এএফসি কাপে ‘ডি’ গ্রুপের ফায়সালা গিয়ে ঠেকেছে শেষ দিনের খেলায়। চার দলেরই ৩ পয়েন্ট করে। সুতরাং সবার সুযোগ আছে নক আউটে যাওয়ার। আজ শেষ দিনে ম্যাচ দুটির ফলাফলের ওপর নির্ভর করছে পরের রাউন্ডে কারা যাবে।
‘অন্যায়’ করা হচ্ছে দলগুলোর সঙ্গে
কলকাতা থেকে প্রতিনিধি

পয়েন্টের দিক থেকে সবার সহাবস্থান হলেও নিজেদের দুর্ভাগা ভাবছে দুটি দল—বসুন্ধরা কিংস ও গোকুলাম কেরালা। তারা আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় মুখোমুখি হবে। কিন্তু গতকাল সংবাদ সম্মেলনে গোকুলাম কেরালার কোচ ভিনসেঞ্জো আলবার্তো স্পষ্ট করে বলে গেছেন, ‘গ্রুপ পর্বের এই নিয়মটা কোনো দলের জন্যই ন্যায্য হয়নি। পুরো ফুটবলবিশ্ব জানে, গ্রুপের শেষ ম্যাচ ডে-তে একই সময় শুরু হয় ম্যাচগুলো।
কিংসের কোচ অস্কার ব্রুজোনও এএফসি কাপের এই ফরম্যাটের সমালোচনা করেছেন, ‘বিশ্বকাপ থেকে শুরু করে উয়েফাসহ বিভিন্ন মহাদেশীয় টুর্নামেন্টে গ্রুপের শেষ ম্যাচগুলো একই দিনে একই সময়ে শুরু হয়।
এসব প্রশ্ন তুলে এই স্প্যানিশ কোচ সমাধানের কথাও বলেছেন, ‘আমার জানা মতে, কলকাতার কল্যাণীতে আরেকটি ভালো ফুটবল মাঠ আছে। সেখানেও একই সময়ে একটি ম্যাচ দিলে ফুটবলের স্পিরিট বজায় থাকত এবং প্রত্যেক দলই সমান সুবিধা পেত। ’ এএফসি এই পথে হাঁটবে না, অন্যায্য ফরম্যাটেই হবে শেষ দিনের ম্যাচগুলো।

দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটা পাঁচ দিনও টিকতে দিলেন না জ্যোতিরা
ক্রীড়া ডেস্ক

রেকর্ডটা পাঁচ দিনও টিকতে দিলেন না নিগার সুলতানা জ্যোতিরা। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ২৭১ রানের রেকর্ড গড়েছিলেন তারা। আজ সেই রেকর্ড ভেঙে দিলেন।
টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আজ ৬ উইকেটে রেকর্ড দলীয় সর্বোচ্চ ২৭৬ রান করেছে বাংলাদেশ।
জ্যোতির এমন ইনিংসের আগে অবশ্য বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত এনে দেন জোড়া ফিফটি করা ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা।
টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। আজ জিততে পারলে ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার পথটা আরো সহজ হবে প্রথম দুই ম্যাচজয়ী জ্যোতিদের।

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস
অনলাইন ডেস্ক

২-১ গোলে রহমতমগঞ্জকে হারিয়ে ফেডারেশ কাপের ফাইনালে পৌঁছে গেছে বসুন্ধরা কিংস। ফাইনালে আবাহনীর মুখোমুখি হবে কিংসরা। ২২ এপ্রিল ফাইনাল খেলবে বসুন্ধরা কিংস।
বিকেলে কিংস অ্যারেনায় দ্বিতীয় কোয়ালিফায়ারের ৭৫ মিনিটে প্রথমে এগিয়ে যায় রহমতগঞ্জ।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন কিংসের বদলি ডিফেন্ডার ইনসান হোসেন।

বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের সুখবর পেয়েছেন জ্যোতি-শারমিনরা
ক্রীড়া ডেস্ক

পাকিস্তানে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জেতা বাংলাদেশের ছন্দে থাকার মূল কারিগর নিগার সুলতানা জ্যোতি-শারমিন আক্তার সুপ্তা-রাবেয়া খানরা।
ব্যাটে-বলে পারফরম্যান্স করা সেই সব কারিগর আজ সুখবর পেয়েছেন আইসিসির কাছ থেকে। ভালো খেলার স্বীকৃতি হিসেবে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাদের।
জ্যোতির সেঞ্চুরির দিনে থাইল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৪ রান করা শারমিন ক্যারিয়ারসেরা ২৯ নম্বরে আছেন। উন্নতি হয়েছে ১১ ধাপ। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় এনে দেওয়া রিতু মনি (৬৭*) ১৬ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে আছেন। সব মিলিয়ে ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট।
বোলারদের র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অর্জন রাবেয়ার। ৭ ধাপ এগিয়ে ২৩ নম্বরে আছেন এই লেগ স্পিনার। আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন তিন ধাপ এগিয়ে ৪৮ নম্বরে আছেন। উন্নতি হয়েছে পেসার মারুফা আক্তারেরও। ছয় ধাপ এগিয়ে ৬০ নম্বরে আছেন তিনি।

বিসিবিতে দুদকের অভিযান, ১৯ কোটি টাকা সরানোর অভিযোগ
ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে হঠাৎ করেই অভিযান করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিন সদস্যবিশিষ্ট দুদকের এক দল অভিযান চালায়। অভিযান শেষে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিসিবির আয়োজনে ১৯ কোটি টাকার গরমিল পাওয়া গেছে।
সঙ্গে বিপিএলের আয়-ব্যয় ও তৃতীয় বিভাগের দল নির্বাচন ও অর্থের লেনদেনের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন সেই কর্মকর্তা।
বিপিএলের টিকিট বিক্রি নিয়ে বিসিবির আয়-ব্যয়ে অনেক গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন আল আমিন। দুদকের সহকারী বলেছেন, ‘বিপিএলের তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত বিসিবি যে আয় দেখিয়েছে, তা প্রায় ১৫ কোটি টাকা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন ঘিরে ১৯ কোটি টাকার হিসাব মিলছে না বলেও জানিয়েছেন আল আমিন। তিনি বলেছেন, ‘মুজিব শতবর্ষের ব্যয়ের হিসেবে কিছু অস্বাভাবিকতা আছে। এসব অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।
দেড় ঘণ্টার এই অভিযানে আল আমিনের সঙ্গে থাকা বাকি দুজন হচ্ছেন সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও পরিদর্শক খলিলুর রহমান। দুদকের অভিযান শেষে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘সরকারি প্রতিষ্ঠানের নির্দেশনায় বিসিবি সব সময়ই সহযোগিতা করে এসেছে। দুদকের পক্ষ থেকে যে নথিপত্র চাওয়া হয়েছে, আমরা তা সরবরাহ করছি।’