<p>৪৮ ঘণ্টার মধ্যে দুটি ঘটনা প্রতিক্রিয়ায় লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর গুলি চালানো বন্ধ করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে, ইসরায়েলি বাহিনী গতকাল শুক্রবার লেবাননে ইউএনআইএফআইএল-এর অবস্থানের কাছে একটি লক্ষ্যবস্তুতে গুলি চালায় এবং তারা ঘটনার দায়ও স্বীকার করে। ওই ঘটনায় দুইজন শান্তিরক্ষী আহত হন।</p> <p>ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সেখানে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীতে (ইউনিফিল) দুই শ্রীলঙ্কার সেনা আহত হয়েছে। নাকোরায় লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউনিফিল) ঘাঁটির চারপাশে কর্মরত আইডিএফ সেনা গুলি চালায়। সেখানে ঝুঁকি থাকায় গুলি চালায় বলে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে। তারা দুইজন শান্তিরক্ষী আহত হওয়ার ঘটনাটি ‘সর্বোচ্চ পর্যায়ে’ তদন্ত করবে বলে জানিয়েছে।’</p> <p>এর আগে গত বৃহস্পতিবারও ইউনিফিলের দুই ইন্দোনেশিয়ান সেনা একটি পর্যবেক্ষণ টাওয়ার থেকে পড়ে আহত হয়। পর্যবেক্ষণ টাওয়ারে ইসরায়েলি ট্যাংকের গোলার আঘাতে এই ঘটনা ঘটে। </p> <p>ফ্রান্স, ইতালি এবং স্পেনের নেতারাও ইসরায়েলের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, ‘এ ধরনের ঘটনা অযৌক্তিক এবং অবিলম্বে এর অবসান হওয়া উচিত।’ শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দুই সেনা আহত হওয়ার পর আইডিএফ হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে।</p> <p>জাতিসংঘ শান্তিরক্ষার প্রধান বলেছেন, ‘দক্ষিণ লেবাননে জাতিসংঘের অবস্থানে সরাসরি গুলি চালানোর বিষয়টি বিশ্বাস করার কারণ রয়েছে। যদিও তিনি ঘটনার দায় সম্পর্কে কিছু বলেননি।’</p> <p>জাতিসংঘ শান্তিরক্ষার প্রধান জিন-পিয়েরে ল্যাক্রোইক্স বিবিসির নিউজ আওয়ার প্রগ্রামকে বলেছেন, ‘আমাদের কাছে টাওয়ারে আগুন লাগার প্রমাণ রয়েছে এবং সেখানে থাকা ক্যামেরার ক্ষতি হয়েছে। যা থেকে ধারণা করা যাচ্ছে, সরাসরি আগুন দেওয়া হয়েছিল।’</p> <p>আইডিএফ জানিয়েছে, গতকাল শুক্রবার নাকোরায় জাতিসংঘের পোস্টটি তাদের লক্ষ্যবস্তু থেকে প্রায় ১৬৪ ফুট (৫০ মিটার) দূরে ছিল। শান্তিরক্ষী সেনাদের ওই সময় সুরক্ষিত স্থানে থাকতে বলা হয়েছিল। এদিকে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউনিফিল) বলেছে, ইসরায়েলের সামরিক যানবাহনগুলো ইসরায়েলের সীমান্তের কাছাকাছি লাববুনেহে জাতিসংঘের আরেকটি সাইট অতিক্রম করেছে। ঘটনাগুলো ‘গুরুতর’ বলে তারা জানায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বৈরুত থেকে ইরানি কমান্ডারের মরদেহ উদ্ধার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728714426-4b69c2e27800846d4e132ea608c2a660.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বৈরুত থেকে ইরানি কমান্ডারের মরদেহ উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/12/1434343" target="_blank"> </a></div> </div> <p>লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, শুক্রবারের হামলা ছিল ‘একটি অপরাধ যা, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নির্দেশিত’।</p> <p>দক্ষিণ লেবাননে ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকায় আইডিএফ এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল-লেবানন সীমান্তজুড়ে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করতে থাকে। আইডিএফ জানায়, শুক্রবার আধা ঘণ্টার মধ্যে লেবানন থেকে উত্তর ইসরায়েলে প্রায় ১০০টি রকেট ছোড়া হয়েছে। লেবানন থেকে দুটি মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল (ইউএভি) শনাক্তও হয়েছে বলেও তারা জানায়। যার একটিকে আটকানো হয়েছে।</p> <p>এদিকে ইসরায়েল যুক্তি দিচ্ছে, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউনিফিল) এই অঞ্চলকে স্থিতিশীল করতে ব্যর্থ হয়েছে। তারা  শান্তিরক্ষীদের উত্তর দিক থেকে প্রত্যাহার করতে বলছে, যাতে তারা হিজবুল্লাহর মুখোমুখি হতে পারে। জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যাননও বিপদ এড়াতে ইউনিফিল কর্মীদের উত্তর থেকে ৫ কিমি (৩ মাইল) প্রত্যাহার করার জন্য ইসরায়েলের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তবে জাতিসংঘের জিন-পিয়ের ল্যাক্রোইক্স বলেছেন, তারা তাদের অবস্থান থেকে সরবে না।</p> <p>প্রায় ৮০০ বেসামরিক কর্মীদের পাশাপাশি ৫০টি দেশের প্রায় ১০ হাজার শান্তিরক্ষী লেবাননে অবস্থান করছে। ১৯৭৮ সাল থেকে তারা লিটানি নদী ও লেবানন এবং ইসরায়েলের মধ্যে জাতিসংঘ স্বীকৃত সীমানার মধ্যবর্তী অঞ্চলে টহল দিয়েছে। এলাকাটি ‘ব্লু লাইন’ নামে পরিচিত।</p> <p>গত বছরের ৮ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের মারাত্মক হামলার পরদিন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপ শুরু করে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো বলছে, তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছে। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হলে তারা হামলা চালানো বন্ধ করবে। এরপর গত তিন সপ্তাহে ইসরায়েল নাটকীয়ভাবে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা শুরু করে। দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ অংশে বিমান হামলা জোরদার করেছে। হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে এবং স্থল আক্রমণ শুরু করেছে।</p> <p>লেবানন বলছে, সাম্প্রতিক উত্তেজনায় দুই হাজারের বেশি মানুষ নিহত এবং কয়েক লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। এই সপ্তাহে হিজবুল্লাহ রকেট হামলায় দুই ইসরায়েলি বেসামরিক এবং একজন থাই নাগরিক নিহত হয়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে।</p> <p><strong>গুলি চালানো বন্ধ করার আহ্বান আইরিশ প্রধানমন্ত্রীর </strong></p> <p>আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস শনিবার ইসরায়েলকে ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের প্রতি’ মনোযোগ দেওয়ার এবং দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর সাম্প্রতিক গুলিবর্ষণের পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়েছেন। ডাবলিন থেকে এএফপি এই খবর জানিয়েছে। </p> <p>আয়ারল্যান্ডের এই নেতা এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলকে অবশ্যই লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর গুলি চালানো বন্ধ করতে হবে।’ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে এই সর্বশেষ মন্তব্য ব্যাপক কূটনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তিনি বলেন, ‘ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের কণ্ঠস্বর এবং উদ্বেগের কথা শুনতে হবে।’</p> <p>লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, ইউএনআইএফআইএল-এর ১০ হাজার সেনার মধ্যে ৩৪৭ জন আয়ারল্যান্ডের। তারা লেবাননের দক্ষিণে শান্তি বজায় রাখার জন্য নিয়োজিত রয়েছে। তবে আইরিশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবারের ঘটনায় তাদের কোনো কর্মী আহত হয়নি।</p> <p>সূত্র : বিবিসি, এএফপি</p>