<p>ইউক্রেনের হয়ে গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগে ছয় ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। তবে এই অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে যুক্তরাজ্য। দেশটি দাবি করেছে, লন্ডনে মস্কোর কূটনৈতিক কার্যক্রম কমিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে রাশিয়া এ কাজ করেছে। রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সরকারী সফরে জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই এমন ঘোষণা দেয় মস্কো।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফের ন্যাটোর উদ্দেশে পুতিনের হুমকি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/13/1726221243-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফের ন্যাটোর উদ্দেশে পুতিনের হুমকি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/13/1425036" target="_blank"> </a></div> </div> <p>বার্তাসংস্থা এপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলেন স্টারমার। আলোচনায় তারা ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে কথা বলতে পারেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাশিয়ার আরো গভীরে আঘাত করতে পশ্চিমাদের পাশে চান জেলেনস্কি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/03/1725357842-1483f468f326dc088045b6125faaf590.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাশিয়ার আরো গভীরে আঘাত করতে পশ্চিমাদের পাশে চান জেলেনস্কি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/03/1421651" target="_blank"> </a></div> </div> <p>রয়টার্সের তথ্য মতে, বাইডেন স্টারমারকে বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট ইউক্রেনকে সাহায্য করতে আপনার পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ এটি ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রক্ষা করবে।’</p> <p>রয়টার্স জানিয়েছে, বাইডেন বা স্টারমার কেউই সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলেননি। এর আগে হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনের বিষয়ে নতুন কোনো নীতি ঘোষণার পরিকল্পন করা হয়নি।</p> <p>তবে স্টারমার বলেন, ‘আমি মনে করি আগামী কয়েক সপ্তাহ ও মাস হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্বাধীনতার এই গুরুত্বপূর্ণ যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইউক্রেনে ৬৫০ ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/07/1725686501-0c3747bddcd39bf9412d7e796533f514.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইউক্রেনে ৬৫০ ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/07/1423002" target="_blank"> </a></div> </div> <p>রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্কতা দিয়ে বলেছেন, যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দেয় তাহলে তারা ধরে নেবেন এই যুদ্ধে ন্যাটোও যোগ দিয়েছে। রাশিয়ার ভেতর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারকে ‘চূড়ান্ত সীমা’ হিসেবে অভিহিত করেছেন তিনি।</p> <p>রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে, যে ছয়জনকে বহিষ্কার করা হয়েছে তাদের যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডিভিশন থেকে পাঠানো হয়েছিল। তাদের দায়িত্ব ছিল রাশিয়াকে কৌশলগতভাবে হারানো।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাশিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকিতে নতুন শঙ্কায় বিশ্ব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/31/1725073089-2cf114e3069648c608df290b47bef0c1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাশিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকিতে নতুন শঙ্কায় বিশ্ব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/miscellaneous/2024/08/31/1420567" target="_blank"> </a></div> </div> <p>এফএসবি আরো জানিয়েছে, অন্যান্য কূটনীতিকরা যদি একই ধরনের কাজ করেন তাহলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। রাশিয়াকে বেকায়দায় ফেলতে এখন রাশিয়ার ভেতরই হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন। এ কারণে তারা দাতা দেশগুলোর কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চাইছে।</p> <p>সূত্র : রয়টার্স ও এপি</p>