পুলিশের বড় জয়, আবারও মুক্তিযোদ্ধার হার

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
পুলিশের বড় জয়, আবারও মুক্তিযোদ্ধার হার

ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে হ্যাটট্রিক করে জয়ের নায়ক পুলিশের আফগান ফরোয়ার্ড আমিরউদ্দিন শরিফি। বাকি একটি গোল করেছেন আদিল কুসকুস। স্বাধীনতা ক্রীড়া সংঘের হয়ে ব্যবধান কমান রাফায়েল জাবরোভস্কি ও নেদো তুর্কোভিচ।

 

দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে সোমবার মুক্তিযোদ্ধা সংসদকে ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এ নিয়ে চলতি লিগে ষষ্ঠ হারের স্বাদ পেল মুক্তিযোদ্ধা।

পুরো ম্যাচে রহমতগঞ্জ আক্রমণের পসরা বসালেও তেমন সুযোগ বানাতে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ। ৩৬ মিনিটে সিয়োভুস আসরোরভের ফ্রি কিকে জটলার মধ্যে থেকে একজন হেড করার পর গোললাইন থেকে লাফিয়ে উঠে ডিফেন্ডার তারেক মিয়া ফেরালে রক্ষা পায় মুক্তিযোদ্ধা।

প্রথমার্ধের শেষ দিকে সানডে চিজোবার লং পাস ধরে বক্সে ঢুকে ফিলিপে আজাহর কোনাকুনি উঁচু শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবারে লেগে ফিরে এলে আবারও বেঁচে যায় মুক্তিযোদ্ধা। তবে ৫৭ মিনিটে আর রক্ষা হয়নি। নিজেদের জালেই বল জড়িয়ে রহমতগঞ্জকে জয় উপহার দেন কামারা। ডান দিক থেকে আজাহর আড়াআড়ি ক্রস বক্সে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন গিনিয়ান এই ডিফেন্ডার।

লিগের সাত রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের পয়েন্ট ১৬। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। সাত ম্যাচের মধ্যে ছয়টিতে হারা মুক্তিযোদ্ধা সংসদ ৩ পয়েন্ট নিয়ে আছে তলানিতে। স্বাধীনতা সংঘ ৪ পয়েন্ট নিয়ে আছে ১১তম অবস্থানে।

১১ পয়েন্ট নিয়ে পুলিশ এফসি পঞ্চম এবং ৭ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ অষ্টম স্থানে আছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘আমার ও পরিবারের ওপর দিয়ে কী যাচ্ছে সেটা শুধু আমিই জানি’

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
‘আমার ও পরিবারের ওপর দিয়ে কী যাচ্ছে সেটা শুধু আমিই জানি’
এনামুল হক বিজয়। ছবি : কালের কণ্ঠ

এবারের বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে অনেক বিতর্ক হয়েছে। এসব বিতর্কের মাঝে নতুন খবর আসে স্পট ফিক্সিং নিয়ে। বলা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) অন্তত ১০ জন ক্রিকেটার এবং চারটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে তদন্ত করছে। যেখানে ক্রিকেটারদের নামও প্রকাশ করা হয়।

এর পর শনিবার সকালে খবর ছড়িয়ে পড়ে ফিক্সিং সন্দেহে এনামুল হক বিজয়কে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও বিকেলে বিসিবি সংবাদবিজ্ঞপ্তি দিয়ে জানায়, খবরটি সত্যি নয়।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি ভিডিও দিয়েছেন বিজয়। যেখানে তিনি গত কয়েক দিন কী পরিস্থিতির মধ্য দিয়ে কাটছে তা জানিয়েছেন।

 

বিজয় বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি এনামুল হক বিজয়। আশা করি আপনারা ভালো আছেন। গত চার-পাঁচদিন ধরে আমার পরিবার এবং আমার উপর দিয়ে যা যাচ্ছে সেটা আসলে কারোরই জানা নাই। শুধু জানা আছে আমার।

আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই। আসলে ওরকম পরিস্থিতিতে ছিলাম না তাই আসলে কিছু বলা হয়নি। যখন কালকে দেখলাম আমাদের বিসিবি, আমাদের গার্ডিয়ান তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদমাধ্যমে। যেটার পরে আসলে কথা বলার সুযোগ হয়েছে, আমি মনে করি সেটা কথা বলার সঠিক সময়। 

আমি বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গাতে গত তিন-চারদিন ধরে যা দেখে আসছি এটা কোন খেলোয়াড়ের জন্যই কাম্য নয়।

যারা আসলে এই নিউজগুলো নিয়ে এটার মধ্যে মাশালা মিশিয়ে প্রচার করেছেন এবং এটা নিয়ে মজা নিচ্ছেন, মজা পেয়েছেন তাদের জন্য বলি আমি উকিল নোটিশ সবাইকে দিচ্ছি। যারা যারা এর মধ্যে জড়িত আছেন, যারা যারা এই নিউজগুলোকে সুন্দর বাহবা দিয়েছেন বা প্রমোট করেছেন। 

উকিল নোটিশ এক-দুদিনের মধ্যে তারা পেয়ে যাবে। তারপর আপনারা অবশ্যই এটা দেখতে পারবেন। একটা কথা বলি, আজকে আমার উপর দিয়ে যে জিনিসটা যাচ্ছে তা ভবিষ্যতে যেতে পারে তা অন্য কোনো  খেলোয়াড়ের উপর দিয়ে। এর আগেও দেখেছি অনেক খেলোয়াড়ের যেকোন নিউজ তার কথা না শুনে, যেকোন একটা তথ্য পেয়ে নিউজ করে দেয়া আসলে জানি না আপনারা কী মজা পান। 

কিন্তু একবার ভেবে দেখবেন তার পরিবারের উপর দিয়ে কী যায়, তার মানসিক অবস্থাটা কী থাকে। সবশেষ একটা কথা বলি এটা খুবই অন্যায় একজন খেলোয়াড়ের উপরে একজন মানুষের উপরে ব্যক্তিগত আক্রোশ দিয়ে আপনারা প্রমোট করেছেন যেটা একদমই কাম্য ছিল না। যারা এই নিউজগুলো করেছেন তারা একদমই ক্রিকেটের ভালো চান না। তারা দেশের ক্রিকেটের ভালো চায় না এবং বাংলাদেশের ভালো চায় না। 

তাদেরকে আমি বলতে চাই এসব বন্ধ করুন এবং ক্রিকেটের পাশে থাকুন, পারলে মানুষের পাশে থাকুন। আমি অবশ্যই আমার সমর্থক, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, ইতিবাচক কথা বলেছেন, যারা আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবাসে, যারা আমাকে সম্মান দেখিয়েছে, যারা ইতিবাচক ছিল, পাশে ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় তারা আমার সত্যটাকে প্রচার করেছে এবং আমাকে ভালোবাসে।

মিডিয়াতেও আছে যারা আমাকে নিয়ে ইতিবাচক নিউজ করেছে, যারা বুঝেছে একদমই এটা মিথ্যা। তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা আমাদের কাছের মানুষ অবশ্যই। যারা হলুদ সাংবাদিকতা করেন, যারা প্রমোশনাল সাংবাদিকতা করেন, যারা ভিউয়ের সাংবাদিকতা করেন তাদের কাছে অনুরোধ একবার ভেবে দেখবেন আপনার পরিবারের উপর দিয়ে কী যেতে পারে বা আরেকজনের পরিবারের উপর দিয়ে কী যেতে পারে। আপনার না দেখে, না বুঝে, প্রমাণ ছাড়া নিউজ করার ফলে।

মানুষকে সবার সামনে থাপ্পর মারার পরে পরবর্তীতে যেয়ে তাকে সরি বলে সেটা সমাধান হতে পারে না। আপনারা যে নিউজটা করেছেন সেটা আমার মানসম্মান হয়েছে, আমার এত বছরের ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করেছেন আপনারা। আমি জাতীয় দলে খেলতে চাই এরকম নিউজের পরে আমার কী রকম ক্যারিয়ার হবে আমি জানি না। কেমন হতে পারে, কেমন অবস্থায় থাকতে পারি আমি জানি না। 

আপনাদের কারণে আমার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে, আমার সম্মান হুমকির মুখে পড়েছে। আমার আর্থিক বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি, অসম্মানিত হয়েছি এটার দায়ভার কে নেবে। আপনারা যতই ‍সরি বলেন এটা তো উঠে আসবে না। আমি উকিল নোটিশ পাঠাচ্ছি, কাল-পরশুর মধ্যে এটা পেয়ে যাবে। তারপর এটা পাবলিকলি আমি প্রকাশ করব।’

প্রাসঙ্গিক
মন্তব্য

বাঁচা-মরার ম্যাচে খুলনা টাইগার্সে দুই ক্যারিবিয়ান তারকা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বাঁচা-মরার ম্যাচে খুলনা টাইগার্সে দুই ক্যারিবিয়ান তারকা
ছবি : ফেসবুক

এলিমিনেটর ম্যাচে আজ দুপুরে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। তার আগে সুখবর দিল খুলনা। শক্তি বাড়াতে দুই ক্যারিবিয়ান ক্রিকেটারকে দলে ভেড়াচ্ছে দলটি। 

খুলনা দলে যোগ দিচ্ছেন দুই ক্যারিবিয়ান তারকা শিমরান হেটমায়ার ও জেসন হোল্ডার।

নিজেদের ফেসবুক পেইজে এই দুই তারকার দলে যোগ দেয়ার কথা নিশ্চিত করেছে খুলনা টাইগার্স।

এর আগে খুলনার প্রতিপক্ষ রংপুর রাইডার্স তিন বিদেশি তারকার রংপুর রাইডার্সে যোগ দেয়ার খবর দেয়। আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও ভিন্স খেলবেন রাইডার্সের হয়ে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

দুঃসময়ে রাশফোর্ডকে ছেড়ে দিল ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দুঃসময়ে রাশফোর্ডকে ছেড়ে দিল ইউনাইটেড
মার্কাস রাশফোর্ড। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ধারে অ্যাস্টন ভিলায় যোগ দিচ্ছেন মার্কাস রাশফোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। জানিয়েছেন, এরই মধ্যে অ্যাস্টন ভিলায় মেডিক্যাল পরীক্ষাও দিয়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

মাত্র ৭ বছরে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন মার্কাস রাশফোর্ড।

২০১৬ সালে দলটির সিনিয়র দলে যোগ দেওয়ার পর খেলেছেন সাড়ে নয় মৌসুম। এ সময় ৪২৬ ম্যাচ খেলে গোল করেছেন ১৩৮টি। রাশফোর্ড এ সময়ে দলটির হয়ে ৫টি শিরোপাও জিতেছেন। এবার তাকে ছাড়তে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।
 

রুবেন আমোরিম ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পর থেকেই গুঞ্জন ওঠে রাশফোর্ডকে ছেড়ে দেওয়ার। সম্প্রতি অনিয়ন্ত্রিত জীবনযাপনের অজুহাত দেখিয়ে দল থেকে ছেঁটে ফেলা হয় তাকে। আমোরিমের অধীনে গত ১২ ডিসেম্বর ইউনাইটেডের জার্সিতে শেষ ম্যাচ খেলেন রাশফোর্ড। এবার কোচকে সন্তুষ্ট করতে না পারার কারণেই ক্লাব ছাড়তে হচ্ছে রাশফোর্ডকে।

 

আপাতত ধারে যোগ দিলেও সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, পরবর্তী সময়ে রাশফোর্ডের সঙ্গে অ্যাস্টন ভিলা চাইলে স্থায়ী চুক্তিতে যেতে পারবে। তবে ভিলা যদি চুক্তি স্থায়ী করতে না চায় তবে আগামী গ্রীষ্মে আবার ইউনাইটেডে ফিরে আসবেন এই ফরোয়ার্ড।

মন্তব্য
বিপিএল

প্লে অফে রংপুরের শক্তি বাড়াতে রাসেলসহ ৩ বিধ্বংসী ব্যাটার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
প্লে অফে রংপুরের শক্তি বাড়াতে রাসেলসহ ৩ বিধ্বংসী ব্যাটার
আন্দ্রে রাসেল। ছবি : ক্রিকইনফো

চলতি বিপিএলে প্রথম ৮ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে প্লে অপ নিশ্চিত করে রংপুর রাইডার্স। তবে শেষ ৪ ম্যাচ হেরে দলটিকে এখন খেলতে হচ্ছে এলিমিনেটরে। আজ দুপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে এই ম্যাচে হারলেই বাদ। এমন সমীকরণে রংপুর রাইডার্স শেষ সময়ে শক্তি বাড়াল নিজেদের স্কোয়াডে।

আরো পড়ুন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে রাজশাহীর মালিক

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে রাজশাহীর মালিক

 

পাকিস্তানি তারকা খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ার পর রংপুর রাইডার্সে যে শূন্যতা তৈরি হয়েছিল সেটা পূরণ করতে দলটি নিয়ে আসেছে ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে রাসেলকে। সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স। আজ সোমবার সকালেই তাদের বিমান ঢাকায় নামছে।

আরো পড়ুন
পাওনা ফেলে দেশের পথে রাজশাহীর ক্রিকেটাররা

পাওনা ফেলে দেশের পথে রাজশাহীর ক্রিকেটাররা

 

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল প্লে অফের আগে বেশকিছু বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াবে প্লে অফ নিশ্চিত করা দলগুলো।

এর আগে নিউজিল্যান্ডের তারকা অ্যাডাম মিলনেকে দলে ভেড়ায় ফরচুন বরিশাল। এরপরেই রংপুর রাইডার্স দলে নিল তিন বিদেশি তারকাকে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ