<p>বিয়ে করেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার ও টি–টোয়েন্টি অধিনায়ক রশিদ খান। ২৬ বছর বয়সী লেগ স্পিনার গতকাল দেশটির রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বিয়ে সারেন। </p> <p>তবে তিনি একা নন; একসঙ্গে বিয়ে করেছেন তার আরও তিন ভাই। তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান বিয়ে সারেন একসাথে। </p> <p>বিয়েতে উপস্বিত ছিলেন তার জাতীয় দলের সতীর্থ ও বোর্ডের কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন; মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খানসহ আরও অনেকে।</p> <p><img alt="ফেইসবুক থেকে" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/04/my1198/sfdg.jpg" width="1000" /></p> <p>তার বিয়ে নিয়ে  সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তার সতীর্থরা। মোহাম্মদ নবী লিখেছেন, ‘তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক।’ আরেক সতীর্থ ওমরজাই লিখেন, বিয়ে করার জন্য জাতীয় দলের চ্যাম্পিয়ন রশিদ খানকে অভিনন্দন। আল্লাহর রহমতে তার সুখী জীবন কামনা করছি।’</p>