<p>রেকর্ড গড়েও যেন আক্ষেপে পুড়ছেন উর্ভিল প্যাটেল! মনে মনে যেন বলছেন তিন দিন আগে যদি এমন বিধ্বংসী ইনিংসটা খেলতে পারতাম, তাহলে কোটিপতিও হয়ে যেতে পারতাম। হ্যা, এমনই এক আফসোসে পুড়ানো বিস্ফোরক ইনিংস যদি আইপিএলের নিলামের আগে খেলতে পারতেন ভারতীয় ব্যাটার। তাহলে আজ কোনো না কোনো দলে হয়তো ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতেই জায়গা পেতে পারতেন তিনি।</p> <p>যে ইনিংসে উল্টা-পাল্টা হয়েছে রেকর্ড বইয়ের পাতা। উর্ভিলকে থামাতে যেমন মাঠে ফিল্ডারকে বারংবার পাল্টাতে হয়েছে প্রতিপক্ষের অধিনায়ককে। তবে কেউই থামাতে পারেননি। উল্টো বোলাররা স্বস্তি পেয়েছেন ম্যাচ শেষ হয়ে গেলে। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তেমনি এক ঝোড়ো ইনিংস খেলেছেন উর্ভিল। বোলারদের কচুকাটা করে ত্রিপুরার ফিল্ডারদের বল কুড়ে আনতে বাধ্য করেছেন তিনি।</p> <p>১১৩ রানের ইনিংস খেলার পথে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন উর্ভিল। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম। ২৮ বলে সেঞ্চুরি করে ভেঙেছেন ঋষভ পন্তের রেকর্ড। ২০১৮ সালে মুশতাক আলী ট্রফিতেই ৩২ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার। সবার ওপরে আছেন সাহিল চৌহান। ভারতীয় বংশোদ্ভূত এই ব্যাটার এস্তোনিয়ার হয়ে ২৭ বলে সেঞ্চুরি করেন। গত জুনে সাইপ্রাসের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।</p> <p>গুজরাটকে ৮ ‍উইকেটের জয় এনে দেওয়া ম্যাচে শেষ পর্যন্ত ৩৫ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন উর্ভিল। ৩২২.৮৫ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ১২ ছক্কায়। আজকের দিনই আবার এক বছর আগে আরেকটি রেকর্ড গড়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার। তবে সেটা ওয়ানডেতে। ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ৪১ বলে বিজয় হাজারে ট্রফিতে সেই কীর্তি গড়েছিলেন ২৬ বছর বয়সী ব্যাটার। ৪০ বলে দ্রুততম সেঞ্চুরির মালিক ভারতের সাবেক ব্যাটার ইউসুফ পাঠান।</p>