বাংলাদেশের হয়ে খেলতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহমিদুল ইসলাম। কিন্তু সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্প থেকে তার সতীর্থরা দেশে ফিরে ভারতে গেলেও যাওয়া হয়নি ইতালিয়ান প্রবাসী ফরোয়ার্ডের। সৌদি থেকেই আবারও ইতালিতে ফিরে গেছেন তিনি।
জাতীয় দলের হয়ে খেলতে আরো কিছু সময় লাগবে বলে ফাহমিদুলকে বাদ দেন কোচ হাভিয়ের কাবরেরা।
এমন সংবাদ জনসমক্ষে আসার পর ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের ভক্ত-সমর্থকরা। ১৮ বছর বয়সী ফরোয়ার্ডকে দলে না পেয়ে বিক্ষোভও করেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ফাহমিদুলকে ছাড়াই আজ ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল।
ফাহমিদুলকে ফেরাতে না পারলেও ইতালিয়ান প্রবাসীর মন জয় কেড়ে নিয়েছেন বিক্ষোভ করা বাংলাদেশের ভক্ত-সমর্থকরা। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানিয়েছেন, সর্বশক্তিমান চাইলে একদিন লাল-সবুজ জার্সি গায়ে চড়াব।
সামাজিক মাধ্যমে ফেসবুকে এক পোস্ট দিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন ফাহমিদুল। তিনি লিখেছেন, ‘আমি ফাহমিদুল ইসলাম বলছি, আমাকে ভালোবাসা, সমর্থন ও উৎসাহ দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা।
আমার যাত্রায় আপনাদের অটুট বিশ্বাস অনেক কিছুই বোঝায় এবং যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।’
বাংলাদেশের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানিয়েছেন ফাহমিদুল। ইতালির চতুর্থ বিভাগের দল ওলবিয়া কালসিওর ফরোয়ার্ড লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে খেলতে প্রস্তুত হচ্ছিলাম। তবে দুর্ভাগ্যক্রমে পরিকল্পনা অনুযায়ী এবার হয়নি। যা-ই হোক, আমি বিশ্বাস করি সব কিছুই ঘটার পেছনে একটা কারণ থাকে।
তবে আমার যাত্রা এখানেই শেষ হয়নি।’
বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ করতে কঠোর পরিশ্রম করবেন ফাহমিদুল। তিনি নিজের পোস্টে আরো লিখেছেন, ‘ইনশাল্লাহ, সর্বশক্তিমান চাইলে একদিন লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামব। ভক্ত এবং দেশের জন্য নিজের সবটুকু নিংড়ে দেব। স্বপ্ন পূরণ করতে কঠোর পরিশ্রম ও চেষ্টা চালিয়ে যাব।’