<p style="text-align:justify">দাফনের তিন মাস ৯ দিন পর আদালতের নির্দেশে সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রাম থেকে কাদের মোড়ল (৭৫) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে লাশটি উত্তোলন করা হয়। তিনি আটারই গ্রামের মৃত মোছা মোড়লের ছেলে।</p> <p style="text-align:justify">মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ৬ আগস্ট সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় কাদের মোড়ল মারা যান। ময়নাতদন্ত ছাড়াই লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে গত ১৪ আগস্ট কাদের মোড়লের ছেলে আব্দুল হালিম বাদী হয়ে তার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ এনে হত্যা মামলা করেন।</p> <p style="text-align:justify">আসামিরা হলেন আটারই গ্রামের মৃত রহিম মোড়ল ওরফে নরিমের ছেলে আশরাফ মোড়ল (৫৯), জাকিরুল মোড়ল (৩৮), জাকাম মোড়ল (৫২), আশরাফ মোড়লের ছেলে সোহাগ মোড়ল (২২), জাকাম মোড়লের স্ত্রী সুরাইয়া আক্তার স্বপ্না (৪২) ও মোকাম আলী গাজীর ছেলে আলাউদ্দীন গাজীসহ (৪৫) অজ্ঞাতপরিচয় ছয়জনের নাম উল্লেখ করা হয়। </p> <p style="text-align:justify">এরপর ময়নাতদন্তের জন্য পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ওই লাশ উত্তোলনের আবেদন করে। এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটকেলঘাটা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমানের উপস্থিতিতে সোমবার সকাল ১০টায় লাশ উত্তোলন করা হয়।</p> <p style="text-align:justify">নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটকেলঘাটা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন বলেন, আব্দুল কাদেরের লাশ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। </p>