<p>গত ফেব্রুয়ারিতে ভারতের প্রথম পেসার হিসেবে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অশ্বিনকে হটিয়ে শীর্ষে উঠেছিলেন বুমরা। তবে সেটা ছিল এক মাসের জন্য। মার্চেই শীর্ষস্থান হারিয়েছিল অশ্বিনের কাছে। ছয় মাসের মাথায় অশ্বিনকে সরিয়ে শীর্ষস্থান আবারও দখলে নিল বুমরা।</p> <p>বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্ট শেষে অশ্বিনের থেকে মাত্র এক রেটিং পয়েন্ট এগিয়ে থেকে  শীর্ষে উঠেছেন বুমরা। কানপুর টেস্টে  বুমরা নিয়েছেন ৬ উইকেট, অশ্বিনের ৫টি। ১ উইকেট বেশি নিয়ে বুমরার রেটিং পয়েন্ট বেড়েছে ১৬, বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৮৭০। আর ২ পয়েন্ট কমে অশ্বিনের রেটিং পয়েন্ট হয়েছে ৮৬৯।</p> <p>ব্যাটারদের মধ্যে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৩ নম্বরে উঠে এসেছেন যশস্বী জয়সোয়াল। তার রেটিং পয়েন্ট এখন ৭৯২, এটিও ক্যারিয়ারসেরা। কানপুর টেস্টের প্রথম ইনিংসে জয়সোয়াল করেন ৫১ বলে ৭২। আর দ্বিতীয় ইনিংসে খেলেন ৪৫ বলে ৫১ রানের ইনিংস। শীর্ষ দশে ফিরেছেন বিরাট কোহলিও। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৪৭ ও অপরাজিত ২৯ রানের ইনিংস খেলে ৬ ধাপ এগিয়েছেন কোহলি, উঠে এসেছেন ৬ নম্বরে।</p> <p>সিরিজ হারলে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে মিরাজের। বোলিংয়ে চার ধাপ এগিয়ে ১৮ নম্বরে। এবং অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ২ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৫ নম্বরে উঠে এসেছেন তিনি। তার রেটিং ২৭২।</p>