<p>ইউরো থেকে ছিটকে যাওয়ার পরেই ইঙ্গিত মিলেছিল জার্মানির হয়ে দীর্ঘ ১৪ বছরের পথচলা থামাতে যাচ্ছেন থমাস মুলার। আজ সেটাই সত্যি হলো। আন্তর্জাতিক ফুটবল থেকে বুটজোড়া ‍তুলে রাখার ঘোষণা দিয়েছেন তিনি।</p> <p>মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে জার্মানি হেরে যাওয়ার পরেই মুলারের অবসর নেওয়ার গুঞ্জন উঠেছিল। আজ সামাজিক  যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ‘জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচ এবং ৪৫ গোল করার পর বিদায় জানাচ্ছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সম সময় গর্বের।’</p> <p>বিদায় বেলা নিজের অভিষেক ম্যাচের কথা স্মরণ করেছেন মুলার। জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড বলেছেন, ‘১৪ বছর আগে যখন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাই তখন এত সব স্বপ্ন আমি দেখিনি। আমরা একত্রে উদযাপন করেছি আবার কখনো চোখের পানিও ফেলেছি। সমর্থক ও জার্মান সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি বছরের পর বছর আমাকে সমর্থন দিয়ে আসার জন্য।’</p> <p>আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি হলেও বায়ার্ন মিউনিখের হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন মুলার। ২০১০ সালে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। আর আজ লোথার ম্যাথাউস (১৫০) ও মিরোস্লাভ ক্লোসার (১৩৭) পর তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ে বিদায় নিচ্ছেন তিনি।</p>