রিয়াল-লিভারপুলের লেসকানো এখন বসুন্ধরা কিংসে

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
রিয়াল-লিভারপুলের লেসকানো এখন বসুন্ধরা কিংসে
হুয়ান লেসকানো। ছবি : সংগৃহীত

হুয়ান লেসকানোর জন্ম আর্জেন্টিনায়। কিন্তু এই ফরোয়ার্ডের বেড়ে ওঠা স্প্যানিশ ক্লাব ইন্টার ডি মাদ্রিদে। এরপর লিভারপুলের যুব দল ঘুরে আবার ফিরে যান স্পেনে, যোগ দেন রিয়াল মাদ্রিদে। ২০১০-১১ মৌসুমে ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাবের যুব দলে খেলা এই ফুটবলারকে উড়িয়ে আনছে বসুন্ধরা কিংস।

মৌসুমের দ্বিতীয় পর্বের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে ৩২ বছরের এই ফুটবলারকে।

মধ্যবর্তী দলবদলের শেষ দিনে আজ লেসকানোর নাম বাফুফেতে জমা দিয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছেন কিংসের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার আহমেদ শায়েক। তার সঙ্গে কিংসে আবারও ফিরছেন উজবেকিস্তানের মিডফিল্ডার আসরোর গফুরভ।

এছাড়াও দলে যোগ হচ্ছে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক ও ঘানার একজন উইঙ্গার।

লেসকানোর পেশাদার ক্যারিয়ার শুরু সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আহলিতে। সুইজারল্যান্ডের ক্লাব এফসি লুগানোসহ আরও ৮টি ক্লাবে খেলেছেন এই স্ট্রাইকার। সর্বশেষ খেলেছেন চীনের ক্লাব চংকিং টংলিয়াংলং এফসিতে।

আক্রমণভাগে গোল খরা কাটাতেই লেসকানোকে দলে ভিড়িয়েছে কিংস। শিগগিরই ঢাকায় আসার কথা র‍য়েছে তার।

মন্তব্য

সম্পর্কিত খবর

যাত্রা এখানেই শেষ হয়নি, স্বপ্ন পূরণ করতে লড়ে যাব—ফাহমিদুল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
যাত্রা এখানেই শেষ হয়নি, স্বপ্ন পূরণ করতে লড়ে যাব—ফাহমিদুল
বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে চান ফাহমিদুল। ছবি : ফাহমিদুলের ফেসবুক থেকে

বাংলাদেশের হয়ে খেলতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহমিদুল ইসলাম। কিন্তু সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্প থেকে তার সতীর্থরা দেশে ফিরে ভারতে গেলেও যাওয়া হয়নি ইতালিয়ান প্রবাসী ফরোয়ার্ডের। সৌদি থেকেই আবারও ইতালিতে ফিরে গেছেন তিনি।

জাতীয় দলের হয়ে খেলতে আরো কিছু সময় লাগবে বলে ফাহমিদুলকে বাদ দেন কোচ হাভিয়ের কাবরেরা।

এমন সংবাদ জনসমক্ষে আসার পর ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের ভক্ত-সমর্থকরা। ১৮ বছর বয়সী ফরোয়ার্ডকে দলে না পেয়ে বিক্ষোভও করেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ফাহমিদুলকে ছাড়াই আজ ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল।

ফাহমিদুলকে ফেরাতে না পারলেও ইতালিয়ান প্রবাসীর মন জয় কেড়ে নিয়েছেন বিক্ষোভ করা বাংলাদেশের ভক্ত-সমর্থকরা। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানিয়েছেন, সর্বশক্তিমান চাইলে একদিন লাল-সবুজ জার্সি গায়ে চড়াব।

সামাজিক মাধ্যমে ফেসবুকে এক পোস্ট দিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন ফাহমিদুল। তিনি লিখেছেন, ‘আমি ফাহমিদুল ইসলাম বলছি, আমাকে ভালোবাসা, সমর্থন ও উৎসাহ দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা।

আমার যাত্রায় আপনাদের অটুট বিশ্বাস অনেক কিছুই বোঝায় এবং যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।’

বাংলাদেশের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানিয়েছেন ফাহমিদুল। ইতালির চতুর্থ বিভাগের দল ওলবিয়া কালসিওর ফরোয়ার্ড লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে খেলতে প্রস্তুত হচ্ছিলাম। তবে দুর্ভাগ্যক্রমে পরিকল্পনা অনুযায়ী এবার হয়নি। যা-ই হোক, আমি বিশ্বাস করি সব কিছুই ঘটার পেছনে একটা কারণ থাকে।

তবে আমার যাত্রা এখানেই শেষ হয়নি।’

বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ করতে কঠোর পরিশ্রম করবেন ফাহমিদুল। তিনি নিজের পোস্টে আরো লিখেছেন, ‘ইনশাল্লাহ, সর্বশক্তিমান চাইলে একদিন লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামব। ভক্ত এবং দেশের জন্য নিজের সবটুকু নিংড়ে দেব। স্বপ্ন পূরণ করতে কঠোর পরিশ্রম ও চেষ্টা চালিয়ে যাব।’

মন্তব্য

২০২৬ বিশ্বকাপে সবার আগে জাপান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
২০২৬ বিশ্বকাপে সবার আগে জাপান
বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার পর জাপানের খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

সবার আগে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল জাপান। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে বাদ দিলে নীল সামুরাই প্রথম দল হিসেবে আসন্ন বিশ্বকাপে সুযোগ পেয়েছে। সব মিলিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্ব আসরে জায়গা পেয়েছে তারা।

আজ এশিয়ান অঞ্চলের বাছাই পর্বে বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে জাপান।

দলের হয়ে গোল দুটি করেছেন দিয়াচি কামাদা ও তাকেফুসা কুবো। এতে ‘সি’ গ্রুপে শীর্ষ দল জাপান ১৯ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এবারের বিশ্বকাপে মোট ৪৮ দল অংশ নেবে। তার মধ্যে এশিয়া অঞ্চল থেকে সুযোগ পাবে ৮ দল।

এশিয়ান বাছাই পর্বে ১৯ দল তিন গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আর তৃতীয় ও চতুর্থ দলরা বাছাই পর্বের পরের রাউন্ড খেলবে। মোট ৬ দল আবার ভাগ হবে দুই গ্রুপে।
দুই গ্রুপের শীর্ষ দুই দল সুযোগ পাবে বিশ্বকাপে। আর রানার্স-আপরা নিজেদের মধ্যে খেলবে প্লে-অফ। জয়ী দল পরে মহাদেশীয় প্লে-অফে খেলবে।

১৯৯৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলে জাপান। সর্বশেষ কাতার বিশ্বকাপে শেষ ষোলোয় খেলেছিল পূর্ব এশিয়ার দলটি।

মন্তব্য

বুমরাহর বোলিংয়ে চমকের কিছু দেখেন না ডাকেট

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বুমরাহর বোলিংয়ে চমকের কিছু দেখেন না ডাকেট
কুমরাহ ও ডাকেট। ছবি : সংগৃহীত

সর্বকালের অন্যতম সেরা পেসারের তকমা জুটেছে জাসপ্রিত বুমরাহর। অনেক ব্যাটারই ভারতীয় পেসারের চ্যালেঞ্জ নিতে ভয় পান, প্রচণ্ড সমীহ করেন। সমীহ করেন বেন ডাকেটও, তবে চমকের কিছু দেখেন না বলে জানিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার।

বুমরাহর বিপক্ষে মুখোমুখি হওয়াতেই ভারতীয় পেসারের বোলিং দক্ষতা সম্পর্কে ভালোভাবেই অবগত বলে জানিয়েছেন ডাকেট।

মেইল স্পোর্টকে বাঁহাতি পেসার বলেছেন, ‘পাঁচ টেস্টের সিরিজে তার মুখোমুখি হয়েছি আমি। খুব ভালো করেই জানি, সে কীভাবে আমাকে বোলিং করবে। আর ভালো দিকটা হচ্ছে, তার বোলিং দক্ষতা আমার এখন জানা। এমন কিছু নেই যা আমাকে চমকে দিতে পারে।

সর্বশেষ ভারতের মাটিতে হওয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজে বুমরাহকে ভালোভাবেই সামলিয়েছেন ডাকেট। ভারতীয় পেসারের মুখোমুখি হয়ে ৯৪ বলে ৬৩ রান নিয়েছেন তিনি। তা থেকেই হয়তো আত্মবিশ্বাসী ডাকেট।

তবে চ্যালেঞ্জের বিষয়টি ডাকেটও মানেন।

তাতে বুমরাহর সঙ্গে মোহাম্মদ শামির নামও উচ্চারণ করেছেন তিনি। ইংল্যান্ডের ব্যাটার বলেছেন, ‘চ্যালেঞ্জিং আছে এবং লাল বলে মোহাম্মদ শামির স্কিলও বুমরাহর মতোই ভীতি জাগানিয়া। তবে শুরুর স্পেল সামলাতে পারলে মনে করি, রান করতে অসুবিধা হবে না।’

ভারতের মাঠে ৪-১ ব্যবধানের হারের বদলা নেওয়ার সুযোগ পাচ্ছে ইংল্যান্ড। আগামী জুনে ভারতকে আতিথেয়তা দেওয়ার পাঁচ টেস্টের সিরিজে তাই প্রতিপক্ষকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ডাকেট।

২০ জুন শুরু হতে যাওয়া সিরিজ নিয়ে ডাকেট বলেছেন, ‘ঘরের থেকে বাইরের ভারত আলাদা। তাই মনে করি, তাদের হারানো উচিত এবং আমরা তা পারব। ভালো একটা সিরিজই হবে।’

মন্তব্য

১৯তম জন্মদিন আর পালন করা হলো না চীনের ডিফেন্ডারের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
১৯তম জন্মদিন আর পালন করা হলো না চীনের ডিফেন্ডারের
১৯তম জন্মদিন আর পালন করতে পারলেন না জিয়াশুয়ান। ছবি : ফেসবুক

প্রতিবারের ন্যায় হয়তো আজও হই-হুল্লোড়ে জন্মদিন পালন করতেন গুয়ো জিয়াশুয়ান। কিন্তু ১৯তম জন্মদিনের আগের দিন পাড়ি জমালেন না ফেরার দেশে। 

জিয়াশুয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই। সামাজিক মাধ্যমে চীনের ডিফেন্ডারের মৃত্যু নিয়ে লিখেছেন, ‘১৮তম বছরের শেষ দিনে চিরতরে নিথর হয়ে গেল সে।

অনেক দিন ধরেই মৃত্যুর সঙ্গে লড়ছিলেন জিয়াশুয়ান। গত ৬ ফেব্রুয়ারি মাদ্রিদে বেইজিং অনূর্ধ্ব-২০ ও স্থানীয় ক্লাব রায়ো সিউদাদ আলকোবেন্দাসের ম্যাচে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এরপর থেকেই কোমায় ছিলেন এই ডিফেন্ডার। বেইজিংয়ের তিয়ানতান হাসপাতালে নিয়ে আসার পর গতকাল চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি।

জিয়াশুয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব বেইজিং গুয়োযানে। চায়নিজ সুপার লিগের ক্লাবটি লিখেছে, ‘আমাদের সন্তান যে ফুটবল ভালোবাসত তাকে হারিয়েছি। শান্তিতে ঘুমাও জিয়াশুয়ান।’ ২০২৩ সালে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের ওয়ার্ল্ড স্কোয়াডের হয়েও একটি ম্যাচ খেলেছেন তিনি।

 

জিয়াশুয়ান আহত হওয়ার পরেই বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ তুলে তার পরিবার। তাদের অভিযোগ (মাথায় আঘাত) তথ্য গোপন ও যথাসময়ে যোগাযোগ করা হয়নি। তাই তো ডিফেন্ডারের মৃত্যুর এক সপ্তাহ আগে তার ভাই সামাজিক মাধ্যমে আরো লিখেছিলেন, ‘আমরা সত্য জানতে এবং ন্যায়বিচার চাই।’ তবে তাদের অভিযোগ অস্বীকার করে বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, জিয়াশুয়ানকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা করেছে তারা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ