<p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বান্দরবান জেলা আওয়ামী যুবলীগ নেতা আবু তৈয়ব চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে বান্দরবান পৌর এলাকার আর্মিপাড়া থেকে র‌্যাব-১৫ এর সদস্যরা তাকে আটক করে।</p> <p style="text-align:justify">জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে ৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৪টি মামলায় আসামির তালিকায় আবু তৈয়ব চৌধুরীর নাম রয়েছে।</p> <p style="text-align:justify">বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, দায়েরকৃত মামলাগুলোর মধ্যে হাবিব আল মাহমুদ বাদী হয়ে দায়ের করা মামলায় আবু তৈয়ব চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/02/1727870801-346b0858bde854dfead0545bcb2b6bf7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/02/1431112" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিজয় লাভের পর সারা দেশে বিপুলসংখ্যক গ্রেপ্তার হলেও বান্দরবানে প্রথম গ্রেপ্তার হলেন আবু তৈয়ব চৌধুরী।</p> <p style="text-align:justify">স্থানীয় সূত্রগুলো জানায়, সরকার পতনের পরপরই আওয়ামী লীগ নেতা, সমর্থক এবং আওয়ামী পন্থী ঠিকাদার ও ব্যবসায়ীরা গা ঢাকা দিয়েছেন।</p> <p style="text-align:justify">তবে পুলিশ বলেছে, মামলায় যাদের আসামি করা হয়েছে, তাদের প্রত্যেককেই খুঁজে বের করে আইনের কাছে সোপর্দ করা হবে।<br />  </p>