<p>বিশ্বকাপের আগে ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে তর্কে জড়িয়ে বর্তমানে বেশ চাপে আছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে এসবের মধ্যেই পারিবারিক জীবনে খুশির সংবাদ শাহিনের জন্য। প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন শাহিন আফ্রিদি। আর এ জন্যই আসন্ন বাংলাদেশ সফর মিস করতে পারেন পাকিস্তানি তারকা পেসার।</p> <p>পাকিস্তানের টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি জানিয়েছেন, ‘সন্তানের জন্মের কারণে পেসার শাহিন আফ্রিদি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচের বাইরে থাকতে পারেন। যদি সে ততক্ষণ পর্যন্ত তার স্ত্রীর সাথে থাকতে চায়, আমরা তাকে বিশ্রাম দিতে পারি।’</p> <p>শাহিন আফ্রিদি বিয়ে করেন শহিদ আফ্রিদির কন্যা আনসাকে। তাদের বিয়ের অনুষ্ঠানটি গত বছরের ফেব্রুয়ারিতে হয়েছিল, তবে বিবাহের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে।</p> <p>আগামী ২১ থেকে ২৫ আগস্ট হবে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট হবে আগামী ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর। প্রথম টেস্টটি হবে রাওয়ালপিন্ডিতে আর দ্বিতীয় টেস্টটি করাচিতে। ২ ম্যাচের এই টেস্ট সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এর অন্তর্ভুক্ত।</p>