<p style="text-align:justify">বান্দরবানে পর্যটকদের সুবিধা দিতে এবার যুক্ত হচ্ছে ছাদখোলা ট্যুরিস্ট বাস। ছাদখোলা বাসের উদ্যোগ নিয়েছেন বান্দরবানের হিলভিউ হোটেলের অন্যতম স্বত্ত্বাধিকারী কাজল কান্তি দাশ।</p> <p style="text-align:justify">সোমবার (১৮ নভেম্বর) এই ছাদখোলা বাসে পর্যটন স্পটগুলো ঘুরে দেখেছেন স্থানীয় সাংবাদিকরা। খুব শিগগিরই কাছাকাছি এলাকার পর্যটন স্পট ভ্রমণে পাহাড়ি রাস্তায় নামবে বিশেষ এই বাস।</p> <p style="text-align:justify">কাজল কান্তি দাশ কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের বাস রেডি আছে। প্রাসঙ্গিক কিছু প্রক্রিয়া শেষে ছাদখোলা ট্যুরিস্ট বাসের বাণিজ্যিক যাত্রা শুরু হবে।’</p> <p style="text-align:justify">এই অঞ্চলকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় এবং পর্যটকদের নিরাপত্তার জন্যই বাস চালুর এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কাজল কান্তি দাশ। তিনি বলেন, ‘হোটেল পূরবী নিয়ে নব্বইয়ের দশকে আমরা পর্যটন সেবায় কাজ শুরু করেছি। এরপর হোটেল হিলবার্ড এই নেটওয়ার্কে যুক্ত হয়। পূরবী কোচ সার্ভিস আমাদের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান। গত এক যুগ ধরে বান্দরবানের পর্যটন বিকাশে অবদান রাখছে হোটেল হিলভিউ। এই নামেই আমরা ট্যুরিস্ট বাস চালু করতে যাচ্ছি।’</p> <p style="text-align:justify">বান্দরবান বাস স্টেশন সংলগ্ন হিলভিউ হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টার থেকে প্রতিদিন সকালে একটি ছাদখোলা বাস নীলগিরির উদ্দেশ্যে যাত্রা করবে। পথে বিভিন্ন স্পট দেখানোর পর নীলগিরি গিয়ে সেটি যাত্রা বিরতি করবে। সেখান থেকে বাসটি আবার দুপুরের মধ্যেই হিলভিউ হোটেল চত্ত্বরে ফিরে আসবে।</p> <p style="text-align:justify">অপর সার্ভিসটি দুপুরের পর নীলাচলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মেঘলাসহ বিভিন্ন স্পট দেখিয়ে সন্ধ্যায় সেটিও একই স্থানে ফিরে আসবে। হিলভিউ হোটেলের ম্যানেজার পারভেজ জানান, ৩১ আসনের এই ট্যুরিস্ট বাসে ৫ বছরের কম বয়সী শিশুদের বিনা ভাড়ায় ভ্রমণের সুবিধা দেওয়া হবে।</p>