বরূপকাঠির এই কিশোরীদের ফুটবল খেলায় উৎসাহ যোগাতে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নারী ফুটবলাররা ভালো পারফরম্যান্স করে আসছে। ইতিমধ্যে তারা টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে। স্বরূপকাঠির এই কিশোরীরাই হয়তো একদিন বাংলাদেশের জন্য প্রত্যাশিত সাফল্য ও সুনাম বয়ে আনবে। এ লক্ষে আমরা যে যার অবস্থান থেকে এই কিশোরীদের পাশে দাঁড়াতে হবে।’</p> <p>বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় এবং রেফারির হাতে ট্রফি, মেডেল ও সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।</p> <p>আয়োজনটি সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে নেছারাবাদ থানার এস আই আলমগীর হোসেন, উপজেলা বসুন্ধরা শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন বিল্লাহ রাজু, সহ অর্থ বিষয়ক সম্পাদক রুহুল আমীন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুগ্ধ হাসান, নারী বিষয়ক সম্পাদিকা উম্মে কুলসুম হাসিসহ নারী বিষয়ক সম্পাদিকা মুনিয়া শরীফ মুনা, সদস্য রমজান আলী রাকিব ও রিমি ইসলাম দায়িত্ব পালন করেন।</p>