<p>বাসে পেট্রল বোমা নিক্ষেপ করে কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় হওয়া দ্বিতীয় মামলায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা তোফায়েল হোসেনের (৫৮) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।<br />  <br /> সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৪ নম্বর আমলি আদালতের বিচারক ফারহানা সুলতানা শুনানি শেষে তোফায়েলের এই রিমান্ড মঞ্জুর করেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য : ক্রীড়া উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731932099-0c8619aec728d72a17d3acf038ff8ed2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য : ক্রীড়া উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/18/1448048" target="_blank"> </a></div> </div> <p>কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইমুল হক ওরফে রিংকু এবং কুমিল্লার আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ বদিউল আলম সুজন রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন। মুহাম্মদ বদিউল আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>তোফায়েল বুসয়ারা গ্রামের প্রয়াত আম্বর আলীর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। তার চাচা মুজিবুল হক কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। </p> <p>অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন বলেন, বিগত এক দশকের বেশি সময় ধরে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের হয়ে চৌদ্দগ্রামের ঠিকাদারিসহ চাঁদাবাজি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন তোফায়েল হোসেন। চৌদ্দগ্রামের বেশির ভাগ অপকর্মে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাসে পেট্রল বোমা নিক্ষেপ করে ৮ জনকে হত্যার মামলায় এজাহারনামীয় আসামি তিনি। মামলার তদন্ত কর্মকর্তার চাহিদা অনুযায়ী আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত সন্তুষ্ট হয়ে চার দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আশা করছি, রিমান্ডে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হলে দেশজুড়ে আলোচিত এই হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।<br />  <br /> তোফায়েলের পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, আমরা রিমান্ড আবেদন না মঞ্জুর করে তোফায়েল হোসেনের জামিন আবেদন করেছিলাম। আদালত জামিন নামঞ্জুর করে ৪ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।</p> <p>এর আগে গত বুধবার দিবাগত মধ্যরাতে নিজ গ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।</p> <p>থানা পুলিশ সূত্র জানায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে বাসে পেট্রল বোমা মেরে ৮ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মো. আবুল খায়ের নামে এক ব্যক্ত বাদী হয়ে কুমিল্লার আদালতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, তৎকালীন আইজিপি এ কে এম শহীদুল হক, র‌্যাবের তৎকালীন ডিজি বেনজীর আহমেদ, কুমিল্লার তৎকালীন পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১৫ নম্বর এজাহারভুক্ত আসামি তোফায়েল হোসেন। </p> <p>প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় ৮ ঘুমন্ত বাস যাত্রীকে পেট্রল বোমা নিক্ষেপ করে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমদাতা হিসেবে আসামি করে প্রথম মামলাটি দায়ের করেছিলেন।</p>