<p style="text-align:justify">দেশের পুঁজিবাজারে বিদায়ি সপ্তাহে প্রধান সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কমেছে। তবে বিদায়ি সপ্তাহে ডিএসই ও সিএসইতে মোট বাজার মূলধন বেড়েছে ১৪ হাজার ৬৩৩ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল শনিবার ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দেশেই তৈরি হচ্ছে বিশ্বমানের ফার্নিচার, রপ্তানি ১২০ মিলিয়ন ডলার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730603545-f35b876692ec9a5b6991a03363360c4e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দেশেই তৈরি হচ্ছে বিশ্বমানের ফার্নিচার, রপ্তানি ১২০ মিলিয়ন ডলার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/03/1442160" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.৮০ পয়েন্ট বা ১.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৯৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৪৬.৮৭ পয়েন্ট বা ২.৪৯ শতাংশ বেড়ে এক হাজার ৯২৬ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ০.৮৯ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে এক হাজার ১৪৪ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ২৯.০১ পয়েন্ট বা ২.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২২ পয়েন্টে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730603645-3962e39925f070cfbba6b535fe9098da.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/03/1442162" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৫ হাজার ৩৩২ কোটি টাকা। আর বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ছয় লাখ ৫৬ হাজার ৮৬৮ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে আট হাজার ৪৬৩ কোটি ৫০ লাখ টাকা।</p> <p style="text-align:justify">বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে দুই হাজার ৮৩ কোটি ২৬ লাখ টাকা। আর বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল এক হাজার ৬৯৩ কোটি ৪২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৮৯ কোটি ৮৩ লাখ টাকা।</p> <p style="text-align:justify">বিদায়ি সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি কম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৯টির, দর কমেছে ১০১টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৫টির। আর লেনদেন হয়নি ১৭টির।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেষ হলো নিষেধাজ্ঞা, আজ থেকে ধরা যাবে ইলিশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730602473-41bbc47988d1747ed0d8f4249226af69.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেষ হলো নিষেধাজ্ঞা, আজ থেকে ধরা যাবে ইলিশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/03/1442158" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ি সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯.৪০ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৪২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ২.৩৬ শতাংশ বেড়ে ১২ হাজার ১৭ পয়েন্টে, সিএসসিএক্স ০.৮৪ শতাংশ বেড়ে আট হাজার ৭৭৯ পয়েন্টে, সিএসআই সূচক ০.৩১ শতাংশ কমে ৯২৩ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ৯.৬৮ শতাংশ কমে দুই হাজার ৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এখনো ‘জয়ের বন্ধুর’ কবজায় যশোর সফটওয়্যার পার্ক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730601688-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এখনো ‘জয়ের বন্ধুর’ কবজায় যশোর সফটওয়্যার পার্ক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/03/1442155" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৮ হাজার ৩৮০ কোটি টাকা। আর বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ছয় লাখ ৯২ হাজার ২০৯ কোটি ৭৪ লাখ টাকা।</p>