<p style="text-align:justify">প্রাথমিক শিক্ষার কাঠামোগত পরিবর্তন ও গুণগত মানোন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে কনসালট্যান্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।</p> <p style="text-align:justify">সোমবার (১৮ নভেম্বর) সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন উপদেষ্টা।</p> <p style="text-align:justify">সেখানে উপদেষ্টা বলেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীরা জানুয়ারিতে বই পাবে। হাওর অঞ্চলের শিক্ষকরা নিয়ম অনুযায়ী হাওর ভাতা পাবে। তাদের জন্য স্কুল প্রাঙ্গণে থাকার একটি/দুটি কক্ষ নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে।’</p> <p style="text-align:justify">এ সময় অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মো. আতাউল গণি ও জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া উপস্থিত ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য : ক্রীড়া উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731932099-0c8619aec728d72a17d3acf038ff8ed2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য : ক্রীড়া উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/18/1448048" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">পরে সুনামগঞ্জ জেলার দিরাইস্থ ফিমেইল একাডেমিতে  ‘হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়ন’ বিষয়ক আলোচনা সভায় উপদেষ্টা বলেন, ‘সুনামগঞ্জ একটি অবহেলিত অঞ্চল। এখানকার প্রাথমিক বিদ্যালয়গুলো যাতে ভালোভাবে চলে সে লক্ষ্যে সকলকে একসাথে কাজ করতে হবে। এক্ষেত্রে কমিউনিটি সমর্থন দরকার। সকলকে উদ্যোগী হতে হবে, যাতে স্কুলগুলো ভালোভাবে চলে।’</p> <p style="text-align:justify">উপদেষ্টা বিকেলে সুনামগঞ্জ জেলার শিল্পকলা একাডেমি চত্বরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।</p>