ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

কিশোরের মৃত্যু : মার্কিন পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কিশোরের মৃত্যু : মার্কিন পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ
নিহত টমাস "টিজে" সিডেরিও

যুক্তরাষ্ট্রে সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাড়া করার একপর্যায়ে ১২ বছর বয়সী একটি ছেলেকে পিঠে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এডসল মেন্ডোজা নামে ওই পুলিশকর্মী টমাস 'টিজে' সিডেরিও নামের কিশোরটিকে তাড়া করেছিলেন এবং সে নিরস্ত্র ছিল জেনেও গুলি করেন।

পুলিশের ধারণা, টমাসের এক বন্ধু একটি অস্ত্র চুরির সঙ্গে জড়িত ছিল। পুলিশকর্মী মেন্ডোজাকে রবিবার গ্রেপ্তার করা হয়েছে।

ফিলাডেলফিয়ার ডিস্ট্রিক্ট অ্যাটর্নির প্রকাশ করা তথ্য অনুসারে মেন্ডোজা চারজন সাদা পোশাকের পুলিশ কর্মীর মধ্যে ছিলেন। ঘটনার দিন তারা টমাস এবং তার এক ১৭ বছর বয়সী বন্ধুর (নাম ‘এনকে’ হিসেবে উল্লেখ করা) মুখোমুখি হন। ওই পুলিশ কর্মীদের কাছে তথ্য ছিল ১৭ বছর বয়সী বন্ধুটি একটি আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় ‘নগণ্যভাবে’ জড়িত।

পুলিশকর্মীরা ছেলে দুটিকে থামানোর চেষ্টা করলে 'একটি গুলি বেরিয়ে গিয়ে' গাড়ির পেছনের জানালা ভেঙে যায়।

ছেলে দুটি তখন পালানোর চেষ্টা করলে মেন্ডোজা টমাসকে তাড়া করে তাকে তিনবার গুলি করেন।

নথিতে অভিযোগ করা হয়েছে, টমাসের অস্ত্রটি প্রায় ৪০ ফুট দূরেই ফেলে দেওয়া হয়েছিল জানা থাকলেও মেন্ডোজা আবার গুলি করেন। শেষ গুলি চালানোর সময় টমাস দৌড়ানো বন্ধ করে দাঁড়িয়ে ছিল।

মেন্ডোজাকে ঘটনার পরপরই পুলিশ বাহিনী বরখাস্ত করেছিল।

পুলিশ কমিশনার সেই সময়ে বলেছিলেন, ওই ঘটনায় বিভাগের বল প্রয়োগের নীতি লঙ্ঘন করা হয়েছে।

সূত্র : বিবিসি।

মন্তব্য

ইউরোপীয় শহরগুলোতে ঝুঁকি বাড়ছে তীব্র গরম ও বন্যার

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
শেয়ার
ইউরোপীয় শহরগুলোতে ঝুঁকি বাড়ছে তীব্র গরম ও বন্যার
স্পেনের সেভিলে তীব্র তাপপ্রবাহের সময় মানুষ ঝর্ণার পানিতে শীতল হচ্ছে। ফাইল ছবি : এএফপি

২০২৪ সালে ইউরোপে রেকর্ড মাত্রায় গরম পড়েছিল, যা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিবেদনে আশঙ্কার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইউরোপে সবচেয়ে দ্রুত গতিতে তাপমাত্রা বাড়ছে।

ইইউর কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস ও বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদন বলছে, এ ধরনের তাপমাত্রা বৃদ্ধির ফলে মহাদেশটির লাখ লাখ মানুষ ঝুঁকির মুখে পড়ছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইউরোপে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে।

যেমন গত অক্টোবর ও নভেম্বরে স্পেনের ভ্যালেনসিয়ায় বন্যায় ২২০ জনেরও বেশি মানুষ মারা গেছে। তার ঠিক এক মাস আগে বোরিস ঝড়ে মধ্য ও পূর্ব ইউরোপের আটটি দেশের বিভিন্ন শহরে বন্যা হয়। এতে চার লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, একদিকে পূর্ব ইউরোপে তীব্র তাপদাহ এবং দক্ষিণ ইউরোপে শীতকালে দীর্ঘস্থায়ী খরা ছিল।

এ ছাড়া বলা হচ্ছে, শহরগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। সেখানে শুষ্ক ও শক্ত মাটি বন্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। অথচ এগুলো দ্রুত বৃষ্টির পানি শোষণ করতে পারে না। প্যারিস, মিলান ও গ্লাসগোর মতো শহরগুলো সবুজ এলাকা ও পরিবেশ ঠাণ্ডা রাখার সুবিধা বাড়ানোর মাধ্যমে খাপ খাইয়ে নিতে নানা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান সেলেস্ট সাওলো বলেন, ‘অভিযোজন অপরিহার্য। অতি অল্প তাপমাত্রা বৃদ্ধিও আমাদের জীবন, অর্থনীতি ও পৃথিবীর জন্য ঝুঁকি বাড়িয়ে দেয়।’

এত সব ঝুঁকির মধ্যেও একটি ইতিবাচক দিক হলো, ২০২৪ সালে নবায়নযোগ্য জ্বালানি ইউরোপের ৪৫ শতাংশ শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়েছে। সৌর, বায়ু ও বায়োমাসের মতো শক্তি উৎসগুলোর ওপর নির্ভরতা বাড়ায় ভবিষ্যতে জলবায়ু ঝুঁকি কমবে।

গবেষণায় দেখা গেছে, ইউরোপের অর্ধেকেরও বেশি শহর চরম আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদের অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

মন্তব্য

শুল্ক বিরতির ৯০ দিনের মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা শুরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শুল্ক বিরতির ৯০ দিনের মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা শুরু
সংগৃহীত ছবি

ভারত ও যুক্তরাষ্ট্র এই সপ্তাহে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে। আলোচনার প্রাথমিক পর্ব ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৫ এপ্রিল) এএনআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে জানা যায়, শুল্ক বিরতির ৯০ দিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যক্তিগত বৈঠকের কথা রয়েছে।

যা মে মাসে অনুষ্ঠিত হতে পারে। সেখানে ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদলও থাকবে।

আরো পড়ুন
নেহা কক্করের সঙ্গে সম্পর্ক রাখতে চান না তার বোন, কী বললেন গায়িকা?

নেহা কক্করের সঙ্গে সম্পর্ক রাখতে চান না তার বোন, কী বললেন গায়িকা?

 

এদিকে বাণিজ্যসচিব সুনীল বার্তওয়াল বলেছেন, বর্তমান শুল্কের ক্ষেত্রে ভারতের জন্য উদ্বেগ এবং সুযোগ উভয়ই রয়েছে। ইতিমধ্যে ভারত একটি উপায় খুঁজে নিয়েছে।

সেটা হচ্ছে ভারত যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্যের দিকে এগোতে চাচ্ছে। এ বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে সম্মত হয়েছেন। উভয় দেশ বর্তমানে একটি বাণিজ্য চুক্তিতে কাজ করছে, যা এর মধ্যেই চূড়ান্ত হতে পারে।

মার্চ মাসে নয়াদিল্লিতে দুই দেশ বহু ক্ষেত্রীয় দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির (BTA) প্রথম পর্যায়ে আলোচনা শেষ করেছে।

বিটিএর সফল সমাপ্তির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিরা বৈঠক করেছেন। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই বৈঠকের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

মন্তব্য

মার্চে ভারতের খুচরা মূল্যস্ফীতি ছয় বছরে সর্বনিম্ন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মার্চে ভারতের খুচরা মূল্যস্ফীতি ছয় বছরে সর্বনিম্ন
সংগৃহীত ছবি

মার্চ মাসে ভারতে খুচরা মূল্যস্ফীতির হার কমেছে। দেশটিতে ৬ বছরে মধ্যে সর্বনিম্ন খুচরা মূল্যস্ফীতি হয়েছে গত মাসে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রণালয় জানিয়েছে, মার্চ মাসে মূল্যস্ফীতির হার ৩.৩৪ শতাংশে নেমেছে, যা প্রায় ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। এর মধ্যে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ২.৬৯ শতাংশ।

কারণ হিসেবে বলা হয়েছে, শাক-সবজি ও প্রোটিনসমৃদ্ধ খাদ্যপণ্যের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতির হার কমেছে। আগের মাস ফেব্রুয়ারিতে ছিল ৩.৬১ শতাংশ। গত বছরের মার্চ মাসে মূল্যস্ফীতি ৪.৮৫ শতাংশ ছিল।

পরিসংখ্যান মন্ত্রণালয় বলছে, ২০১৯ সালের আগস্ট মাসে সর্বনিম্ন খুচরা মূল্যস্ফীতি ছিল ৩.২৮ শতাংশ।

তারপর মার্চ মাসেই মূল্যস্ফীতির হার ৩.৩৪ শতাংশে নেমেছে।

পরিসংখ্যান মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের বাজারে মার্চ মাসে নারকেল তেলের মূল্যস্ফীতি হয়েছে ৫৬.৮১ শতাংশ, নারকেলে ৪২.০৫ শতাংশ, সোনায় ৩৪.০৯ শতাংশ, রুপায় ৩১.৫৭ শতাংশ এবং আঙুরে ২৫.৫৫ শতাংশ।

অন্যদিকে আদায় -৩৮.১১ শতাংশ, টমেটোতে -৩৪.৯৬ শতাংশ, ফুলকপিতে -২৫.৯৯ শতাংশ, জিরায় -২৫.৮৬ শতাংশ ও রসুনে -২৫.২২ শতাংশ।

পরিসংখ্যান মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গ্রামীণ মূল্যস্ফীতি মার্চ মাসে ৩.২৫ শতাংশে নেমে এসেছে, যা ফেব্রুয়ারিতে ৩.৭৯ শতাংশ ছিল।

মন্তব্য

পাকিস্তানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের শিকার পুলিশের বাস, নিহত ৩

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
শেয়ার
পাকিস্তানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের শিকার পুলিশের বাস, নিহত ৩
১৫ এপ্রিল পাকিস্তানের একটি হাসপাতালে বোমা বিস্ফোরণে আহত পুলিশ সদস্যদের নেওয়ার সময় সাংবাদিকদের কাজে বাধা দেয় পুলিশ। ছবি : এএফপি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে মঙ্গলবার এক বোমা বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন।

মাস্তুং জেলায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস পুঁতে রাখা আইইডি বোমা বিস্ফোরণের শিকার হয়। বাসে প্রায় ৪০ জন পুলিশ সদস্য ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা রাজা মোহাম্মদ আকরাম।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আহতদের কোয়েটার সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ঘটনার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই অঞ্চলে সবচেয়ে সক্রিয় দল হিসেবে পরিচিত।

বেলুচিস্তান প্রদেশ আফগানিস্তান ও ইরানের সীমান্তঘেঁষা খনিজসমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত। চলতি বছরের শুরু থেকে কেবল বেলুচিস্তান ও খাইবারপাখতুনখোয়াতেই দুই শতাধিক প্রাণহানি ঘটেছে।

বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা লক্ষ করা যাচ্ছে। এ ছাড়া আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে।

২০২৪ সাল দেশটির জন্য সর্বাধিক সহিংসতার বছর হিসেবে বিবেচিত হয়েছে। সরকারি পর্যায়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ