<p style="text-align:justify">রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও নিজেকে নিয়ে একটি এআই ভিডিও শেয়ার করেছেন বিলিয়নিয়ার ইলন মাস্ক। এআইয়ের ওই ভিডিওতে বি গিসের ‘স্টেইন অ্যালাইভ’ গানের সঙ্গে নাচতে দেখা গেছে এ দুজনকে। এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p style="text-align:justify">ইলন মাস্ক হাস্যকর ভঙ্গিতে জিঙ্গাসা করলেন, আমাদেরও এমন কোনো পদক্ষেপ আছে নাকি?</p> <p style="text-align:justify">ভিডিওটি মূলত উটাহের মার্কিন সিনেটর মাইক লি শেয়ার করেছিলেন। সেই ভিডিওটি এখন পর্যন্ত ৬৫ লাখেরও বেশি মানুষ দেখেছে, সাড়ে তিন হাজারেরও বেশি রি-টুইট হয়েছে। যদিও কিছু ব্যবহারকারী ভিডিওটি পছন্দ করেছেন, তবে কেউ কেউ এআইয়ের ভুল-ত্রুটিগুলোও তুলে ধরেছেন।</p> <p style="text-align:justify">একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার দেখা সেরা ভিডিও!!!’</p> <p style="text-align:justify">আরেকজন লিখেছেন, কোনো ভাবে এটি ভোটে জিতবে হাহা।</p> <p style="text-align:justify">অন্যজন লিখেছেন, ‘আমি আসলে বুঝতে পারছিনা, কোনটা আসল, আর কোনটা নকল।’</p> <p style="text-align:justify">প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ২০২৪ সালের নির্বাচন, কমলা হ্যারিস ও জলবায়ু নিয়ে ট্রাম্প ও মাস্কের আলোচনার পরই ভিডিওটি প্রকাশ পেয়েছে। যদিও ওই আলোচনার ভিডিওটি বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছিল।</p> <p style="text-align:justify">গণমাধ্যমের তথ্য মতে, এর আগে ২০২১ সালের ৬ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পকে টুইটার থেকে নিষিদ্ধ করা হয়েছিল (বর্তমান এক্স)। এরপর ২১ ফেব্রুয়ারি তিনি তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ চালু করেছিলেন।</p> <p style="text-align:justify">ওই বছরের নভেম্বরেই ইলন মাস্ক টুইটার কিনে নেন। পরে ট্রাম্পের অ্যাকাউন্ট @realDonaldTrump পুনরুদ্ধার করেন।</p> <p style="text-align:justify">গত মাসে সাবেক এ রাষ্ট্রপতিকে টেসলার সিইও সমর্থন করেছিলেন। দু'জনের মধ্যে সম্পর্ক বছরের পর বছর ধরে পরিবর্তিত হয়েছে এবং তারা অতীতে অনলাইনে ব্যবসা করেছিলেন।</p>