<p>কানপুর টেস্টে ভারতের আগ্রাসী ব্যাটিংয়ে বেশ চাপে বাংলাদেশ। অবস্থা এমন যে বেরসিক বৃষ্টিতে আড়াই দিন নষ্ট হওয়ার পরেও শেষ দিনে ম্যাচের ফল আসি আসি করছে। ম্যাচে হার এড়াতে হলে আগামীকাল বাংলাদেশকে দারুণ কিছু করতে হবে। অন্যথা হারতে হতে পারে বাংলাদেশকে।</p> <p>ভারতের চেয়ে ২৬ রান পিছিয়ে থাকা বাংলাদেশ তাই জয়ের লক্ষ্যে নয়, ড্রয়ের জন্য খেলবে বলে জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘জেতার জন্য খেলতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। দেখেন, এখন আমরা ব্যাট করে তাদের টার্গেট দেব পরে আবার ১০ উইকেট নিতে হবে। এখন আমরা জেতার চিন্তা না করে নিজেদের সেফটিটা অনেক জরুরি। কালকে যেন আমরা লম্বা ব্যাট করতে পারি। পরিস্থিতি আসলে হয়তো আমরা জেতার জন্য খেলব। আমরা আগে নিজেদের জিনিসটা চিন্তা করছি ভালো করার জন্য।’</p> <p>ভারতের বিপক্ষে ম্যাচ বাঁচানো সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেছেন, ‘আসলে দেখেন টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব। এখন যে আমরা একদম হেরে গেছি, এমনও কিন্তু না। এ রকম কিন্তু আমরা অনেক ম্যাচ জিতেছিও, অনেক ম্যাচ হয়েছে এ রকম আমরা ভালো করেছি। আমাদের জন্য সুযোগ আছে। উইকেট ভালো আছে। চ্যালেঞ্জিং হবে। আমার মনে হয় যদি একটা ভালো জুটি গড়তে পারি, একটা সেশন ব্যাটাররা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারি তাহলে এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক ব্যাপার হবে। এখনো তো কালকের দিন আছে। এখনই আমরা এ রকম চিন্তা না করি।’</p> <p>অন্যদিকে সাকিব আল হাসানের বিদায় নিয়ে মিরাজ বলেছেন, ‘যেহেতু তার একটা স্বপ্নের কথা বলেছে। তার শেষটা দেশের মাটিতে হতে চেয়েছে সে। যেহেতু একটা ইস্যু আছে। কিভাবে কী করবে না করবে চিন্তা করবে। যদি ক্লিয়ারেন্স পায় তাহলে বাংলাদেশেই তার শেষ হতে পারে যেহেতু সে নিজে বলেছে।’</p> <p>সমর্থকদের জন্য সাকিবের অবসরের বিষয়টি অবাক করার হলেও সতীর্থদের কাছে এমনটি ছিল মিনা। দলের খেলোয়াড়েরা আগে থেকেই জানতেন বলে নিশ্চিত করেছেন মিরাজ। তিনি বলেছেন, ‘যেটা বললেন সাকিব ভাইয়ের ব্যাপারটা এটা আসলে আমরা আগে থেকেই জানতাম। এমন না যে হুট করে বলেছে। এটা প্রসেসের ব্যাপার। এটা টিম ম্যানেজমেন্টের সাথে বলেছে। সবার সাথে আলোচনা হয়েছে।’</p>