আইপিএল থেকে ‘স্বেচ্ছায় নির্বাসনে’ ম্যাক্সওয়েল

শেয়ার
আইপিএল থেকে ‘স্বেচ্ছায় নির্বাসনে’ ম্যাক্সওয়েল
আইপিএল থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়িয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল

পড়তি ফর্মের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়িয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। 

৬ ম্যাচে ৩২ রান। ম্যাক্সওয়েলের দলও টানা হেরে চলেছে। ৭ ম্যাচে হার বেঙ্গালুরুর।

পয়েন্ট টেবিলের তলানিতে ফাফ ডু প্লেসির দল। নিজের এমন ফর্মের প্রভাব যেন দলে না পড়ে এ জন্য অধিনায়ক ডু প্লেসি ও কোচদের সঙ্গে কথা বলেছেন ম্যাক্সওয়েল।

বিরতি নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘আগের ম্যাচ (মুম্বাইয়ের বিপক্ষে) শেষে ফাফ ও কোচদের কাছে গিয়ে বলেছি, আমার মনে হচ্ছে সম্ভবত অন্য কাউকে সুযোগ দেওয়ার এটাই সময়। ব্যক্তিগতভাবে আমার জন্য এই সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল।

নিজে স্বেচ্ছায় নির্বাসনে গিয়ে সেখানে অন্য কেউ সুযোগ পেলে লুফে নেবেন বলে বিশ্বাস ম্যাক্সওয়েলের, ‘এ ধরনের পরিস্থিতিতে আমি আগেও পড়েছি। যত বেশি খেলেছি, পরিস্থিতি আরো খারাপের দিকে গিয়েছে। তাই আমি অনুভব করেছি, নিজেকে একটু মানসিক ও শারীরিকভাবে বিশ্রামে রাখা প্রয়োজন, যেন আমার শরীর আবারও ঠিকঠাক সাড়া দেয়। আমি মনে করি, অন্য কাউকে সুযোগ দেওয়ার এটা ভালো সময়।

আশা করি, সে তার সক্ষমতা দেখিয়ে দলে জায়গা পাকাপোক্ত করবে।’

নিজের বাজে ফর্ম প্রসঙ্গে বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা হতে পারে। এটা পরিবর্তনশীল একটা খেলা। প্রথম ম্যাচের কথাই যদি বলি, বল কিন্তু আমার ব্যাটের মাঝ বরাবর লেগেছিল। এরপরও বল কিপারের হাতে গেছে।

রান করার সুযোগ আছে দেখে আমি একটু আগেই শট খেলে ফেলেছিলাম। সময় আমার পক্ষে থাকলে বল (কিপারের) গ্লাভসের অনেক দূর দিয়ে যেত। প্রথম বলেই আমি বাউন্ডারি পেয়ে যেতাম। টুর্নামেন্টের শুরুটাও ভালো হতো। কিন্তু সেটা হয়নি।'

মন্তব্য

সম্পর্কিত খবর

ফাইনালের আগে জোকোভিচকে মেসির ‘উপহার’

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ফাইনালের আগে জোকোভিচকে মেসির ‘উপহার’
জোকোভিচকে গোল উৎসর্গ মেসির। ছবি : এএফপি

ঈদ উপলক্ষ্যে এই মুহূর্তে একে-অপরকে নানান উপহারসামগ্রী দিচ্ছেন আপনজনরা। ঠিক তেমনি এক ‘উপলক্ষ্য’ সামনে রেখে নোভাক জোকোভিচকে যেন ‘উপহার’ দিলেন লিওনেল মেসি।

আজ রাতে মায়ামি ওপেনের ফাইনাল খেলতে নামার আগে সার্বিয়ান তারকাকে নিজের গোল উৎসর্গ করেছেন মেসি। শুধু গোলই উৎসর্গ করে থামেননি, সঙ্গে জোকোভিচের শক্তিশালী ফোরহ্যান্ড শটও উদযাপন করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

সকালে মেজর লিগ সকারের ম্যাচ খেলতে নেমে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে দারুণ এক গোল করেছেন মেসি। সেটিও বদলি হয়ে মাঠে নামার দুই মিনিটের মাথায়। ৫৭ মিনিটে তার করা গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। পরে ২-১ গোলের জয়ে সতীর্থদের সঙ্গে হাসিমুখে মাঠ ছাড়েন তিনি।

তবে মাঠ ছাড়ার সময়ের চেয়ে মুখে হাসিটা বেশি লেগেছিল গোলের উদযাপনের সময়ই। সতীর্থ লুইস সুয়ারেজের পাস ধরে বলকে ডি-বক্সে ইন-আউট করার পর ডান পায়ে নিচু শট নেন। ডান প্রান্ত থেকে তার নেওয়া শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্টে জড়ালে দুই হাত তুলে সহজাত উদযাপন করেন। কিছুক্ষণ পর অ্যাসিস্টকারী সুয়ারেজ যোগ দেন।

পরে এক এক করে অন্য সতীর্থরাও।

সতীর্থদের সঙ্গে গোলের আনন্দ ভাগ করার পরেই জোকোভিচের মতো করে ফোরহ্যান্ডের শট উদযাপন করেন মেসি। গতকালই যে পরিবারসহ পুরুষ এককে টেনিসের সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লামজয়ীর সেমিফাইনাল দেখতে গিয়েছিলেন হার্ড রক স্টেডিয়ামে। তাতে গ্রিগর দিমিত্রভকে ৬–২, ৬–৩ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা। মেসি তার খেলা দেখতে আসায় পরে গর্ববোধ করেছেন জোকোভিচ।

আজ রাতের ফাইনালে তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ইয়াকুব মেনসিক। এমন উদযাপন করে যেন ফাইনালের আগে বন্ধু জোকোভিচকে উজ্জ্বীবিতই করলেন মেসি।

মন্তব্য

নতুন কোচ নিয়োগে আমাকে জড়াবেন না—নেইমার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
নতুন কোচ নিয়োগে আমাকে জড়াবেন না—নেইমার
ব্রাজিলের নতুন কোচ নিয়োগ অভিমত দিতে চান না নেইমার। ছবি : এক্স থেকে

ব্রাজিলের বাজে পারফরম্যান্সের বলি হয়েছেন দরিভাল জুনিয়র। ১৬ ম্যাচ সেলেসাওদের ডাগআউটে দাঁড়ানোর পরেই তাকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ৬২ বছর বয়সী কোচকে ছাঁটাই করার পর নতুন কোচ খুঁজছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরো পড়ুন
মেসির রেকর্ড ভাঙলেন গ্রিজম্যান

মেসির রেকর্ড ভাঙলেন গ্রিজম্যান

 

দরিভালের ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন এমন কোচের তালিকায় আছেন তিনজন।

তারা হচ্ছেন- কার্লো আনচেলত্তি, হের্হে জেসুস ও ফিলিপে লুইস। এর মধ্যে সবচেয়ে বেশি আনচেলত্তির নাম উচ্চারিত হলেও ব্রাজিল ফেডারেশনের সঙ্গে তার কোনো কথা হয়নি বলে জানান রিয়াল মাদ্রিদের কোচ। এতে গুঞ্জন উঠেছে জেসুসই হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ।

ব্রাজিলের কোচ নিয়োগ দেওয়া হবে আর তাতে নেইমারের মতো তারকার অভিমত থাকবে না তা কী হয়।

তবে সান্তোসের ফরোয়ার্ডের কাছে এ বিষয়ে জানতে চাইলে নিজেই মত দেওয়া থেকে একটু দূরে থাকতে চান। এ সবের মধ্যে জড়াতে চান না বলে জানিয়েছেন তিনি। চোটের কারণে বর্তমানে দলের বাইরে থাকা নেইমার বলেছেন, ‘এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে এর মধ্যে জড়াবেন না।
আমি এখন বাইরে।’

আরো পড়ুন
স্টার্কের আগুনে বোলিংয়ের পর ডু প্লেসিসের ফিফটিতে টানা দ্বিতীয় জয় দিল্লির

স্টার্কের আগুনে বোলিংয়ের পর ডু প্লেসিসের ফিফটিতে টানা দ্বিতীয় জয় দিল্লির

 

নেইমার জড়াতে না চাইলেও জেসুস যদি সত্যি কোচ হন তাহলে দুজনের সম্পর্ক কেমন হবে তা নিয়ে একটু খচখচানি থেকেই যাচ্ছে। কেননা আল হিলালের হয়ে খেলার সময় পর্তুগিজ কোচের সঙ্গে নেইমারের সম্পর্কের অবনতি হয়েছিল। সৌদি চ্যাম্পিয়নশিপের জন্য ব্রাজিলের সুপারস্টারকে স্কোয়াডে না রাখার কারণ হিসেবে আল হিলারের কোচ বলেছিলেন, ‘আমরা যে মানের ফুটবল খেলছি, সেই মানের নেই নেইমার।’

আরো পড়ুন
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে দুঃসংবাদ শুনলেন হার্দিক

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে দুঃসংবাদ শুনলেন হার্দিক

 

এমন মন্তব্য নেইমারের মতো তারকার হজম করা সহজ ছিল না।

তাই তো প্রতিউত্তরে ব্রাজিলের সর্বোচ্চ ৭৯ গোলের মালিক বলেছিলেন, ‘জেসুসের ওপর রাগ হয়েছিল আমার। যখন তিনি বলেছিলেন, দলের বাকিদের মতো একই পর্যায়ে আমি নেই।’

প্রাসঙ্গিক
মন্তব্য

স্টার্কের আগুনে বোলিংয়ের পর ডু প্লেসিসের ফিফটিতে টানা দ্বিতীয় জয় দিল্লির

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
স্টার্কের আগুনে বোলিংয়ের পর ডু প্লেসিসের ফিফটিতে টানা দ্বিতীয় জয় দিল্লির
হায়দরাবাদের ব্যাটারের দিকে গোলা ছোড়ার আগে স্টার্কের রানআপ। ছবি : এএফপি

জয়রথ ছুটছে দিল্লি ক্যাপিটালসের। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭ উইকেটের জয়টি তাদের টানা দ্বিতীয়। তাদের মতো সমান দুই ম্যাচ খেলে দুই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বিশাখাপত্তনমে ২৪ বল হাতে রেখে পাওয়া জয়টির অন্যতম কারিগর মিচেল স্টার্ক।

অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি হায়দরাবাদের ব্যাটাররা। স্টার্কের ৫ ‍উইকেটের বিপরীতে দলের জন্য যা করেছেন তা শুধু অনিকেত ভার্মাই। দলীয় ১৬৩ রানের ৭৪ রানই করেছেন ভারতের উদীয়মান ব্যাটার। কখনো প্রথম শ্রেণির ও লিস্ট ‘এ’ ক্রিকেট না খেলা ২৩ বছর বয়সী ব্যাটার ইনিংসটি সাজিয়েছেন ১৮০.৪৮ স্ট্রাইকরেটে।
৬ ছক্কার বিপরীতে চার মেরেছেন ৫টি।

আরো পড়ুন
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে দুঃসংবাদ শুনলেন হার্দিক

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে দুঃসংবাদ শুনলেন হার্দিক

 

হায়দরাবাদের হয়ে বাকি ১০ ব্যাটারের মধ্যে আর দুজনই কেবল দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। ট্রাভিস হেডের ২২ রানের বিপরীতে ৩২ রান করেছেন হেনরিখ ক্ল্যাসেন। ৩.৪ ওভারে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন স্টার্ক।

এতে করে ১৭ বছর পর দিল্লির কোনো বোলার ফাইফারের কীর্তি গড়ল। ২০০৮ সালে সর্বশেষ ডেকান চার্জার্সের হয়ে ১৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন ভারতের সাবেক লেগ স্পিনার অমিত মিশ্র।

স্টার্কের আগুণে বোলিংয়ের পর ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন ফাফ ডু প্লেসিস। ১৮৫.১৮ স্ট্রাইকরেটে কাঁটায় কাঁটায় ৫০ রানের ইনিংস খেলে দলের জয় সহজ করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। ইনিংসটি সাজান সমান ৩ টি করে ছক্কা ও চারে।

৪০ বছর বয়সী ব্যাটার আউট হওয়ার আগে ওপেনিং সঙ্গী জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ককে নিয়ে ৮১ রানের দুর্দান্ত জুটি গড়েন।

আরো পড়ুন
মেসির রেকর্ড ভাঙলেন গ্রিজম্যান

মেসির রেকর্ড ভাঙলেন গ্রিজম্যান

 

ম্যাকগার্ক ৩৮ রানে বিদায় নেওয়ার পর ৭ উইকেটের জয়ের কাজটা সারেন অভিষেক পোড়েল ও ত্রিস্তান স্তাবস। পোড়েলের ৩৪ রানের বিপরীতে ২১ রানে অপরাজিত থাকেন স্তাবস। মাঝে এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে ৩০০.০০ স্ট্রাইক রেটে ১৫ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল।

প্রাসঙ্গিক
মন্তব্য

মেসির রেকর্ড ভাঙলেন গ্রিজম্যান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
মেসির রেকর্ড ভাঙলেন গ্রিজম্যান
যখন বার্সেলোনার হয়ে গোলের পর এভাবে উদযাপন করতেন মেসি-গ্রিজম্যান। ছবি : এক্স থেকে

লা লিগার অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে ৫২০ ম্যাচ খেলে এতদিন আরো একটি রেকর্ডে শীর্ষে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। নন-স্প্যানিশ হিসেবে স্পেনের সর্বোচ্চ লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে।

গতকাল মেসির সেই রেকর্ড ভেঙে দিয়েছেন আঁতোয়ান গ্রিজম্যান।

এস্প্যানিওলের বিপক্ষে গতকাল ১-১ ড্রয়ের ম্যাচটি আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ডের লা লিগায় ৫২১তম। এতে সাবেক ক্লাব বার্সেলোনার সতীর্থ মেসিকে পেছনে ফেলে নন-স্প্যানিশ হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন তিনি।

আরো পড়ুন
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে দুঃসংবাদ শুনলেন হার্দিক

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে দুঃসংবাদ শুনলেন হার্দিক

 

মেসি শুধু বার্সেলোনার হয়ে লা লিগায় খেললেও গ্রিজম্যান খেলেছেন তিন ক্লাবের হয়ে। ২০০৯ সালে রিয়াল সোসিয়েদাদের হয়ে ক্যারিয়ার শুরু করা সাবেক ফরাসি ফরোয়ার্ড পরে কয়েক মেয়াদে আতলেতিকোর হয়ে খেলে ক্লাবটি কিংবদন্তি বনে গেছেন।

মাঝে ২০২১-২২ মৌসুমে বার্সেলোনার হয়ে মেসির সতীর্থ হয়েছিলেন ৩৪ বছর বয়সী তারকা।

নন-স্প্যানিশ হিসেবে রেকর্ড গড়লেও সবমিলিয়ে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় নয়ে আছেন গ্রিজম্যান। শীর্ষে আছেন  তিনটি ক্লাবের হয়ে লা লিগায় খেলা স্পেনের দুই ফুটবলার জোয়াকিন ও আন্দোনি জুবিজারেটা। দুজনই সমান ৬২২ ম্যাচ খেলেছেন।

তাদের বাইরে আরেক স্প্যানিশের ৬০০ ম্যাচ খেলার কীর্তি আছে। রাউল গার্সিয়াও তিন ক্লাবের হয়ে খেলেছেন, তার ম্যাচ সংখ্যা ৬০৯।

মন্তব্য

সর্বশেষ সংবাদ