<p>ছেলেকে নিয়ে দুর্গাপূজার প্রতিমা দেখতে বের হয়েছিলেন বাবা। কিন্তু পথে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয় জন। </p> <p>শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় অরিণ ট্রাভেলস পরিবহনের দ্রুতগতির একটি বাসের ধাক্কায় এ ঘটনা ঘটে।</p> <p>নিহতরা হলেন- অটোরিকশাচালক ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের চেংটাপাড়া এলাকার চান্দু মন্ডলের ছেলে শওকত মন্ডল (৫০) ও অটোরিকশার যাত্রী ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার গৌরাঙ্গ দাস নয়ন (৩৫) ও তার ছেলে রুদ্র দাস (১৩)। তারা পূজা উপলক্ষে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।</p> <p>পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেউপুর পূজামণ্ডপ থেকে অটোরিকশাযোগে সল্লা ফিরছিলেন। পথে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা শিশুসহ ৮ জন গুরুতর আহত হয়। ঘটনাস্থলে নয়নের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে রুদ্র ও শওকত মারা যান। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।</p> <p>বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ কালের কণ্ঠকে বলেন, বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।</p>